Saturday, July 27, 2024

Kharagpur Job in TATA: খড়গপুর টাটা মেটেলিকে আ‌্যপ্রেন্টিস পদে নিয়োগ! ক্লাশ এইট অথবা মাধ্যমিক পাশ করে থাকলে ১৩ইডিসেম্বরের মধ্যে আবেদন করুন, ITI থাকলে সোনায় সোহাগা

Tata Metallics Kharagpur is going to hire several apprentices. Which means the job is guaranteed at the end of the training. In the notification published on 29-11-2021 and 30-11-2021 company NAPS (National Apprenticeship Promotion Scheme) portal, it has been said that application has to be made within 14 days. In other words, if the first notification is published on 29th November, then the application has to be submitted by 12th December, 2021. Apprentices are being recruited for the posts of Fitter, Electrician, Turner and Gas Welder. A total of 60 apprentices are being taken. Class VIII pass, secondary or equivalent with mathematics and science from any recognized board or council. It is better if you have passed ITI, but if you do not, you can apply. It has been said before that there is no mention of age. You will get a stipend of 6500 to 8050 rupees.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরের দীর্ঘ কয়েকদশক ধরে সাফল্যের সঙ্গে শিল্প কারখানা চালিয়ে আসছে টাটারা (Tata Metaliks Metaliks Limited Kharagpur). টাটা বিয়ারিংয়ের পর তাদের দ্বিতীয় প্রোজেক্ট এই মেটালিকস কারখানা যা অত্যন্ত সফল। এরপর তারা জাপানের কুবোটা কোম্পানির সঙ্গেও একটি যৌথ ব্যবসা চালু করে খড়গপুরে যা টাটা মেটালিকস -কুবোটা পাইপস লিমিটেড (Tata Metaliks Kubota Pipes Ltd.) নামে পরিচিত। সব মিলিয়ে সফল এই টাটারা মাঝে মধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এবার টাটা মেটালিকস বেশ কিছু শিক্ষানবীশ (Apprentice) পদে নিয়োগ করতে চলেছে। যার অর্থ প্রশিক্ষণ শেষে চাকুরী নিশ্চিত।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

গত 29-11-2021 এবং 30-11-2021 কোম্পানি NAPS (National Apprenticeship Promotion Scheme) পোর্টালে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৪দিনের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ 29শে নভেম্বর প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ ধরে নিলে আবেদন করতে হবে ১২ই ডিসেম্বর’২০২১ মধ্যে। শিক্ষানবীশ নেওয়া হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার এবং গ্যাস ওয়েল্ডার পদে। মোট ৬০জন শিক্ষানবীশ নেওয়া হচ্ছে।

এবার দেখুন কোন ক্ষেত্রে কতজন নেওয়া হবে।
দেখুন শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ভাতা ইত্যাদি। উল্লেখ্য কোনও ক্ষেত্রেই বয়সের উল্লেখ নেই। তাই যে কেউ আবেদন করতে পারেন তবে প্রার্থী বাছাই করবে কোম্পানি।                                                                                 (১) ইলেকট্রিশিয়ান: শূন্য পদ ১০টি।
যেকোনও স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে গণিত এবং বিজ্ঞান সহ মাধ্যমিক বা সমতুল্য পাশ। ITI পাশ করে থাকলে ভালো তবে না করলেও আবেদন করা যাবে। আগেই বলা হয়েছে বয়সের উল্লেখ নেই। স্টাইপেন পাবেন 6500 থেকে 8050 টাকা। প্রশিক্ষণ চলবে 23 মাস।
(২) টার্নার: শূন্য পদ ১০টি।
যেকোনও স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে গণিত এবং বিজ্ঞান সহ মাধ্যমিক বা সমতুল্য পাশ। ITI পাশ করে থাকলে ভালো তবে না করলেও আবেদন করা যাবে। বয়সের উল্লেখ নেই। স্টাইপেন পাবেন 6500 থেকে 8050 টাকা। প্রশিক্ষণ চলবে 25মাস।

(৩) ফিটার: শূন্য পদ ৩০টি।
যেকোনও স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে গণিত এবং বিজ্ঞান সহ মাধ্যমিক বা সমতুল্য পাশ করতে হবে। ITI পাশ করে থাকলে ভালো তবে না করলেও আবেদন করা যাবে। আগেই বলা হয়েছে বয়সের উল্লেখ নেই। স্টাইপেন পাবেন 6500 থেকে 8050 টাকা। প্রশিক্ষণ চলবে 23 মাস।
(৪) ওয়েল্ডার: শূন্য পদ ১০টি।
যেকোনও স্বীকৃত বোর্ড অথবা কাউন্সিল থেকে গণিত এবং বিজ্ঞান সহ অষ্টম শ্রেণী পাশ। ITI পাশ করে থাকলে ভালো তবে না করলেও আবেদন করা যাবে। আগেই বলা হয়েছে বয়সের উল্লেখ নেই। স্টাইপেন পাবেন 6500 থেকে 8050 টাকা। প্রশিক্ষণ চলবে 15 মাস।

(১) ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন National Apprenticeship Promotion Scheme পোর্টালে অনলাইনে। ওয়েবসাইট https://apprenticeshipindia.org.ওখানেই সমস্ত অপশন পেয়ে যাবেন আবেদন করার।

(২) https://apprenticeshipindia.org গিয়ে রেজিস্ট্রেশন না করা থাকলে রেজিষ্ট্রেশন করে নিন। এবার তৈরি করা ইউজার আইডি আর পাশ ওয়ার্ড দিয়ে চলে যান Apprenticeship Opportunities মেনুতে।
(৩) এবার Search by Establishment Name বিভাগে Tata Metaliks Limited মেনুতে ক্লিক করলে সমস্ত পদ পেয়ে যাবেন। অথবা আপনি Establishment code ‘E05201900045’ দিয়েও সার্চ করতে পারেন। সব পদ একে একে চলে আসবে আর আপনি আপনার পছন্দের পদ খুঁজে নিয়ে আবেদন করুন।

- Advertisement -
Latest news
Related news