দেশ

Midnapore Accident: চলন্ত বাস চালকের চোখে ঘুম! গয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত পূর্ব মেদিনীপুরের ৩

Published by
KGP Desk

নিজস্ব সংবাদদাতা: বাস চালাতে চালাতেই ঘুমে ঢুলে পড়েছিলেন চালক পরিণতিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বাসের চালক খালাসী সহ ৩ জনের। মৃতদের মধ্যে ১ পুণ্যার্থীও রয়েছেন বলে জানা গেছে। ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন যাত্রী। নিহত ও আহতরা পূর্ব মেদিনীপুরের বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে রবিবার বিকালে বাজকুল থেকে ৭০ জন পুণ্যার্থী নিয়ে গয়ার পথে রওনা দিয়েছিল ওই বাসটি যার ব্যবস্থাপনায় ছিলেন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কাঁকড়াবাড়ি গ্রামের ঝাড়েশ্বর সামন্ত।

সোমবার ভোরের দিকে ঝাড়খণ্ড-বিহার সীমান্ত লাগোয়া বরকাটা থানা এলাকায় হাজারিবাগের কাছে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি ট্রাকের।দুর্ঘটনায় বাসের চালক, খালাসি ও এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর।এছাড়া আহত হয়েছেন বাসের ৬০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে আহত ও নিহতদের উদ্ধার করে চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎকরা মৃত বলে ঘোষণা করেন ৩ জনকে। মৃত ৩ জনের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি ভূপতিনগর থানার বৃন্দবনপুর গ্রামের বাসিন্দা গুরুপদ মণ্ডল (৬০)। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ভৈরবী মণ্ডল।

ওই বাসে থাকা এক পুণ্যার্থী অজিত কুমার বাগ জানিয়েছেন, বাসের চালক বাস চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন বলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার সকাল বেলাতেই দুর্ঘটনার খবর এসে পৌঁছানোর পরই তৎপর হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর পেয়ে জেলা প্রশাসন। জেলার বিধায়ক তথা রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি জেলা প্রশাসন ও দুর্ঘটনাগ্রস্থ বাসটির যাত্রীদের সঙ্গে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেন। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, সোমবার ভোরে হাজারিবাগ এলাকায় তীর্থযাত্রীদের বাস ও লরির মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার খবর পাওয়ার পর ওই এলাকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

এদিন সন্ধ্যা অবধি চালক ও খালাসীর নাম জানা যায়নি তবে তাঁরা তমলুক এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। আহত ২০ জনের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, আহতদের রাজ্যে ফিরিয়ে এনে চিকিৎসা করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বাকি পুণ্যার্থীদেরও ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

11 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

12 months ago