Wednesday, May 15, 2024

Nandigram: নন্দীগ্রামে আগুন তৃনমূলের মঞ্চে, নেভাচ্ছে বিজেপি! সংশয়ে পুলিশ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আগুন যেন পিছু ছাড়ছেনা নন্দীগ্রাম তৃনমূলের। কখনও কর্মীরা নেতার সামনে আগুন হয়ে জ্বলে উঠছেন তো কখনও মঞ্চে আগুন লেগে যাচ্ছে। বৃহস্পতিবার নন্দীগ্রামের গোকুলনগরের কর পল্লীতে তৃনমূলের রাজ্য নেতা কুনাল ঘোষের সামনেই আগুন হয়ে ঝরে পড়েছিলেন তৃনমূল কর্মীরা। তাঁদের দাবি ছিল মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে দলেরই জেলা চেয়ারম্যান পীযূষ ভূঁইঞা কে। শুক্রবার ভোর রাতে সেই মঞ্চই দেখা গেল দাউ দাউ করে জ্বলছে। শুক্রবার সাত সকালেই রাস্তায় অবরোধ শুরু করে দিয়েছেন তৃনমূল কর্মীরা। তাঁদের দাবি বিজেপির লোকেরাই তাঁদের মঞ্চে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

যদিও ঠিক কারা আগুন লাগিয়েছে তা নিয়ে রীতিমত সংশয়ে রয়েছে নন্দীগ্রাম পুলিশ। কারন পুলিশের কাছে একটি ভিডিও ফুটেজ এসেছে যাতে দেখা যাচ্ছে ভোর রাতে সেই আগুন নেভাচ্ছেন বিজেপির কিছু লোকজন। পুলিশের কথায়, “কে আগুন লাগিয়েছে তা এখুনি বলা সম্ভব নয়, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা যে ভিডিও পেয়েছি তাতে কিছু মানুষকে আগুন নেভাতে দেখা যাচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।” শুক্রবার বেলা ১২ টা অবধি তৃনমূলের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা না হলেও তাঁদের কর্মীরা তেখালি- নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ শুরু করে দিয়েছেন। তাঁদের মৌখিক দাবি, বিজেপির লোকেরাই এই কান্ড ঘটিয়েছে।

অন্যদিকে বিজেপির তরফে গোটা ঘটনাকে ধিক্কার জানিয়ে বলা হয়েছে বিজেপির ওপর দোষ চাপানোর জন্যই তৃনমূল নিজেই এই চিত্রনাট্য তৈরি করেছে। বিজেপির জেলা নেতা মেঘনাদ পাল বলেন, “এটা তৃণমূলেরই সংস্কৃতি। রাতে ওদের মঞ্চে আগুন লাগার দৃশ্য দেখার পরই যখন আমাদের ছেলেরা ওই আগুন নেভাতে ব্যস্ত তখন এত হইচই চিৎকারের মধ্যেও একজন তৃনমূল কর্মী সমর্থক বেরিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেনি। আর এতেই পরিষ্কার হয়ে গেছে চিত্রটা। আমি বলছি পুলিশ তদন্ত করুক, জেরা করুক সব্বাইকে। আসল সত্য বেরিয়ে আসবে। নিজেরাই আগুন লাগিয়ে এখন পথ অবরোধ শুরু করে নিজেদের ঐক্য দেখাতে চাইছে যে ঐক্যের ছবি মুখ থুবড়ে পড়েছিল বৃহস্পতিবার শহিদ স্মরণের অনুষ্ঠানে।”

বিজেপির দাবি, বৃহস্পতিবার কুনাল ঘোষের সামনেই যে ভাবে তৃনমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েছে তা গোটা রাজ্য জেনে গেছে। শুধু নন্দীগ্রাম নয়, তৃনমূলের নিজেদের দলাদলি ক’দিন আগেই প্রকট হতে দেখা গেছে হলদিয়াতেও। এসব থেকেই এখন নজর ঘোরানোর চেষ্টা করছে তৃনমূল। এদিন সকাল থেকেই পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন তৃনমূলের কর্মীরা। তাঁদের দাবি অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষিদের। আপাতত: ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিজেপির কটাক্ষ, মঞ্চে আগুন ধরিয়ে ঘরের আগুন নেভাতে পারবেনা তৃনমূল।

- Advertisement -
Latest news
Related news