Friday, May 17, 2024

Kharagpur PM Rojgar Mela 2022: খড়গপুরে ২২২ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী! সারা দেশে ৭৫ হাজার

Through a Video conference among the country Prime Minister Narendra Modi also handed over the appointment letter to 222 Kharagpur people in the face of Deepabali. On Saturday, a video conference was started in the country throughout the country, the Prime Minister started PM Rojgar Mela 2022 across the country. On this day, 75,000 young people in the country handed over to the employment of job employment titles to the central government in the hands of young women. As a part of this, a ceremony in the city of Khargapura was organized in the form of a railway clay. There, 222 people were given this appointment letter. According to the government's estimates, the appointment sheet has been given the appointment letter from this program of Kharagpur on Saturday. A total of 169 people were appointed in the rail. IIT Khargapere 37 and 14 people of the postal division were appointed. In addition to giving new employer to these 220 people, more two people were given the appointment letter.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: দীপাবলির মুখে খড়গপু্রের ২২২ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক ভিডিও কনফারেন্স মারফত সারা দেশে রোজগার মেলার (PM Rojgar Mela 2022) সূচনা করেন প্রধানমন্ত্রী। এদিন দেশে মোট ৭৫ হাজার যুবক যুবতীর হাতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের চাকরির নিয়োগপত্র অনলাইন মারফত তুলে দেন তিনি। তারই অঙ্গ হিসাবে এদিন খড়গপু্র শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় রেলের খড়গপু্র ডিভিশনের তরফে। সেখানেই ২২২ জনের হাতে এই নিয়োগপত্র দেওয়া হয়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শনিবার খড়্গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে প্রধানমন্ত্রীর ৭৫ হাজার কর্ম প্রার্থীদের নিয়োগ পত্র বিতরণের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। সেখান থেকেই রেল, ডাক বিভাগ ও আইআইটি খড়গপু্র (IIT-Kharagpur) ক্যাম্পাসের বিভিন্ন দফতরে ওই ২২২ জনকে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে। এই উপলক্ষ্যে খড়গপু্রে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক স্থানীয় সংসদ দিলীপ ঘোষ ,রাজ্যের আর এক সাংসদ সুকান্ত মজুমদার খড়গপুর শহরের বিধায়ক হিরন চট্টোপাধ্যায় সহ নিশীথ প্রামাণিক দক্ষিণ পূর্ব রেলের ডি আর এম এস হাশমি । মন্ত্রী নিশীথ প্রামাণিক এই দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করলেন। দেশের যুব সমাজের কাছে এই দিনটি নতুন যুগের সূচনা করল। কারন আগামী দেড় বছরের মধ্যে মোট ১০ লক্ষ মানুষকে এই রোজগার মেলার মাধ্যমে চাকরি দেওয়া হবে।

সরকারের দেওয়া হিসেব অনুযায়ী শনিবার খড়গপুরের এই অনুষ্ঠান থেকে নিয়োগপত্র দেওয়া হয়েছে রেলে। মোট 169 জনকে রেলে নিয়োগ দেওয়া হয়েছে। আইআইটি খড়গপু্রে 37 এবং ডাক বিভাগের 14 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই 220 জনকে নতুন নিয়োগপত্র দেওয়া ছাড়াও ২ জনকে অন্যান্য কারনে নিয়োগপত্র দেওয়া হয়।

- Advertisement -
Latest news
Related news