Friday, May 17, 2024

Partha SSC Scame: ২০ কোটি নয় ৩৫ থেকে ৪০ কোটি রয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, শেষ রাতে ই.ডি সূত্রের খবর! এবার মোনালিসার খোঁজে দুর্নীতিদমন শাখার আধিকারিকরা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাত আটটার আগে যা ছিল ২০কোটির মত রাত ১২টার পর তাই নাকি ৩৫ কোটি ছাড়িয়ে গেছে। টাকা গোনার সময় ইডির আধিকারিকদের ধারণা  আরও ৫ কোটি বাড়তে পারে। সেই সকাল থেকেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে জেরা করে চলেছে ইডি। রাত ১২ টা পার করলেও ইডিরা এখনও রয়েছে সেই বাড়িতেই। বরং একের পর এক পর গাড়ি নিয়ে আসছে ইডির আধিকারিকরা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ওদিকে কয়েকটি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক ও ৪টি টাকা গোনার মেশিন নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের টাকা গোনার কাজ। আর সেই গোনায় নাকি এখনও অবধি ৩৫ কোটি টাকার অস্তিত্ব মিলেছে। অর্পিতার কাছ থেকে পাওয়া ২০টি মোবাইল আইটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে যার থেকে মিলতে পারে অজস্র তথ্য।

প্রাথমিক ভাবে জানা গেছে ১ টি ভিডিও রেকর্ডিং ও ৮ টি ভয়েস কল রেকর্ডিং থেকে অনেক সূত্র মিলেছে দাবি ইডি আধিকারিকদের।  সূত্রের খবর, প্রথমে জেরা করা হবে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। তারপরেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে খুব দ্রুত। ওই কোটি কোটি টাকা, মোবাইল, সোনার গহনা ও বিদেশি মুদ্রা ছাড়াও বোলপুরে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তিরও হদিস মিলেছে বলে জানা গেছে।

আর তারই মধ্যে আরও একজন মহিলার নাম উঠতে শুরু করেছে। সেই মহিলার নাম মোনালিসা দাস, শোনা যাচ্ছে রাজ্যের কোনও এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তিনি। অর্পিতার পর মোনালিসার অস্তিত্ব ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। প্রশ্ন উঠছে কে তিনি? তার বাড়ি থেকেও কী টাকা উদ্ধার হবে?

একটি সূত্রে জানা গিয়েছে, বোলপুর শান্তিনিকেতনে বাড়ি মোনালিসার। ইতিমধ্যেই ওই মহিলার বিষয় সম্পত্তি নিয়ে খোঁজ চালাচ্ছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ আছে বলে সন্দেহ করছেন আকিকারিকরা। কী সম্পর্ক ছিল পার্থের সঙ্গে মোনালিসার তাও জানার চেষ্টা করছেন ইডি কর্তারা। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ইডির বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় বর্তমানে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গোটা ঘটনায় কুলুপ এঁটেছে তৃনমূল নেতৃত্ব। তৃনমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিয়েছেন এ নিয়ে যা বলার তা বলবেন যে বা যাঁদের কাছ থেকে টাকা মিলেছে তাঁরাই।

- Advertisement -
Latest news
Related news