Tuesday, May 7, 2024

Ukraine-Russia Conflict: রাত কেটেছে এক প্যাকেট ম্যাগি খেয়ে, বাঙ্কারও কাঁপছে বোমার আঘাতে! ইউক্রেনে আটকে পড়া পশ্চিম মেদিনীপুরের ডাক্তারি পড়ুয়া জানালেন অভিজ্ঞতা

'I studied a little on Wednesday night. Even then I did not believe that the war could take place. There was a belief among the professors that the matter would be settled till the end. So many nights I went to sleep in peace. I thought I would go to bed by the next day, but I woke up at 5:30 in the morning with a loud noise. Then more words, more! I understood that the bomb was falling, the war had started. I quickly peeked out the window of the house and saw that it was full of smoke. The sound of bombs can be heard. There was an explosion without a few minutes. A few seem to crack quite close. The bomber struck shortly after noon in front of a Borispil airport. Sushovan Bera, a resident of Sabang in West Midnapore, trapped in war-torn Ukraine, took a deep breath as he spoke.

- Advertisement -spot_imgspot_img

নরেশ জানা ও শশাঙ্ক প্রধান: ‘বুধবার একটু রাত করেই পড়াশুনা করেছি। তখনও বিশ্বাস করিনি যুদ্ধটা লাগতে পারে। অধ্যাপক পড়ুয়াদের মধ্যে একটা বিশ্বাস ছিল শেষ অবধি মিটমাট হয়ে যাবে। অনেক রাতে তাই নিশ্চিন্তেই ঘুমাতে গেছিলাম। পরের দিন বেলা অবধি ঘুমিয়ে নেব ভেবেছিলাম কিন্তু ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটা বিকট শব্দে ঘুম ভাঙল। তারপর আরও শব্দ, আরও! বুঝলাম বোমা পড়ছে, যুদ্ধ লেগে গেছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
সুশোভন বেরা, ইউক্রেন

তাড়াতাড়ি ঘরের জানলা দিয়ে মুখ বার করে দেখি, বাইরে ধোঁয়ায় ভরে গিয়েছে। বোমার শব্দ শোনা যাচ্ছে। কয়েক মিনিট ছাড়া ছাড়া বিস্ফোরণ হচ্ছিল। কয়েকটি যেন বেশ কাছেই ফাটল। মনে হচ্ছে বোরিসপিলে বিমানবন্দরেই পড়েছে বোমাগুলো।’ কথা গুলো বলে একটু দম নিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দা সুশোভন বেরা।

২০১৯ সালে ডাক্তারি পড়তে ইউক্রেন পাড়ি দিয়েছেন সুশোভন। এবছর তাঁর থার্ড ইয়ার চলেছে। বর্তমানে ইউক্রেনের রাজধানী কিভেই রয়েছে সে। আর সেই কিভ-ই এখন রাশিয়ার আক্রমনের মূল লক্ষ্য। সুশোভন ও তাঁর কয়েকজন সহপাঠী থাকেন কিভের অ্যাকাডেমিকা টুপোলেভা স্ট্রিট লাগোয়া অ্যাপার্টমেন্টগুলির একটিতে। বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যেই ওই অ্যাপার্টমেন্টগুলি কার্যত জনশূন্য হয়ে পড়েছে।

কাগজপত্র মিলিয়ে নেওয়া। নারায়নচন্দ্র ও নিভারানী

বেশিরভাগ মানুষই রুশ ক্ষেপণাস্ত্র ও বোমা থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিয়েছেন কিভের বিভিন্ন মেট্রো স্টেশনে। কারণ, এগুলি মাটির অনেক গভীরে। সুশোভনদের সরিয়ে নিয়ে গেছে স্থানীয় প্রশাসন। প্রথমে একটা বহুতলের বেসমেন্টে নিয়ে যাওয়া হয়, পরে রাতের দিকে একটি বাঙ্কারে রাখা হয়েছে তাঁদের। সুশোভন বলছেন, বোমার আঘাতে সেই বাঙ্কারও যেন কাঁপছে।

সুশোভনের সবংয়ের বাড়ি

সবং সদরে গরুর হাটের কাছেই বাড়ি সুশোভনের বাবা নারায়ণচন্দ্র বেরা সারের ব্যবসা করেন। মা ও নিভারানী গৃহবধূ। দুই দিদির বিয়ে হয়ে গেছে। সবংয়ের একটি নার্সারি স্কুলে পড়ার পর পিংলার ধনেশ্বরপুর থেকে মাধ্যমিকের পাঠ নিয়েছিলেন সুশোভন। মেদিনীপুর শহরের মোহনানন্দা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানের আওতায় ডাক্তারি পড়ার পরীক্ষার বসার জন্য প্রশিক্ষণ নেন। তারপরই মিলে যায় ইউক্রেনে ডাক্তারি পড়ার ছাড়পত্র। ২০২১সালের সেপ্টেম্বরে সবংয়ে এসে বাবা-মার সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে গেছেন সুশোভন। ফের আসার কথা ছিল ১লা মার্চ। বিমানের টিকিট কাটাও হয়ে গিয়েছিল কিন্তু এখন সেসব ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বাঙ্কারে।

