Saturday, May 18, 2024

Kharagpur: আজ থেকে দক্ষিণের ‘থার্ডলাইন’ যুক্ত করা শুরু! ৬ দিন খড়গপুরে ঢুকবে না ৩২টি ট্রেন

The work of connecting the third line between Hijli and Kharagpur stations of the southbound train line started from today. According to the South Eastern Railway, the South Eastern Railway has canceled several trains on the Howrah- Kharagpur- Bhubaneswar branch for six days for non-interlinking work. Today, from 31st January to 5th February, a total trains of eight different catagory cancellation notifications have been issued by the Railways. The list of canceled trains includes Shalimar-Puri and Puri Shalimar Dhauli Express, Howrah-Bhubaneswar and Bhubaneswar-Howrah Janshatabdi Express, Kharagpur-Jajpur Keonjhar Road and Jajpur Keonjhar Sprash-Kharagpur Hameshlera . In all, a total of 32 train cancellation notifications have been issued by the South Eastern Railway. This includes several important trains departing from Howrah and Shalimar.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: সোমবার ভোর থেকেই সাজো সাজো রব খড়গপুর রেল ডিভিশনের। দক্ষিণগামী ট্রেন লাইনের হিজলী ও খড়গপুর স্টেশনের মধ্যবর্তী থার্ডলাইন যুক্ত করার কাজ শুরু হল আজ থেকেই। দক্ষিণপূর্ব রেলসূত্রে জানানো হয়েছে,’ নন- ইন্টারলকিংয়ের (Non-Interlinking)কাজের জন্য ছ’দিন হাওড়া-খড়গপুর-ভুবনেশ্বর ( (Train Cancellation From Howrah)) শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল।  আজ অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মোট আটটি বিভাগের বিভিন্ন ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে, শালিমার-পুরী এবং পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এবং  জাজপুর কেওনঝড় রোড-খড়গপুর মেমু এক্সপ্রেস, হাওড়া-জলেশ্বর এবং জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল প্রভৃতি ট্রেনগুলি। সব মিলিয়ে মোট ৩২টি ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এর মধ্যে রয়েছে হাওড়াএবং শালিমার (Shalimar) থেকে ছেড়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও৷

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এই বিজ্ঞপ্তি অনুযায়ী ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে শালিমার এবং পুরীর মধ্যে চলাচলকারী আপ এবং ডাউন ধৌলি এক্সপ্রেস৷ এছাড়া ওই ৪দিন বাতিল থাকবে হাওড়া এবং ভুবনেশ্বরের মধ্যে যাতায়াতকারী আপ এবং ডাউন জনশতাব্দী এক্সপ্রেস৷ ১, ২ এবং ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেস৷ আবার, ৩১ জানুয়ারি, ১ ও ৩ সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেস বাতিল থাকবে৷ ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে শালিমার থেকে হায়দ্রাবাদগামী ইস্ট কোস্ট এক্সপ্রেস৷ ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি উল্টোপথে ট্রেনটি বাতিল থাকবে৷ শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ বিশাখাপত্তনম থেকে শালিমারগামী ট্রেনটি ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না হাওড়া ভঞ্জপুর ইন্টারসিটি এক্সপ্রেস৷ ফিরতি পথে ১ থেকে ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি৷

শালিমার- পুরী এক্সপ্রেস ৩১ জানুয়ারি, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ পুরী থেকে শালিমারগামী ট্রেনটি ফিরতি পথে ১ এবং ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ হাওড়া থেকে যশবন্তপুরগামী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ১ এবং ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ যশবন্তপুর থেকে ফিরতি পথে ৩১ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকবে৷ বিশাখাপত্তনম- দিঘা এক্সপ্রেস ৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷ দিঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস ৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷ পুরুলিয়া ভিল্লুপুরম দ্বিসাপ্তাহিক ট্রেনটি ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ ভিল্লুপুরম থেকে পুরুলিয়াগামী ট্রেনটি ২ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷ শালিমার ভঞ্জপুর স্পেশ্যাল ট্রেনটি ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে, ফিরতি পথে ৫ ফেব্রুয়ারি ট্রেনটি বাতিল করা হয়েছে৷ ভঞ্জপুর- পুরী সাপ্তাহাকি স্পেশ্যাল ট্রেনটি ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে, পুরী থেকে ফিরতি পথে ৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ট্রেনটি৷

1. Train 12821/12822 Shalimar-Puri-Shalimar Dhauli Express will remain cancelled from February 1 to February 4, 2022
2. Train 12073/12074 Howrah-Bhubaneshwar-Howrah Jan Shatabdi Express will remain cancelled from February 1 to February 4, 2022.
3. Train 18037 Kharagpur-Jaipur Keonjhar Road MEMU Express will remain cancelled from January 31 to February 4, 2022.
4. Train 18038 Jaipur Keonjhar Road-Kharagpur MEMU Express will remain cancelled from February 1 to February 5, 2022.
5. Train 08061/ 08062 Howrah- Jaleshwar -Howrah MEMU Special will remain cancelled from February 1 to February 4, 2022. 6. Train 12703 Howrah-Secunderabad Falaknuma Express will remain cancelled from February 1 to February 4, 2022.

7. Train 12704 Secunderabad-Howrah Falaknuma Express will remain cancelled from January 31 to February 3, 2022.
8. Train 18045 Shalimar-Hyderabad East Coast Express will remain cancelled from February 1 to February 4, 2022.
9. Train 18046 Hyderabad-Shalimar East Coast Express will remain cancelled from January 31 to February 4, 2022.
10. Train 18007 Shalimar-Bhajanpur Intercity Express will remain cancelled from January 31 to February 2, 2022.
11. Train 18008 Bhanjpur-Shalimar Intercity express will remain cancelled from February 1 to February 3, 2022.

12. Train 22853 Shalimar-Visakhapatnam Express will remain cancelled on February 1, 2022.
13. Train 22854 Visakhapatnam-Shalimar Express will remain cancelled on February 2, 2022.
14. Train 12881 Shalimar-Puri Express will remain cancelled on February 1 and February 3, 2022.
15. Train 12882 Puri-Shalimar Express will remain cancelled on January 31 and February 2.
16. Train 12245 Howrah-Yesvantpur Duranto Express will remain cancelled from February 1 to February 5, 2022.

17. Train 12246 Yesvantpur-Howrah Duranto Express will remain cancelled on January 31 and February 3, 2022.
18. Train 22835 Shalimar-Puri express will remain cancelled on February 2, 2022.
19. Train 22836 Puri-Shalimar Express will remain cancelled on February 1, 2022.
20. Train 08007 Shalimar-Bhanjpur Special will remain cancelled on February 3, 2022.
21. Train 08008 Bhanjpur-Shalimar Special will remain cancelled on February 5, 2022.

22. Train 08011 Bhanjpur-Puri Weekly Special will remain cancelled on February 3.
23. Train 08012 Puri-Bhanjpur Weekly Special Train will remain cancelled on February 4.
24. Train 22874 Visakhapatnam-Digha Express will remain cancelled on February 3.
25. Train 22873 Digha-Visakhapatnam Express will remain cancelled on February 4.
26. Train 12895 Shalipmar-Puri Express will remain cancelled on February 4.
27. Train 12896 Puri-Shalimar Express will remain cancelled on February 3.
28. Train 22605 Purulia-Villupuram Bi-Weekly Express Express will remain cancelled on February 4.
29. Train 22606 Villipuram-Purulia Bi-Weekly Express Express will remain cancelled on February 2.

- Advertisement -
Latest news
Related news