Friday, May 17, 2024

Weather: স্বস্তির বৃষ্টি খড়গপুর থেকে হলদিয়া! লন্ডভন্ড পাঁশকুড়া থেকে ডেবরা, কালবৈশাখীর দাপটে মাঝপথে থমকে ট্রেন

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: হলদিয়া থেকে ছেড়ে যাওয়া বিকালের লোকাল থমকে গিয়েছে পাঁশকুড়া ঢোকার মুখেই। ওদিকে হাওড়া থেকে ছেড়ে আসা খড়গপুর লোকাল থমকে বাগনানে। ট্রেন চলছেনা কিন্তু ক্ষোভ নেই মানুষের মনে। বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে বলে তাড়া নেই। সবারই মনে একটাই আনন্দ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে! সেই সরস্বতী পূজা, ফেব্রুয়ারির পর বৃষ্টি দেখেনি দুই মেদিনীপুর।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
পাঁশকুড়ার আকাশ (ওভারব্রিজ থেকে)

ভয়ঙ্কর দাবদাহে পুড়ছিল সমগ্র দক্ষিণবঙ্গই। মার্চ আর এপ্রিল জুড়ে তাপমাত্রা ছুঁয়ে গেছে 43 ডিগ্রির গায়ে। প্রায় ৭৫ দিনের সেই তাপযন্ত্রণার অবসান হল এপ্রিলের শেষ দিনে। শনিবার সন্ধ্যার মুখেই এই মরশুমের প্রথম কালবৈশাখীর ডানায় ভর করে তুমুল বৃষ্টিতে ভিজছে খড়গপুর থেকে হলদিয়া, মেদিনীপুর থেকে মেছেদা। বৃষ্টি হয়েছে ঘাটাল, চন্দ্রকোনা, ডেবরা, সবং, পিংলাতেও।

এদিন মেদিনীপুর শহরে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা 6.15 নাগাদ। তীব্র ঝড়ের দাপটের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলেছে ২৫ মিনিটের কাছাকাছি। বড়বাজার, মীরবাজার, বটতলা, থেকে পোস্টঅফিস রোড, এলআইসি, কেরানিতলার দোকানগুলির ঝাঁপ অর্ধেক নামাতে হয়েছে বৃষ্টির ঝাট থেকে বাঁচতে। খড়গপুর শহরে বৃষ্টি শুরু হয়েছে আরও কিছুটা পরে। ইন্দা থেকে খরিদা, কৌশল্যা থেকে ঝপেটাপুর, মালঞ্চ, নিমপুরা, আইআইটি, তালবাগিচা সর্বত্রই বৃষ্টি হয়েছে অঝোর ঝরে। একই সঙ্গে বৃষ্টি হয়েছে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুরেও। স্বস্তির বৃষ্টিতে মানুষ যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। ডেবরা, বালিচক এলাকায় ঝড়ের দাপটে বেশকিছু গাছ উপড়ে পড়েছে।

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, মেছেদা, কোলাঘাট, তমলুক এলাকায় বৃষ্টির প্রাবল্য টের পাওয়া গেছে সাড়ে ৬টা থেকে। বৃষ্টির দাপটে থমকে গেছে হাওড়া-মুম্বাই 16 নম্বর জাতীয় সড়কের গতি। লাইন দিয়ে বাস, লরি, চারচাকা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে জাতীয় সড়কের ওপর। কেউ কেউ রাস্তার ধারে ধাবায় কিংবা হোটেলে আশ্রয় নিয়েছেন।

ডেবরা

দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় স্টেশনে স্টেশনে থমকে গেছে ট্রেন। ঝড়ের দাপটে পাঁশকুড়া স্টেশন যেন লন্ডভন্ড হয়ে যাওয়ার জোগাড়। ঝড়বৃষ্টিতে ঢুকতে পারেনি ট্রেন, প্ল্যাটফর্মের দখল নিয়েছে ঝড়োবাতাস আর বৃষ্টির ঝাপট।

হলদিয়া শিল্পাঞ্চলে দিন ভর মেঘের আনাগোনা থাকলেও চরম আর্দ্রতায় অতিষ্ট হয়ে উঠেছিলেন মানুষ। বিকাল ৫টা নাগাদ আকাশের দখল নিয়েছিল ঘন কালো মেঘ যদিও ঝড়ের ভরে বৃষ্টি আসতে সময় নিয়েছে অনেকবেশি। হলদিয়ায় ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা ৭টার কিছু পরে। বৃষ্টির দাপট চলেছে ২৫ মিনিট মত। যদিও তারপরও কিছুটা সময় বড় ফোঁটায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি শুরুর সাথে সাথেই শুরু হয়েছে লোডশেডিং। অন্ধকার দখল নিয়েছে সিটিসেন্টার ছাড়াও বন্দর শহরের বেশ কিছু জায়গায়।

- Advertisement -
Latest news
Related news