Thursday, May 16, 2024

Partha ED: পশ্চিম মেদিনীপুরের পিংলায় আঙুল ফুলে কলাগাছ পার্থ চ্যাটার্জীর জামাইয়ের মামাদের! হানা দিল ই.ডি আধিকারিকরা, সন্দেহ স্ত্রীর নামাঙ্কিত স্কুলেও

- Advertisement -spot_imgspot_img

শশাঙ্ক প্রধান: অজ পাড়াগাঁয়ে অমন একটা আলোচনার বিষয় হয়ে উঠেছিল বেশ কিছুদিন ধরেই। এবার এসএসসি দুর্নীতি মামলায় পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার যেখানে স্কুলটি সেই খিরিন্দা গ্রামে হানা দিলেন কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখা ই.ডি (Enforcment Directorate) শাখার অধিকারিকরা।। উল্লেখ্য এই গ্রামেই রাতারাতি গড়ে উঠেছে ধানের গোলা, বাগানবাড়ি সহ পাঠশালা। যার দেখভাল করেন মধু অধিকারী, কৃষ্ণ অধিকারী এই বাগান বাড়ী গুলি দেখভাল করেন। তারা এখন বোলেরো গাড়ী নিয়ে চলাফেরা করেন। বাড়ির মেয়েরা ব্যবহার করেন স্কুটি। বছর কয়েক আগেও যজমানি করে সংসার চালানো এই দুই আধিকারী ভাই কী এমন লটারি পেলেন যে এখন এমন আঙুল ফুলে কলাগাছ? শুক্রবার সেই রহস্য উদ্ঘাটনে নেমেছে কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখা। জানা গেছে সকাল সাড়ে ৯টা নাগাদ পিংলার ওই গ্রামে একদল নিরাপত্তাবাহিনী নিয়ে প্রবেশ করেছে দুর্নীতি দমন শাখার ৫ আধিকারিক। নিবিড় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে সন্ধ্যা সাড়ে ৭টা অবধি। উল্লেখ্য এই মধু অধিকারী ও কৃষ্ণচরণ অধিকারী হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা এসএসসি দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যার দুই মামা শ্বশুর। গত লকডাউনে এখানেই গড়ে উঠেছে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলের পোশাকি নাম বাবলি চ্যাটার্জী মেমোরিয়াল বা BCM ইন্টারন্যাশনাল স্কুল। স্কুল বাদেও পাশাপাশি আরও দুটি প্লটে জমি কিনে তৈরী হয়েছে বাগানবাড়ি । সব মিলিয়ে ২৭ বিঘা জমি অর্থাৎ ৫৪০ কাটা যার পরিমান প্রায় দেড় লক্ষ বর্গ ফুট। স্থানীয়দের দাবি বাজার মূল্য প্রায় ৪৫ কোটি। এক সময় বেশ কয়েকবার এখানে আসতে দেখা গেছে পার্থ চট্টোপাধ্যায়কে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
সেই আন্তর্জাতিক স্কুল

জানা গেছে শুক্রবার সকাল থেকে এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি সহ প্রায় ১৩টি জায়গায় হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। প্রায় সাত-আট জন ইডি আধিকারিক পার্থর বাড়িতে গিয়েছেন বলে সূত্রের খবর। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এদিন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি।

তারই পাশাপাশি ইডি আধিকারিকদের একটি দল চলে আসে কলকাতা থেকে প্রায় ১০০কিলোমিটার দুরে পিংলায়। খড়গপুর শহর থেকে ১৬ কিলোমিটার দুরে জামনা বারোবেটিয়া রাস্তার ধারে খিরিন্দা গ্রামে মধু ও কৃষ্ণ আধিকারীর দলিল দস্তাবেজ, কাগজপত্র ইত্যাদির খোঁজ খবর নিচ্ছেন তাঁরা। ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ১৩টি জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তল্লাশির মুখ্য উদ্দেশ্য হল দুর্নীতির টাকা এই সব এলাকায় ঢুকেছে কিনা তা খতিয়ে দেখা। ইডি দেখতে চাইছে কী ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের এই দুই মামা রাতারাতি এত সমৃদ্ধশালী হয়ে উঠলেন। পরবর্তী কালে তাঁরা ওই স্কুলেও যেতে পারেন বলে জানা গেছে।

পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের একমামা কৃষ্ণচরণ অধিকারী জানান, ইডির আধিকারিকরা যা যা জানতে চেয়েছেন সাধ্যমত সবই জানিয়েছি। আপাততঃ এর বেশি কিছু বলার ক্ষমতা নেই আমাদের। প্রচুর ধকল গেছে সারাদিন। তাই এ নিয়ে আর কিছু বলতে পারবনা।

- Advertisement -
Latest news
Related news