Wednesday, May 15, 2024

Kharagpur Haldia Accident: খড়গপুর মেদিনীপুরে কুয়াশার দাপট, জাতীয় সড়কে উল্টে গেল কনে যাত্রী বোঝাই বাস! নারী ও শিশু সমেত আহত হলদিয়ার ১২

Sometimes the winter is rising and sometimes the temperature is falling.In this strange whim of nature, the power of fog is increasing, especially in empty spaces surrounded by village side, on national highways. A bus loaded from bride home overturned in the Kharagpur area of ​​the Howrah-Mumbai National Highway on Monday morning after falling into the fog trap.The incident happened in Rupnarayanpur.A total of 12 people including 3 women and 1 child were injured in the incident.The condition of 3 of the injured is said to be critical.According to police sources, all the injured are residents of, Haldia area.It is known that this hazard is due to thick fog.According to the Vidyasagar University Meteorological Garden, the mercury in the temperature is fluctuating drastically. While the minimum temperature was 13.35 degrees Celsius on December 2, it dropped to 11.98 degrees Celsius on December 3 and rose to 12.26 degrees Celsius the next day. That temperature dropped to 11 degrees on Monday. The amount of fog is increasing due to this strange whim of nature. The state traffic police has asked driver to be careful while driving during the dense fog in the evening and early morning.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ কখনও শীত বাড়ছে আবার কখনও পড়ছে তাপমাত্রা। প্রকৃতির এই অদ্ভুদ খেয়ালের মধ্যে বাড়ছে কুয়াশার দাপট, বিশেষ গ্রামাঞ্চল ঘেরা ফাঁকা জায়গায়, জাতীয় সড়কে। সেই কুয়াশার ফাঁদে পড়েই সোমবার ভোরে হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের খড়গপুর এলাকায় উল্টে গেল কনেযাত্রী বোঝাই বাস। ঘটনাটি ঘটেছে রূপনারায়ণপুরে। ঘটনায় ৩ মহিলা ও ১ শিশু সহ মোট ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে আহতরা সবাই পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়ার সুতাহাটা থানার কুকড়াহাটি এলাকার বাসিন্দা।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে জানা গেছে কনে যাত্রী বোঝাই বাসটি ঝাড়গ্ৰাম থেকে কুকড়াহাটির দিকে যাচ্ছিল। কুকড়াহাটির বরদা গ্রামের কনের বিয়ে হয়েছে ঝাড়গ্রাম শহরে। রবিবার রাতে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথিশালায় ছিল বউভাত উপলক্ষ্যে প্রীতিভোজের অনুষ্ঠান। সেই প্রীতিভোজে অংশ নিতেই ৪০জন কনে যাত্রীর দলটি বরদা থেকে গিয়েছিল ঝাড়গ্রাম। সেই অনুষ্ঠান শেষ করে ভোর রাতে রওনা দিয়েছিল বাসটি। প্রায় ২ ঘন্টা যাত্রার পর খড়গপুর গ্ৰামীণ থানার রূপনারায়ণপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়।

খবর পেয়ে খড়গপুর গ্ৰামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় মানুষজনের সহযোগিতায় বিপন্ন যাত্রীদের উল্টে যাওয়া বাস থেকে উদ্ধার করা হয়। তারপর সেখান থেকে জখমদের দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটিতে ৫০ জন কনে যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে জখমদের মধ্যে বাসের চালক রয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তারা যখন ছুটে যান তখনও ঘন কুয়াশা। কুয়াশার জন্য প্রথমে বোঝাই যাচ্ছিলনা বাস নাকি লরি উল্টে পড়েছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আবহাওয়া উদ্যান সূত্রে জানা গেছে মারাত্মক ভাবে ওঠা নামা করছে তাপমাত্রার পারদ। ২ রা ডিসেম্বর যেখানে নুন্যতম তাপমাত্রা ছিল 13.35 ডিগ্রী সেলসিয়াস ৩ রা ডিসেম্বর তা 11.98 ডিগ্রীতে নেমে যায় আবার পরের দিনই তা 12.26 ডিগ্রী উঠে যায়। সোমবার সেই তাপমাত্রা ঝপ করে 11 ডিগ্রীতে নেমে যায়। প্রকৃতির এই অদ্ভুদ খেয়ালে বাড়ছে কুয়াশার পরিমাণ। রাজ্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই ঘন কুয়াশার সময় সন্ধ্যা ও ভোর বেলায় চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে।

- Advertisement -
Latest news
Related news