Thursday, May 16, 2024

Actor Dev: ‘বগটুই কান্ড’ মুখ পুড়িয়েছে রাজ্যের! এমন ঘটনা কাঙ্খিত নয়, ঘাটালে বললেন দেব

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: রাজনৈতিক দল থেকে প্রার্থী ও সাংসদ হলেও নিজের অস্তিত্ব বরাবরই আলাদা ভাবে প্রকাশ করেন ঘাটাল থেকে নির্বাচিত তৃনমূল সাংসদ (MP)অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ( Actor Dev)। এবারও নিজের অবস্থানে দৃঢ় থেকে টলিউডের সুপার ডুপার নায়ক পরিস্কার জানিয়ে দিলেন বগটুইতে (Bagtui Massacre)যা হয়েছে অত্যন্ত খারাপ হয়েছে, তাতে মুখ পুড়েছে রাজ্যের। বৃহস্পতিবার নিজের সংসদীয় ক্ষেত্র ঘাটালে একগুচ্ছ কর্মসূচীতে অংশ নিতে এসে এমনটাই বুঝিয়ে দিয়ে গেলেন দেব। শুধু তাই নয় এক রাজনীতির আঙিনায় থেকে ভিন্ন রাজনীতিকে ঘৃণা করার যে রেওয়াজ রাজ্যে চালু হয়েছে তার বিপরীতে দাঁড়িয়ে টলিউডের নায়ক জানিয়ে গেছেন, বিপরীত রাজনৈতিক আদর্শের মানুষের সঙ্গে ওঠাবসা করা যাবেনা এমন রাজনীতিতে বিশ্বাস করেননা তিনি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এদিন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতি বা গভর্নিং বডির সভায় অংশ নিতে এসেছিলেন ঘাটাল সাংসদ। ওই মহাবিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল দেবের প্রথম মিটিং। সেই উপলক্ষ্যে তাঁকে আজ ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে তৃনমূলের তরফে সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে কলেজের ছাত্রছাত্রীরা অধিক সংখ্যায় উপস্থিত ছিলেন। সেই মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য দেব বলেন,”আপনারা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করতেই পারেন কিন্তু আমি বলব রাজনীতি কম করুন, পড়াশুনা বেশি হোক। কারন আগে কলেজটা পড়ার জন্য। পাশাপাশি তাঁর এও বক্তব্য যে , রাজনীতির পাশাপাশি মানুষের বন্ধুত্ব অটুট থাকুক, মনুষ্যত্ব বেঁচে থাকুক।আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই যেখানে কেউ অন্য রাজনৈতিক দলকে সমর্থন করলে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবেনা।”

এই সভা শেষে সাংবাদিকরা সাম্প্রতিক বগটুই গনহত্যা নিয়ে তাঁর মতামত জানতে চাইলে অভিনেতা পরিস্কার বলেন,”রামপুরহাটের (Rampurhat Massacre)বগটুইতে যা হয়েছে তা কখনোই হওয়া উচিত নয়, এতে রাজ্যের নাম খারাপ হচ্ছে। ক্ষমতার নেশায় যেন এমন না হয় যে মানুষ মানুষকে চিনতে না পারে।” রাজ্য জুড়ে বোমা বন্দুক উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন,”পুলিশ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে বোমা বন্দুক উদ্ধার করছে তা একদিকে ভালো,পুলিশ প্রশাসনের আরও শক্ত হওয়া উচিত যাতে এমন ঘটনা না ঘটে যেখানে মানুষ মারা যায়।” শুধু মুখে নয় কাজেও যে তিনি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল তা প্রমাণ করে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ঘাটাল মহকুমার উন্নয়ন সংক্রান্ত একাধিক বৈঠকে সাংসদ হিসাবে তিনি আমন্ত্রিত হলেও এই বৈঠকে বিজেপি থেকে বিধায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে আমন্ত্রণ করাই হয়নি বলে জানিয়েছেন, ঘাটাল বিধায়ক শীতল কপাট। সাংবাদিকরা সেই প্রশ্ন উত্থাপন করলে বিস্মিত দেব বলেন এমন ঘটনা তাঁর জানা ছিলনা। আগামী সমস্ত মিটিংয়ে বিধায়ককেও ডাকা হবে বলেও জানিয়ে দেন অভিনেতা।

বৃহস্পতিবার দিনের শুরুতেই ঘাটাল বীরসিংহ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেন সাংসদ। ঘাটাল মহকুমাশাসকের দপ্তরে সেই বৈঠকের পর হরিসিংপুর পার্ক পরিদর্শন করেন তিনি সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক রেশমি কোমল। পরে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে একটি বৈঠকেও অংশ নেন।

- Advertisement -
Latest news
Related news