Sunday, May 5, 2024

Krishnakumar Kunatth:বেলা শেষের আগে চলে গেলেন কে.কে! কলকাতার মঞ্চেই অসুস্থ হয়ে মৃত্যু ম্যাজিক ভয়েস অফ ইন্ডিয়া’র

Noted Bollywood singer Krishnakumar Kunnath popularly known as passed away at the age of 53 in Kolkata after suffering from a heart attack. The singer reportedly fell unwell while performing at a concert at Nazrul Manch in Kolkata. He returned to his hotel in Esplanade and collapsed.He was rushed to Calcutta Medical Research Institute (CMRI) at around 10:30pm, where doctors declared him brought dead. KK, known as a versatile singer, has recorded songs in Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Marathi and Bengali, among other languages.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: অবেলায় যাত্রা শেষ করলেন, প্রখ্যাত বলিউড গায়ক কে কে। নজরুল মঞ্চে উল্টোডাঙার (Ultadanga) গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে মৃত্যু সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (Krishnakumar Kunnath)। বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন। মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর সূত্রের। সূত্রের খবর, মঞ্চেই নাকি কেকে বারবার জানাচ্ছিলেন তাঁর শরীর খারাপ লাগছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
গুরুদাস কলেজে মঞ্চে শেষবার কেকে

স্পটলাইট অফ করতে বলছিলেন। হোটেলে ফিরে যান তিনি, সেখানে আরও অসুস্থ হওয়ার পর ডায়মন্ড হারবার রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সম্প্রতি কলকাতায় এসেছিলেন তিনি।

সূত্রের খবর, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যখন তাঁকে নিয়ে আসা হয়, তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানানো হয়েছিল। পরে তাঁকে পরীক্ষা করে বলা হয় তিনি মারা গিয়েছেন। এখন হাসপাতালে পৌঁছচ্ছেন হাসপাতালের প্রবীণ চিকিৎসকরা। যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরাও। পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। মাঝপথে ফোন পেয়েছি। এখানে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে শুনলাম। বাড়ির লোক, মুম্বই থেকে যাঁরা এসছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে দেখছি।’

- Advertisement -
Latest news
Related news