Saturday, May 18, 2024

Digha: দিঘার জলোচ্ছ্বাসে যমে আর নুলিয়ার লড়াই!পশ্চিম মেদিনীপুরের পর্যটককে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে আনলেন সৈকত

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পুলিশের নিষেধাজ্ঞা ছিল তাই সমুদ্রে নামেননি। উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর অথচ ভালো লাগা রূপ দেখেছিলেন গার্ডওয়ালে বসে কিন্তু তাতেও আটকানো গেলনা দুর্ঘটনা। সমুদ্রের এক বিশাল জলোচ্ছ্বাস পর্যটককে ভাসিয়ে নিয়ে গেল সমুদ্রে। মৃত্যু প্রায় নিশ্চিত ছিল কিন্তু বাধ সাধলেন আরেক যুবক।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
উদ্ধার করা হচ্ছে শুভ্রপ্রকাশকে

পেশায় নুলিয়া ওই যুবক যেন যমের সঙ্গে লড়াই করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন সমুদ্রের উথালপাতাল ঢেউয়ের মধ্যে হাবুডুবু খেতে থাকা এক পর্যটককে। গত মাস খানেক শুধুই পর্যটকের মৃত্যু আর সমুদ্রের জয় দেখেছে দিঘা। রবিবার অন্যদৃশ্য দেখল ওল্ড দিঘার বিশ্ব বাংলা উদ্যান লাগোয়া সৈকত।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে সাক্ষাৎ মৃত্যুর গ্রাস থেকে বেঁচে যাওয়া ওই পর্যটকের নাম শুভ্রপ্রকাশ মণ্ডল(৩২)। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টানা তিনদিনের ছুটি উপভোগ করতে দিঘায় এসেছিলেন তিনি। কিন্তু শনিবার থেকে নতুন করে শুরু হয়েছে দুর্যোগ। রবিবার সমুদ্র উপকূল পুরোপুরি উত্তাল। নিম্নচাপ ও কোটালের কারণে সমুদ্র ফুঁসে ওঠায় এদিন সকাল থেকে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় দুই থানা। পুলিশের তরফে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয় পর্যটকদের। পুলিশের বক্তব্য শুভ্রপ্রকাশ সমুদ্রে না নামলেও সৈকত সরনী ঘেঁষা গার্ডওয়ালে বসেছিলেন। দেখেছিলেন সমুদ্রের ভয়ঙ্কর রূপ। তখন বেলা প্রায় ১২টা। আচমকাই একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে গার্ড ওয়ালে। টাল সামলাতে না পেরে তিনি পড়ে যান বেড়ে আসা সমুদ্রের মধ্যেই। সমুদ্রের পাকে পাক খেয়ে হাবুডুবু খেতে থাকেন তিনি।

প্রথম ৫ মিনিট লড়াই চালিয়ে যান শুভ্রপ্রকাশ। ঘটনাটি দেখতে পেয়ে প্রথমে তাঁকে উদ্ধার করতে জলে নামেন দিঘা মোহনা থানার নুলিয়া অভিষেক পাত্র শুরুতে ঝাঁপ দেন সমুদ্রে। কিন্তু বিশাল এক ঢেউয়ের ধাক্কায় পাড়ে আছড়ে পড়েন তিনি। ফের কিছুক্ষণ ভেসে থাকার লড়াই শুভ্রপ্রকাশের। কিন্তু উত্তাল সমুদ্রের কাছে না পেরে যখন তিনি প্রায় আত্মসমর্পনের পথে তখনই যেন দেবদূত রূপে হাজির হন নুলিয়া সৈকত মাইতি। স্থানীয় খাদালগোবরা গ্রামের যুবক বাসিন্দা তিনি। দড়ি ও টিউব নিয়ে সৈকত সমুদ্রে ঝাঁপ দিয়ে মিনিট পাঁচেকের চেষ্টায় তুলে আনেন শুভ্রপ্রকাশকে।উদ্ধারের পর শুভ্রপ্রকাশকে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। দিঘা মোহনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত দেব জানিয়েছেন, ‘ সৈকত যে ভাবে সাহসিকতার সাথে ওই যুবককে উদ্ধার করেছে তা প্রশংসনীয় কিন্তু আমি আবারও পর্যটকদের কাছে আবেদন করছি এভাবে জীবনের ঝুঁকি নেবেননা।’

- Advertisement -
Latest news
Related news