Saturday, July 27, 2024

Digha: ২৪ঘন্টার মধ্যে ফের দিঘায় তেলিয়া ভোলা! এবার বিকালো অর্ধ কোটি টাকায়

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ২৪ঘন্টার ব্যবধানে আবারও তেলিয়া ভোলা মাছ এল দিঘা মোহনা বাজার বা মৎস নিলাম কেন্দ্রে। এবার একটি মৎসজীবীদের ট্রলার মাঝ সমুদ্র থেকে নিয়ে এল মোট ৩৩টি তেলিয়া ভোলা মাছ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এর মধ্যে ১৬টি পুরুষ এবং বড় আকারের ২৩-২৫ কেজি পর্যন্ত যাদের কেজি প্রতি দর উঠেছে ১০হাজার ৮০০টাকা। বাকি ১৬টি অপেক্ষাকৃত ছোট মাছ গুলি ৬হাজার ২০০টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে। মাছ গুলির সর্বমোট ওজন হয়েছে ৬৪৩ কেজি এবং বিক্রি হয়েছে ৫৪ লক্ষ ৯৪হাজার ৬০০টাকায়।

গতকালের মতই এদিনও জ্যাকপট লেগেছে সেই মৎস ব্যবসায়ী চঞ্চল প্রধানেরই ট্রলারে। গতকাল যিনি ৪০টি তেলিয়া ভোলা বিক্রি করে প্রায় কোটি টাকা পেয়েছিলেন। গতকালের মত এদিনও শ্যামসুন্দর দাসের আড়তেই মাছ গুলি নিলাম হয় এবং যা কিনে নেয় কলকাতার এস.এফ.টি নামক একটি সংস্থা। উল্লেখ্য এই নিয়ে গত চারমাসে তিন তিনবার তেলিয়া ভোলার ভান্ডার পেলেন চঞ্চলবাবু।

গত জুলাই মাসে এই চঞ্চল প্রধানেরই ট্রলারে গত জুলাইয়ে ৩৪ টি তেলিয়া ভোলা উঠেছিল সেবার বিক্রি করে ৪৫ লক্ষেরও বেশি টাকা পেয়েছিলেন চঞ্চলবাবু। এরপর গতকাল ২৬শে অক্টোবর তিনি পান ৯৭ লক্ষ টাকা ৯৮ হাজার ৩০০ টাকা। এরপর আজ অর্ধকোটি ছাড়িয়ে গেল তাঁর আয়।

জানা গেছে এই মাছ বিদেশে রপ্তানি হয়। এর পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তাই এই মাছের এত দাম হয় এবং মাছকে ঘিরে মৎস্যজীবী মহলের মধ্যে আগ্রহও থাকে তুঙ্গে। জানা গেছে বিশেষ ধরনের ক্যাপসুলের খোল তৈরির জন্য ব্যবহৃত হয় এই মাছের পটকা। যে মাছের পটকা যতবড় হয় তার দামও তত বেশি হয়।

যে কারনে স্ত্রী তেলিয়া ভোলার চাইতে পুরুষ তেলিয়া ভোলার কিলো প্রতি দাম অনেক বেশি হয়। এই মরশুমে ইলিশ পড়েনি তেমন কিন্তু বেশ কয়েকবার এই তেলিয়া ভোলা পুষিয়ে দিয়েছে মৎসজীবীদের ঘাটতি।

- Advertisement -
Latest news
Related news