Sunday, May 19, 2024

Medinipur: পাঁশকুড়ায় মজুত পেট্রোলের ড্রামে বিস্ফোরণ! দাউ দাউ করে জ্বলে উঠলেন ২জন

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: একটা কান ফাটানো আওয়াজ! আওয়াজের উৎসের দিকে তাকিয়ে চমকে উঠলেন জনতা, দেখলেন দাউ দাউ করে জ্বলছে ২জন। কিছুক্ষণ আগেই এই দুজনকে দেখা গিয়েছিল বাড়ি নির্মাণের কাজে লোহার রড কাটতে! মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ঙ্কর

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
এই সেই ড্রাম

বিস্ফোরনের আওয়াজে কেঁপে ওঠে জনবহুল স্টেশন বাজার সংলগ্ন পুরো এলাকা। বিকট শব্দে আতঙ্কিত হয়ে বাড়ি বাইরে বেরিয়ে আসেন এলাকাবাসী। এসে দেখেন আগুন ঝলসে গিয়েছেন দুইজন। যন্ত্রণায় ছট ফট করতে থাকেন তাঁরা। দেরী না করে তড়ি ঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় সেখানে ভর্তি রয়েছেন ওই দু’জন। দুজনেরই শরীরের নিম্নভাগ বিশেষ করে পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পাঁশকুড়া স্টেশন বাজার লাগোয়া চুনী গলিতে একটি তিন তলা নির্মীয়মান বাড়ির কাজ হচ্ছিল । সেখানেই কাজ করছিলেন দুই কর্মী। পাশে রাখা ছিল পেট্রল ভর্তি ড্রাম। ওই কর্মীরা লোহার রড কাটছিলেন। হঠাৎই অসাবধানবশত আগুনের ফুলকি গিয়ে পড়ে পেট্রলের ড্রামে। সঙ্গে-সঙ্গে ভয়ঙ্কর শব্দ হয়। গোটা এলাকা কেঁপে ওঠে। গুরুতর জখম হন ওই দুই শ্রমিক। ঝলসে যান তাঁরা। বিশেষ করে তাদের পা গুলি ভয়ানক ভাবে পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। ডিজেল না হয় চাষের যন্ত্রাংশ চালাতে বা অন্য কারনে মজুত রাখা হয় কিন্তু এত পেট্রল কীভাবে মজুত হল, কিসের জন্যই বা এত পেট্রলের প্রয়োজন পড়ল তা সমস্তটাই খতিয়ে দেখছে তারা। পাশাপাশি যিনি এই পেট্রল মজুত করেছিলেন সেই দোকান মালিকের সন্ধান পাওয়া না গেলেও তাঁর খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পাঁশকুড়া থানার পুলিশ।

- Advertisement -
Latest news
Related news