Wednesday, May 15, 2024

Kharagpur Midnapore Jhargram Rain Warning: খড়গপু্র মেদিনীপুর ঝাড়গ্রাম হলুদ সতর্কতা, উত্তাল দিঘা! মঙ্গলবার অবধি তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ

Kharagpur Medinipur Jhargram has issued severe disaster warning across the entire South Bengal Alipur Meteorological Department (Alipur Metrological Department). a Meteorologists said the depression forming over the west-central Bay of Bengal is getting stronger. South Bengal including Kharagpur Medinipur Jhargram will be flooded with rain from Saturday. And this rain will continue till Tuesday. According to Alipur Meteorological Department, due to low pressure, rain will gradually increase from Sunday. East and West Medinipur are likely to have more rain on Sunday and Monday. It has been reported that the rain will continue on Tuesday even though it will be less than that. Due to which yellow alert has already been issued in these districts. According to the sources of the Meteorological Department, the weather will start changing from noon on Saturday. It will start raining in the district in the afternoon. Heavy rain i.e. 70-110 mm rainfall is forecast in South 24 Parganas, East and West Medinipur. Heavy-very heavy rain ie up to 200 mm is expected in North and South 24 Parganas, East and West Midnipur and some parts of Howrah district on Sunday. Heavy rain i.e. rainfall up to 110 mm alert in Kolkata Hooghly, East Burdwan, Jhargram. Heavy-very heavy rain ie up to 200 mm of rain is expected in North and South 24 Parganas and East Medinipur district on Monday. Scattered heavy rains in various districts of South Bengal. Warning of heavy rain on Tuesday. Heavy rain i.e. up to 110 mm rainfall is expected in North and South 24 Parganas, Nadia, Murshidabad, Maldah, East Burdwan.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপু্র মেদিনীপুর ঝাড়গ্রাম সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল দুর্যোগের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Metrological Department)। a আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। তার প্রভাবে শনিবার থেকেই বৃষ্টিতে ভাসবে খড়গপু্র মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গ। এবং এই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপের জেরে বৃষ্টি ক্রমশঃ বাড়বে রবিবার থেকে। রবি এবং সোমবার তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। তুলনায় কম হলেও মঙ্গলবারও বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। যে কারনে এই জেলা গুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ওদিকে নিম্নচাপের প্রভাবে দিঘায় সমুদ্র ক্রমশঃ উত্তাল হয়ে উঠেছে। উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। যাঁরা বর্তমানে সমুদ্রে আছেন, তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।  পর্যটকদের সমুদ্রে না নামার জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে সমুদ্র তীরবর্তী বিনোদন বন্ধ রাখার পরামর্শ। শনিবার-মঙ্গলবার পর্যন্ত দিঘা, মন্দারমনি ও সাগর সৈকতে পর্যটকদের সমুদ্রে স্নান নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দফতর। সমুদ্র সৈকত কড়া নজদারিতে রেখেছেন দিঘার দুটি থানার পুলিশকর্মী ও সিভিল ডিফেন্স কর্মীরা।

জেলা প্রশাসন সতর্কতা জারি করে বলেছেন  আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে এটি ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঢুকবে। তার ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হবে। সমুদ্রের ভেতরে ৪৫-৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে মৎস্যজীবীদের ক্ষতি হওয়ার আশঙ্কা। ফলে আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী-অতি ভারী বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী-অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে অর্থাৎ আজ দুপুরের পর থেকেই বদলাতে শুরু করবে আবহাওয়া। দুপুর গড়ালেই শুরু হবে জেলায় জেলায় বৃষ্টি। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী-অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার কিছু অংশে। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সর্তকতা কলকাতা হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে।

সোমবার ভারী-অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি অর্থাৎ ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, পূর্ব বর্ধমানে।

- Advertisement -
Latest news
Related news