Wednesday, May 15, 2024

Avishek TMC: কাঁথিতে চমক দিতে চমকে গেলেন অভিষেক নিজেই! দলীয় নেতার বাড়িতে বিস্ফোরনে নিহত বুথ সভাপতি, কিছুই দেয়নি সরকার জানালেন মহিলারা

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর দলের লোকেরা কী রকম প্রস্তুতি নিচ্ছে তাঁর প্রমাণ পেলেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে
উড়ে যাওয়া তৃণমূল নেতার বাড়ি

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে সভা করতে এসেছিলেন তিনি তার মাত্র কয়েক ঘন্টা আগেই সেই সভা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে তাঁরই দলের এক কর্মীর বাড়ি উড়ে গিয়েছে বিস্ফোরনে আর সেই বিস্ফোরনে মৃত্যু হয়েছে তাঁরই দলের এক সভাপতি সহ ২ জনের। আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সূত্রে খবর, ভগবানপুরের ভূপতিনগরে তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। শুক্রবার রাত ১১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্না।

স্থানীয়দের দাবি, বোমা তৈরির সময়ই বিস্ফোরণ ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী, দেহটি বিস্ফোরণ হওয়া বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয়। তবে কি দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল? ওঠে সেই প্রশ্ন। যদিও পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতারা এই ঘটনায় নীরব। পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃনমূল নেতাদের বাড়িতে হয় বোমা বিস্ফোরণে নয় অস্ত্র উদ্ধার যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত ৬ নভেম্বর পশ্চিমবঙ্গের দেগঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, এই বোমা বিস্ফোরণে আহত হন দু’জন। সেই পরম্পরাই যেন ১২ ঘন্টা আগে স্বাগত জানালো অভিষেকের সভার আগেই। অবশ্য চমকের এখানেই শেষ ছিলনা। সভার পথে যাওয়ার আগে কনভয় থামিয়ে কথা বলতে গেছিলেন মহিলাদের সঙ্গে। সেই মহিলারা মুখের ওপর জানিয়ে দেন এই সরকারের আমলে কোনও সুযোগ সুবিধাই পাননি তাঁরা। কার্যত মুখ পুড়িয়ে ফিরতে হয় অভিষেককে।

শনিবার কাঁথির সভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে  নেতা-কর্মীদের নির্দেশ দেন রবিবার থেকে গোটা পূর্ব মেদিনীপুরে ‘বেইমান এবং বিশ্বাসঘাতক মুক্ত’ কর্মসূচি পালন করতে। তিনি বলেন, ‘মমতার ভরসার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি। এই ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ, এই মাসেই জন্মেছিলেন ক্ষুদিরাম বসু। গঠিত হয়েছিল তাম্রলিপ্ত সরকার। আমি পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের বলব আগামী কাল থেকে গোটা ডিসেম্বর মাস ধরে পূর্ব মেদিনীপুরে ‘বেইমান ও বিশ্বাসঘাতক মুক্ত’ কর্মসূচি পালন করতে হবে। প্রতিটি বুথে এই কর্মসূচি হবে।’ এদিন অভিষেক যখন অভিযোগ করছেন, ইডি, সিবিআই এবং বিচার ব্যবস্থার একটি অংশ শুভেন্দুকে সুরক্ষা দিচ্ছে। তখনই খবর পাওয়া গেছে ভূপতিনগরের বিস্ফোরন কাণ্ডে আরেক কেন্দ্রীয় সংস্থা এনআইএ তদন্তে আসতে পারে বলে। অন্যদিকে স্কুল গুলির বার্ষিক পরীক্ষা চলার সময় এই সভার জন্য বেশ কয়েকটি স্কুল তাদের এদিনের পরীক্ষা বাতিল করেছে বলে জানা গেছে।

- Advertisement -
Latest news
Related news