Friday, May 17, 2024

Midnapore-Kharagpur-Howrah Local: খড়গপুর-হাওড়া শাখায় আরও ১২ টি লোকাল চালু ১লা এপ্রিল থেকে! মেদিনীপুর,খড়গপুর, পাঁশকুড়া, মেছেদা পাচ্ছে ৩ টি করে ট্রেন

South Eastern Railway brought good news for Kharagpur Howrah branch. Twelve more local trains were brought back from tomorrow, Friday, April 1. The local train was stopped due to Corona and lockdown. After that the service is being launched gradually. At the beginning of the financial year, Kharagpur-Howrah branch is getting 12 more such trains. According to southeastern railway sources, out of these 12 trains, 3 trains are getting Kharagpur, 3 trains are getting Medinipur, Mecheda and Panshkura are also getting 3 trains each. One thing to keep in mind is that most of the trains that have been launched are scheduled in such a way that passengers get special benefits when returning from Howrah. Now you strated your journy early morning from Howrah @2.45 & kharagpur, Midnapur reached @ 5.13 & 5.45 am.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর হাওড়া শাখার (Kharagpur-Howrah Section) ফের সুসংবাদ বয়ে আনল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)। আগামী কাল, শুক্রবার, ১লা এপ্রিল থেকে আরও ১২টি লোকাল ট্রেন ফিরিয়ে আনা হল। করোনা অতিমারী ও লকডাউনের দাপটে বন্ধ হয়ে গেছিল লোকাল ট্রেন। এরপর ধিরে ধিরে সেই পরিষেবা চালু হচ্ছে। আর্থিক বছরের শুরুতেই সেরকমই আরও ১২টি ট্রেন পাচ্ছে খড়গপুর-হাওড়া শাখা। দক্ষিণপূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এই ১২টি ট্রেনের মধ্যে ৩টি ট্রেন পাচ্ছে খড়গপুর, ৩ টি ট্রেন পাচ্ছে মেদিনীপুর, মেছেদা ও পাঁশকুড়াও ৩টি করে ট্রেন পাচ্ছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

তবে একটি বিষয় মনে রাখতে হবে যে এই চালু হওয়া বেশিরভাগ ট্রেন এমন ভাবে সময় সময়সূচি করা হয়েছে যাতে হাওড়া থেকে ফেরার ক্ষেত্রে যাত্রীরা বিশেষ সুবিধা পায়। যেমন মেদিনীপুর ৩টি ট্রেন পেলেও ২টি অতিরিক্ত ট্রেন পাওয়া যাবে হাওড়া থেকে ফেরার পথে। ১টি অতিরিক্ত ট্রেন মেদিনীপুর থেকে ছাড়বে। কিন্তু খড়গপুর থেকে হাওড়া যাওয়ার জন্য ২টি অতিরিক্ত ট্রেন থাকছে। হাওড়া থেকে খড়গপুর ১টি অতিরিক্ত ট্রেন মিলবে। অন্যদিকে পাঁশকুড়া ও মেছেদা থেকে ৩ টি করে অতিরিক্ত ট্রেন থাকছে। ফেরার জন্য আপাততঃ কোনও অতিরিক্ত ট্রেন নেই। ওই দুই স্টেশনের যাত্রীরা অবশ্য খড়গপুর মেদিনীপুর ফেরার জন্য বরাদ্দ ৩টি ট্রেনের সুবিধা পাচ্ছেন।

এবার দেখা যাক কী কী ট্রেন বরাদ্দ হল? মেদিনীপুর থেকে হাওড়া যাবে 38802 লোকাল। খড়গপুর থেকে হাওড়া যাবে 38702 এবং 38704 লোকাল ট্রেন। মেছেদা থেকে হাওড়া যাবে 38302, 38304, 38306 লোকাল। পাঁশকুড়া থেকে হাওড়া যাবে 38402, 38404, 38408 লোকাল ট্রেন। হাওড়া থেকে মেদিনীপুর ফেরার জন্য অতিরিক্ত ট্রেন যুক্ত হচ্ছে 38801, 38803 লোকাল। আর হাওড়া থেকে খড়গপুর আসার জন্য অতিরিক্ত যুক্ত হচ্ছে 38703 লোকাল ট্রেন।

