Friday, May 17, 2024

Kharagpur Job: খুশির খবর খড়গপুরের জন্য! তৈরি হচ্ছে ২০০কোটির সাইকেল হাব! সবুজসাথীর সাইকেল উৎপাদন হবে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে

State Chief Minister Mamata Banerjee has announced good news for Kharagpur. Bicycle hub or bicycle manufacturing factory is going to be in Kharagpur Vidyasagar industrial taluk or industrial park. The bicycles provided to the state government schools under the government's Sabujsathi project will be produced in Kharagpur industrial taluk from now on. Note that he has come to West Midnapore for two days. Stays in the district on Tuesdays and Wednesdays. This was announced for Kharagpur from the administrative meeting held at Shahid Pradyot Smriti Sadan in Medinipur on Tuesday, the first day of the program. The Chief Minister said, "From now on, all bicycles will be manufactured in our state. That is why it has been decided to set up a bicycle hub in Kharagpur. In the meantime, five industrialists have shown interest in investing in this bicycle hub. They are here today. I thank them." As a result, the state will have financial savings as well as employment of a lot of local youth. He congratulated the industrialists for standing up on the day.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: খড়গপুরের জন্য খুশির খবর শোনালেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুর বিদ্যাসাগর শিল্প তালুক বা ইন্ডাস্ট্রিয়াল পার্কে হতে চলেছে সাইকেল হাব বা সাইকেল উৎপাদন কারখানা। রাজ্য সরকারের বিদ্যালয়গুলিকে সরকারের সবুজসাথী প্রকল্পের আওতায় যে সাইকেল প্রদান করা হয়ে থাকে সেই সাইকেল এবার থেকে উৎপাদন হবে খড়গপুর শিল্প তালুকে। উল্লেখ্য দু’দিনের জন্য পশ্চিম মেদিনীপুরে এসেছেন। মঙ্গলবার এবং বুধবারে থাকছেন জেলায়। সেই কর্মসূচির প্রথম দিনেই মঙ্গলবার মেদিনীপুর শহরের শহিদ প্রদ্যোত স্মৃতি সদনে অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে এমনই ঘোষণা করলেন খড়গপুরের জন্য।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

উল্লেখ্য ২০১৫ সালে চালু হওয়া এই সবুজসাথী প্রকল্পে শুরুতে নবমশ্রেণী এবং একাদশ শ্রেণীর ছাত্রীদের সাইকেল দেওয়া শুরু করেছিল সরকার। পরবর্তী কালে তা ছাত্রদেরও দেওয়া হয়। অর্থাৎ বর্তমানে নবম ও একাদশ শ্রেণীতে ওঠা মাত্রই সরকারি বিদ্যালয়গুলির পড়ুয়ারা সবুজসাথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পেয়ে থাকে। একটি আনুমানিক হিসাব অনুযায়ী বছরে প্রায় ৪৩ লক্ষ সাইকেল প্রয়োজন হয়। এই বাবদ প্রায় ৫০০কোটি টাকা খরচ হয় সরকারের। সরকার ই-টেন্ডারের মারফৎ দরপত্র আহ্বান করে এই সাইকেল কিনে থাকেন। বিভিন্ন রাজ্য থেকে এই সাইকেল আনা হয় কারন পশ্চিমবাংলায় এত সাইকেল উৎপাদন হয়না। সেই দিকে নজর রেখেই সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ” এবার থেকে আমাদের রাজ্যেই সমস্ত সাইকেল উৎপাদন হবে। আর সেই কারণেই খড়গপুরে একটি সাইকেল হাব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ৫ জন শিল্পপতি এই সাইকেল হাবে বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়েছেন। তাঁরা আজকে এখানে উপস্থিতও হয়েছেন আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। এরফলে রাজ্যের যেমন আর্থিক সাশ্রয় হবে তেমনই প্রচুর স্থানীয় যুবকের কর্মসংস্থান হবে।’ এদিন শিল্পপতিদের দাঁড়াতে বলে তাঁদের অভিনন্দন জানান। প্রাথমিকভাবে জানা গেছে আপাততঃ ২০০কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে এই হাবে এবং সরাসরি ১হাজার জনের কর্মসংস্থান হতে পারে।

- Advertisement -
Latest news
Related news