Sunday, May 12, 2024

Ghatal: সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল গাড়ি! জামাইষষ্ঠীর লিচু লুট দাসপুরে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শ্বশুরের পকেট খসিয়ে খাওয়ার কথা ছিল জামাইদের। যদিও সে লিচু ভোগে লাগলনা জামাইদের। পাঁশকুড়ার বাজারে জামাইষষ্ঠীর চড়া বাজার দরে বিক্রি হওয়ার জন্য মালদহ থেকে যাচ্ছিল ম্যাটাডোরে ভর্তি লিচু। কিন্তু মাঝপথেই লুট হয়ে গেল পুরো ম্যাটাডোরের লিচু। রবিবার এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের গয়লা মোড়ের ঘটনায় বেজায় ক্ষুব্ধ গাড়ির চালক। চালক পুলিশের কাছে জানিয়েছেন তার যদি কোনও গাফিলতি থাকে তবে তার জন্য যা শাস্তি হয় তিনি মাথা পেতে নেবেন কিন্তু তার লিচু যারা লুট করেছে তাদেরও খুঁজে গ্রেফতার করুক পুলিশ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

গাড়ির চালক জানিয়েছেন, জামাইষষ্ঠীর জন্য বাজারে মাছ, মাংস, মিষ্টির মতই চড়া দর থাকে আম কাঁঠাল আর লিচুর। সেদিকে নজর রেখেই মালদহ থেকে সেরা লিচু নিয়ে যাওয়া হচ্ছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাজারে। জামাইষষ্ঠী যেহেতু রবিবার তাই ওই দিন দুপুরের মধ্যে বাজার ধরার জন্য শনিবার সন্ধ্যের মুখে মালদহ থেকে রওনা হয়েছিলেন চালক সঙ্গে তাঁর এক খালাসিও ছিল। ঘাটাল পাঁশকুড়া রাজ্যসড়কের দাসপুরের অন্তর্গত গয়লামোড়ের কাছে হঠাৎই রাস্তার ওপর উঠে আসেন এক সাইকেল আরোহী। ফাঁকা রাস্তায় লিচুর পেটি ভর্তি ম্যাটাডোরটি দ্রুত গতিতেই যাচ্ছিল। হঠাৎই সামনে সাইকেল আরোহী চলে আসায় তাঁকে বাঁচাতে গাড়িটিকে বাঁদিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি।

চালকের এই তৎপরতায় সাইকেল আরোহী প্রাণে বেঁচে গেলেও গাড়ির খালাসি ভয়ে পালিয়ে যান। ওদিকে গাড়ির মধ্যে আটকে পড়েন চালক। চালক বলেন, আমাকে মানুষ উদ্ধার করবে কি লোকে পেটি পেটি লিচু নিয়ে পালাতে থাকল। কয়েকজন মিলে আমাকে যখন গাড়ি থেকে বের করে আনে ততক্ষনে লক্ষাধিক টাকার গাড়ি লিচু পুরো ফাঁকা। ঘটনার পরই খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় দাসপুর থানার পুলিশ। পুলিশের কাছে চালকের দাবি লুট হওয়া লিচু উদ্ধারের পাশাপাশি শাস্তি হোক লুটেরাদের। পুলিশ তদন্ত শুরু করেছে ওই লুটের।

- Advertisement -
Latest news
Related news