এবার পূর্বের নিয়ম অনুযায়ী ট্রেনগুলির সময় জেনে নেওয়া যাক। এর সাথে বর্তমান সময়সূচি নাও মিলতে পারে। এক্ষেত্রে পাঠকরা রেলের সময়সূচি মিলিয়ে নেবেন।                                                                                     38802 মেদিনীপুর 4.05, খড়গপুর 4.30, বালিচক 4,59 পাঁশকুড়া 5.22, মেছেদা 5.38, বাগনান 5.55, উলুবেড়িয়া 6.09, সাঁতরাগাছি 6.44 হাওড়া                                                  38702 খড়গপুর ভোর 3.00, বালিচক 3.26, পাঁশকুড়া 3.49, মেছেদা 4.05, বাগনান 4.22, উলুবেড়িয়া 4.35, সাঁতরাগাছি 5.09, হাওড়া                                                           38704 খড়গপুর ভোর 3.50 , বালিচক 4.17 , পাঁশকুড়া 4.43 , মেছেদা 5.00 , বাগনান 5.17 , উলুবেড়িয়া 5.31 , সাঁতরাগাছি 6.05 , হাওড়া

38302 মেছেদা 3.05 , কোলাঘাট 3.09, বাগনান 3.21 , উলুবেড়িয়া 3.34 , সাঁতরাগাছি 4.09 , হাওড়া                           38304 মেছেদা 3.50 , কোলাঘাট 3.54, বাগনান 4.06 , উলুবেড়িয়া 4.19 , সাঁতরাগাছি 4.54 , হাওড়া।                         38306 মেছেদা 4.35 , কোলাঘাট 4.39 , বাগনান 4.51 , উলুবেড়িয়া 5.04 , সাঁতরাগাছি 5.39 , হাওড়া।                         38402 পাঁশকুড়া 3.05, মেছেদা 3.22 , কোলাঘাট 3.26 , বাগনান 3.38 , উলুবেড়িয়া 3.51 , সাঁতরাগাছি 4.26 , হাওড়া                                                                                     30404 পাঁশকুড়া 3.25, মেছেদা 3.42 , কোলাঘাট 3.46 , বাগনান 3.58 , উলুবেড়িয়া 4.41 , সাঁতরাগাছি 4.46 , হাওড়া                                                                                    30408 পাঁশকুড়া 4.32, মেছেদা 4.49 , কোলাঘাট 4.53 , বাগনান 5.05 , উলুবেড়িয়া 5.18 , সাঁতরাগাছি 5.53, হাওড়া

38801 হাওড়া 2.45, সাঁতরাগাছি 3.01, খড়গপুর 5.13, মেদিনীপুর 5.45
38803 হাওড়া 4.25, সাঁতরাগাছি 4.45, খড়গপুর 7.05 মেদিনীপুর 7.35
38703 হাওড়া 3.30, সাঁতরাগাছি 3.50 খড়গপুর 6.10

বি.দ্রঃ প্রতিটি ট্রেন প্রতিটি স্টেশনে দাঁড়াবে। আমরা শুধু বড় কয়েকটি স্টেশনের নাম উল্লেখ করেছি। ট্রেন গুলি হাওড়া কখন পৌঁছাবে উল্লেখ করা হয়নি। মোটামুটি সাঁতরাগাছি ছাড়ার পর 26 থেকে 30 মিনিটের মধ্যে হাওড়া পৌছাবে। ফেরার পথে দুই গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া ও সাঁতরাগাছিতে ট্রেন ছাড়ার সময় উল্লেখ করা হয়েছে। এই সময়সরনী পূর্বের নিয়ম অনুযায়ী তৈরি করা। বর্তমান সময় সরনীর সাথে মিলিয়ে নিন। ট্রেন চলাচল সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন অথবা পোর্টাল থেকে সরাসরি আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে যান।

- Advertisement -
Latest news
Related news