Thursday, May 16, 2024

Partha Chattapadhyay ED: ২৭ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়! আটক অর্পিতাও, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মন্ত্রীসভা থেকে সরানোর প্রক্রিয়া শুরু

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: টানা প্রায় ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে আপাতত সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। প্রায় ২৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই, রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তদন্তকারীদের প্রশ্নের কোনও জবাব দিচ্ছিলেন না রাজ্যের মন্ত্রী। তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। আজই তাকে আদালতে তোলা হতে পারে বলে খবর। বাংলা সংবাদমাধ্যম সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন জানাবে ইডি। সেখানে দুর্নীতি সংক্রান্ত মামলায় বেশ কিছু প্রশ্ন করা হবে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

অন্যদিকে জানা যাচ্ছে, আটক করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুবস্তায় ভরা ছিল ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই বাড়ি থেকে ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে বলে ইডির দাবি।প্রায় ৫০ লাখ টাকার গয়নাও উদ্ধার হয়েছে। যে নগদ উদ্ধার হয়েছে, তা ব্যাঙ্ককর্মীদের দিয়ে যন্ত্রের সাহায্যে শনিবার সকাল পর্যন্ত গোনার কাজ চলেছে। ইডি সূত্রের খবর, ওই টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা।

অন্যদিকে শুধু টাকা বা গহনা নয় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও তিনটি সম্পত্তির হদিশ মিলেছে, এমনটাই দাবি এক সংবাদমাধ্যমের। একটি বাড়ি ও দু’টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত দু’টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার, একটি নিজস্ব বাড়িও আছে। এদিকে, অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার ২০ কোটি টাকা গোনার কাজ চলছে। ইতিমধ্যে অর্পিতার বাড়িতে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে ২১ কোটি হয়ে গেছে। চারটি টাকা গোনার মেশিন এনে রাত থেকেই চলেছিল টাকা গোনার কাজ।  বিপুল এই টাকার উৎস নিয়ে সঠিক কোনও উত্তর দিতে পারেননি অর্পিতা। এমনকী তিনিও তদন্তে সহযোগিতা করছিলেন না বলে অভিযোগ। শেষে তাঁকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

সকাল বেলা গ্রেফতার করার পর পার্থকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগে  বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে বেরিয়ে প্রায় অর্ধেক শহর ঘুরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা হয় জোকা ESI হাসপাতালে। জানা গিয়েছে, শুক্রবার থেকেই জিজ্ঞাসাবাদ চলাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ডাকা হয় চিকিৎসকও। এরপর বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে তাঁরা পৌঁছে যান জোকায়। সেখানে তাঁর পুঙ্খানুপুঙ্খু শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে খবর। ।ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা বাড়ানো হয়েছে। দফতরের কর্মীদের ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে সিজিও কমপ্লেক্সে। জানা গেছে ইডির গাড়িতে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। ইডি অফিসাররাই নিয়ে আসছেন গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর কোনও প্রশ্নেরই সদুত্তর না মেলায় পার্থর বাড়িতে থাকা ইডি অফিসাররা কথা বলেন দিল্লির ইডির উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। মোট ৬টি গাড়ির কনভয় পার্থকে নিয়ে আসা সিজিও কমপ্লেক্সে। ইডির দাবি, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন।

এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতে পারে তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা শিল্প–বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বলে সূত্রের খবর। এমনকী তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে। জানা গিয়েছে, পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশির পর ২০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। তাতে দলের অনেকের মত, গোটা অভিযোগের পরিধিতে নগদ টাকা এবং মহিলা যোগ ঢুকে পড়েছে। সাধারণ মানুষ পার্থবাবুকে নিয়ে সমালোচনা করতে শুরু করেছে। এই অবস্থায় পার্থবাবুকে মন্ত্রিসভায় রেখে দিলে সরকার এবং দলের ভাবমূর্তি নষ্ট হবে। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসুন তিনি চাইছেন দলের অনেকেই।

- Advertisement -
Latest news
Related news