Thursday, May 16, 2024

IIT Kharagpur: খড়গপু্র আইআইটির কামাল! ১২ দিনে চাকরি পেলেন ১৬০০ পড়ুয়া, মাসিক বেতন ১২ লক্ষরও বেশি

Some of the students are offered monthly salary of more than 12 lakh rupees. Such job offers have come for the students of IIT Kharagpur but more importantly, 1600 students have got expensive job offers abroad in just 12 days of placement process. Not only that, 900 students have received internship offers in famous and expensive educational institutions of the country and abroad. Sources from IIT Kharagpur informed that not only in quantitative aspect, but also in qualitative sense, this year's placement has broken all previous records. According to a statistic, IIT Kharagpur sources said that more than 45 international companies have come up with job offers in this 12-day placement that ended in mid-December. 5 foreign students also got jobs in the current session. A total of 48 students got job offers of Rs 50 lakh to Rs 2.6 crore per annum out of which 25 students got job offers above Rs 1 crore per annum.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: মাসিক বেতন পাবেন ১২ লক্ষ টাকারও বেশি। আইআইটি খড়গপু্রের পড়ুয়াদের জন্য এমন জব অফার তো এসেছে কিন্তু তারও চেয়ে বড় কথা মাত্র ১২ দিনের প্লেসমেন্ট (Placement) প্রক্রিয়ায় ১৬০০ পড়ুয়া পেয়ে গেছেন দেশ বিদেশে মহার্ঘ্য চাকরির অফার। শুধু তাই নয় পড়ুয়াদের মধ্যে ৯০০ জন ইন্টার্নশিপের অফার পেয়েছেন দেশ বিদেশের নামী দামী শিক্ষা প্রতিষ্ঠানে। আইআইটি খড়গপু্র (IIT Kharagpur)সূত্রে জানানো হয়েছে শুধু পরিমাণগত দিক দিয়ে নয়, গুণগত মানেও এবারের প্লেসমেন্ট অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

একটি পরিসংখ্যান দিয়ে আইআইটি খড়গপু্র (IIT Kharagpur) সূত্রে জানানো হয়েছে মধ্য ডিসেম্বরে সদ্য শেষ হওয়া এই ১২ দিনের প্লেসমেন্টে প্রায় ৪৫ টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা চাকরির অফার নিয়ে এসেছে এবার। চলতি সেশনে ৫ জন বিদেশি শিক্ষার্থীও চাকরি পেয়েছে। মোট ৪৮ জন পড়ুয়া বার্ষিক ৫০ লক্ষ থেকে ২.৬ কোটি টাকার চাকরিতে যুক্ত হওয়ার অফার পেয়েছেন যার মধ্যে ২৫ জন পড়ুয়ার বার্ষিক ১ কোটি টাকার বেশি চাকরির অফার পেয়েছে। সূত্রের খবর, প্রায় ১৬০০ এরও বেশি স্টুডেন্ট চাকরি পেয়েছে এখানে। পাশাপাশি ৯০০ এর বেশি পড়ুয়া পেয়েছে শুধু তাই নয়, এর সাথে যা আসলেই একটি রেকর্ড।

প্রথম পর্যায়ের ক্যাম্পাসিংয়ে উপস্থিত নামী সংস্থাগুলির মধ্যে আছে এয়ারবাস (Airbus), অ্যাকসেন্টর জাপান, গুগল (Google), মাইক্রোসফট (Microsoft), এক্সেল, টাটা স্টিল (Tata Steel), হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever), কুয়ালাকাম, জাগুয়ার ল্যান্ড রোভার( Jaguar land Rover), বাজাজ অটো (Bajaj Auto)এর মতো কোম্পানিগুলি। আইআইটি সূত্রে জানানো হয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ক্যাম্পাসিংয়ের দ্বিতীয় পর্ব। আশা করা হচ্ছে তখন আরও কয়েক’শ পড়ুয়া চাকরির অফার পাবেন। আইআইটি খড়গপু্রের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান এ রাজকুমার বলেন, “আইআইটি-খড়গপুরের পাঠ্যক্রম এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতাই এই অসাধারণ সাফল্যের কারণ।”

- Advertisement -
Latest news
Related news