Sunday, May 19, 2024

IIT-Kharagpur: আইআইটি-খড়গপুরে দুর্ঘটনায় মৃত্যু নির্মাণ শ্রমিকের! আট তলার ওপর থেকে কংক্রিট ব্লক পড়ে গুঁড়িয়ে গেল হেলমেট সহ মাথা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: নির্মাণ সুরক্ষার জন্য মাথায় হেলমেট ছিল কিন্তু কয়েক টনের কংক্রিট ব্লক সেই হেলমেট সহ গুঁড়িয়ে দিল শ্রমিকের মাথা। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আইআইটি খড়গপুর ক্যাম্পাসে (IIT-Kharagpur)। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মুক্তার আলি। ৩৩ বছরের মুক্তারের বাড়ি মালদহ জেলার চাঁচল থানার পশ্চিম ভগবানপুর নামক গ্রামে। একটি সরকার পোষিত ঠিকাদারি সংস্থার অধীনে অস্থায়ী শ্রমিক হিসেবে আইআইটি খড়গপুর ক্যাম্পাসে কর্মরত ছিলেন মুক্তার।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

জানা গেছে আইআইটির নালন্দা কমপ্লেক্সের (Nalanda Complex) পেছন দিকে গান্ধী ঘাট সংলগ্ন এলাকায় একটি আটতলা ছাত্রাবাস ভবনের নির্মাণ কার্য চালাচ্ছে ওই ঠিকাদারি সংস্থা। আট তলার ওপরেই কাজ চলছিল। মুক্তার নিচে দাঁড়িয়ে কাজের তদারকি করছিল সেই সময় কোনো কারণে ওপর থেকে পড়ে যায় একটি বিশাল কংক্রিটের চাঁই বা ব্লক। ঘটনার পরেই উপস্থিত অন্যান্য নির্মাণ শ্রমিকেরা তড়িঘড়ি করে তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় এআইটিইউসি নেতা আয়ুব আলী বলেছেন ” আমরা ঠিকাদার সংস্থার কাছে ক্ষতিপূরণ বাবদ মৃত শ্রমিকের পরিবারকে শ্রম আইনের বিধি মেনে ১২ লক্ষ টাকা দেওয়ার দাবি জানিয়েছি। দেখা যাক কি হয়।” পাশাপাশি তিনি জানিয়েছেন এই দাবি পূরণ না হলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন করা ছাড়া আর কোনও বিকল্প পথ থাকবে না। তবে তাঁরা আশাবাদী বলে জানালেন এই শ্রমিক নেতা। অপরদিকে খড়গপুর আইআইটির নিবন্ধক তমাল নাথ বলেছেন ” খুবই দুঃখজনক ঘটনা। তবে এই ব্যাপারে আইআইটির কিছু করার নেই। যাবতীয় দায়িত্ব ঠিকাদার সংস্থার।” এদিকে এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। ঠিকাদারের অধীন সমস্ত নির্মাণ শ্রমিক কাজ বন্ধ করে দেন। সকলেই হাসপাতালে ছুটে যান।

- Advertisement -
Latest news
Related news