সুশোভন জানিয়েছেন, ‘গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে শুধু এক প্যাকেট ম্যাগি খেয়েছি। তারপর শুক্রবার সকাল ১০টা মানে এখনও অবধি আর কিছুই জোটেনি। প্রচন্ড খিদে পাচ্ছে। এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে বলেই খবর পাচ্ছি। ওদিকে রাতভর বাঙ্কারের ইস্পাত কঠিন পাটাতনে শুয়ে গা হাত পায়ে প্রচন্ড ব্যথা। আসার সময় ব্যাগে করে টুথ ব্রাশ, পেস্ট, কয়েকটা জামা প্যান্ট, মোবাইল চার্জার নিয়ে এসেছিলাম। তাতেই মোবাইলটা চার্জ দিয়ে কোনও মতে চলছে। তবে বাঙ্কারের ভেতর নেটওয়ার্ক অসম্ভব দুর্বল। আর মাঝেমধ্যে বোমা পড়ার শব্দে বাঙ্কার কেঁপে উঠছে।’ শুক্রবার বাবা-মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন সুশোভন কিন্তু নেটওয়ার্ক দুর্বল থাকার ফেটে ফেটে যাচ্ছিল অবয়ব, কেটে যাচ্ছিল কথা। বলেছেন, আসার সময় পাসপোর্ট, পড়ুয়াদের জন্য বিশেষ রেসিডেন্সিয়াল কার্ড সঙ্গে নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এখান থেকেই যাতে সোজা বিমানবন্দর হয়ে দেশে ফিরতে পারেন।

যদিও আপাততঃ সেই সম্ভবনা নেই বলেই মনে হচ্ছে।
কারন রাশিয়ার আক্রমনের লক্ষ্যে রাজধানী কিভে অবস্থিত ইউক্রেনের সামরিক সদর দপ্তরের পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দর বোরিসপিলও। ইউক্রেনের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে ১৮ থেকে ৬০ বছর বয়সী কেউই এই মুহূর্তে ইউক্রেন ছাড়তে পারবেননা। বৃহস্পতিবারই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে , ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই তারা সব লক্ষ্য ছুঁয়ে ফেলেছে। ইউক্রেনের স্থলভাগে ৮৩টি সামরিক লক্ষ্যকে ধ্বংস করেছে। ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে মো়ট ২০৩টি সামরিক আঘাত হেনেছে পুতিনের দেশ। ইউক্রেন সেনা পাল্টা দাবি, খারকিভের কাছে রাশিয়ার চারটি যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করেছে তারাও। লুহানস্ক অঞ্চলে নিহত হয়েছেন ৫০ জন রুশ সেনা। ছ’টি রুশ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেন সেনা। যদিও এই তথ্য অস্বীকার করেছে রাশিয়া। সরকারি বেসরকারি দাবি মানলে যুদ্ধের প্রথম দিনেই দু’পক্ষের সেনা ও অসামরিক ব্যক্তি মিলিয়ে ২০০জনের কাছাকাছি প্রাণ হারিয়েছেন।

ওদিকে সবংয়ে বৃহস্পতিবারের পর শুক্রবারও টিভির সামনেই বসে রয়েছেন সুশোভনের বাবা মা। প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। নেট ওয়ার্ক খারাপ হওয়ার কারনে বেশিরভাগ সময়ে যোগাযোগ করে উঠতে পারছে না ছেলের সাথে । শুক্রবার একবারই কথা হয়েছে ছেলের সাথে। যুদ্ধের আতঙ্কের পাশাপাশি আতঙ্ক যদি নেট পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে যেটুকু যোগাযোগ করতে পারছে ছেলের সাথে সেটাও আর পারবে না । ভারত সরকারের কাছে তাদের আবেদন যেকোন উপায়ে তার ছেলেসহ যে সমস্ত ভারতীয় ছেলেমেয়েরা ওখানে পড়াশোনার জন্য গিয়েছেন প্রত্যেককেই যাতে নিরাপদে ফিরিয়ে আনা হয় ভারতে। শুক্রবার নতুন করে দু’দেশের সঙ্ঘাত কোন মাত্রায় পৌঁছাবে কে জানে?

- Advertisement -
Latest news
Related news