Saturday, May 4, 2024

CITU ABTA: কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত বামজোটের! ১৮ আসনের ১৬টির দখল নিল সিআইটিইউ, এবিটিএ

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র প্রমোদ সংস্থার নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখলেন বাম সমর্থিত প্রগতিশীল প্রার্থী জোট। গত ১১ ই জুলাই হয়ে যাওয়া ওই নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে সিআইটিইউ এবং এবিটিএ সদস্যরা ১৬ টি আসন জিতে নিয়ে ফের প্রমোদ সংস্থা পরিচালনার দায়িত্ব পেল। ২ টি আসনে আইএনটিটিইউসি সদস্য জয়ী হয়েছেন। জানা গেছে মোট ৭৩২ জন ভোটারের মধ্যে ৬৬৩ জন ভোট দিয়েছেন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ইঞ্জিনিয়ার, অফিসার, কর্মচারীদের পরিবারের সদস্যদের অবসর বিনোদন ও খেলাধুলার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, নাচ,গান, আবৃত্তি, অঙ্কন, যোগব্যায়াম প্রভৃতি প্রশিক্ষণ কেন্দ্র পাঠাগার ইত্যাদি পরিচালনা করে এই প্রমোদ সংস্থা। রাজ্যের বিভিন্ন জায়গায় হলিডে হোমগুলি পরিচালনার পাশাপাশি কেটিপিপি মেলা ও প্রদর্শনী পরিচালনা করেন এই প্রমোদ সংস্থা। তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার থেকে সমস্ত কর্মীরা সদস্য হতে পারেন ।তিন মাসের বেশি সদস্য চাঁদা বাকী থাকলে ভোটার তালিকায় নাম থাকে না।

জেনারেল ম্যানেজার বরিষ্ঠ আধিকারিকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেন, তাঁরাই নির্বাচন পরিচালনা করেন ।প্রতি দু বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয় ।১৯৮৪ সাল থেকে প্রগতিশীল, গণতান্ত্রিক প্রার্থীগন নির্বাচিত হয়ে আসছেন। প্রদত্ত ৬৬৩ টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে ৩৪৬ টি মানস হোতা । বিরোধীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে ২৫০ টি বিধান চন্দ্র তাঁতি । প্রসঙ্গত: এ বছর প্রমোদ সংস্থার নির্বাচনে সাঁওতালডিহি, বক্রেশ্বর, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রেও এবার সিআইটিইউ সদস্যরা জিতেছেন কিন্তু সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিজেপি অনুগামী ৮টি, তৃণমূল অনুগামী ৭ টি, সিআইটিইউ সদস্যরা ২ টি আসনে জয়ী হয়েছে।

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বাম সমর্থিত প্রার্থীরা ৩৮ বছর ধরে জয়ের ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বামফ্রন্ট পূর্ব মেদিনীপুরের আহ্বায়ক নিরঞ্জন সিহি, সিআইটিইউর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি ও সম্পাদক কাঞ্চন মুখার্জি ও সুব্রত পাণ্ডা। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মহাদেব চক্রবর্তী, ডিওয়াইএফআইয়ের যুব নেতা ইব্রাহিম আলি প্রমুখরা।

- Advertisement -
Latest news
Related news