Wednesday, November 29, 2023

Anubrata Mondal CBI: গরু পাচারকান্ডে জিজ্ঞাসাবাদের দিনই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত! ছাড়াও পেলেন কিছুক্ষণ বাদে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ১৪ই ফেব্রুয়ারির পর ২৫ শে ফেব্রুয়ারি, শুক্রবার গরুপাচার কান্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুব্রত মন্ডলকে ডেকে পাঠিয়ে ছিল সিবিআই (CBI)। কিন্তু ঘটনাচক্রে এদিনও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হল বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে। অবশ্য সামান্য কিছুক্ষনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয় তাঁকে। অনেকের দাবি ঘটনাচক্রে, গরুপাচার-কাণ্ডে সিবিআই তদন্তকারীদের কাছে হাজিরা এড়ানোর জন্যই এই অসুস্থতার ভান করেছেন তিনি। সেই দাবি এই কারনেই যে এর আগে ১৪ই ফেব্রুয়ারি সিবিআই তলবের দিনও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তৃনমূলের বীরভূম কমান্ড। আর এই নিয়ে মোট ৩ বার সিবিআইয়ের নোটিশ পেয়েও তলব এড়ালেন তিনি।

সিবিআইয়ের দাবি, গরুপাচারের মূল চক্রী বলে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে অনুব্রতের ঘনিষ্ঠ যোগাযোগের সূত্র মিলেছে। গরুপাচারের লভ্যাংশের টাকা প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগও করা হয়েছে। এ ছাড়া, এনামুলকে জিজ্ঞাসাবাদ করে বীরভূম জেলায় গরুপাচারে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগাযোগের হদিশ পাওয়া গিয়েছে। এই সমস্ত বিষয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করেছিলেন তদন্তকারীরা। আর সেই কারণেই তাঁকে প্রথমে ১৪ই ফেব্রুয়ারি ও পরে ২৫শে ফেব্রুয়ারি কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়। যদিও ঘটনাচক্রে দু’বারই অসুস্থ হয়ে পড়লেন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে আচমকাই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলে দাবি করেন অনুব্রত। তড়িঘড়ি তাঁকে বোলপুর সিয়ান মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অনুব্রতের নানা শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসার পর অনুব্রতকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার অনুমতি দেন তাঁরা। চলতি মাসের গোড়ায়ও শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনুব্রতকে। সেই সঙ্গে তাঁর কোলেস্টরলের সমস্যাও ছিল।

যদিও অনুব্রত মন্ডল না গেলেও তাঁর বদলে তাঁর আইনজীবী সিবিআইয়ের দফতরে গিয়েছিলেন শুক্রবার। সিবিআইয়ের কাছে অনুব্রতের তরফে তাঁর অনুরোধ, ভবিষ্যতে যাতে কলকাতা বা দুর্গাপুরের পরিবর্তে বোলপুর অথবা তার সংলগ্ন এলাকায় হাজিরার জন্য তলব করা হয়। শারীরিক অসুস্থতার কারণেই এই অনুরোধ বলে সূত্রের দাবি। এখন দেখার যে সিবিআই কী করে। কারন অনুব্রত মন্ডলকে যে বোলপুরে গিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি সিবিআই। এর আগেও ২বার তলব এড়িয়েছিলেন অনুব্রত।

- Advertisement -
Latest news
Related news