Monday, May 20, 2024

[UP BJP] উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন ২ মন্ত্রী, ৪ বিধায়ক! কৃষক আন্দোলনের প্রভাব ভোটের মুখে

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচন মাত্র মাস খানেকের মাথায়। তার আগেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জোর ধাক্কা খেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ৪৮ ঘন্টার মধ্যেই ২ মন্ত্রী পদত্যাগ করলেন মন্ত্রীসভা থেকে। আর ওই সময়ের মধ্যে বিজেপি দলই ছেড়ে দিলেন ৪জন বিধায়ক। ঘটনায় জমজমাট আকার নিয়েছে উত্তরপ্রদেশ বিজেপির দলীয় কোন্দল। মঙ্গলবার প্রথম বোমাটি ফাটিয়ে ছিলেন যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য স্বামীপ্রসাদ মৌর্য। বলেছিলেন এই সরকারের আমলে চূড়ান্তভাবে অবহেলিত হচ্ছেন দলিত সম্প্রদায়ের মানুষজন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বুধবার প্রায় একই অভিযোগ তুলে মন্ত্রিসভা ছাড়লেন আরও এক মন্ত্রী দারা সিং চৌহান। পাশাপাশি মঙ্গল এবং বুধবার বিজেপি থেকে পদত্যাগ করেছেন ৪ বিধায়ক। বলেছেন কৃষকদের ওপর সরকার দমনমূলক নীতি প্রয়োগ করছে। নিজের পদত্যাগপত্র জমা করতে গিয়ে যোগী মন্ত্রিসভার অন্যতম সদস্য দারা সিং চৌহান লিখেছেন, ‘‘আমি নিষ্ঠার সঙ্গেই কাজ করতাম। কিন্তু দলিত, কৃষক, পিছিয়ে পড়াদের প্রতি সরকারের দমনমূলক মনোভাব ও অবহেলা আমাকে আহত করেছে।’’

মঙ্গলবার প্রায় একই বয়ান লিখে পদত্যাগ করেছিলেন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্যর। তাঁর চিঠিতেও ছিল কৃষকদের প্রতি সরকারের বিমাতৃসুলভ আচরণের অভিযোগ ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর শিবির ত্যাগ নিঃসন্দেহে বিজেপির জন্য বড় ধাক্কা। স্বামীপ্রসাদ ইতিমধ্যেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। বাকিরাও সেই পথের পথিক হবেন বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য কিছুদিন আগেই প্রায় নাকে খত দিয়ে বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ মাস ধরে টানা রাস্তায় বসে মোদীকে ওই আইন প্রত্যাহার করতে বাধ্য করেছেন কৃষকরা। ১৫ মাসে বিজেপির বিরুদ্ধে তীব্র ঘৃণা ছড়িয়েছেন তাঁরা। পাঞ্জাব ও হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশের একটি বড় অংশের কৃষকরাও এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। মোদীর পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। কৃষকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক জনরোষ। নির্বাচনে তারই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। মন্ত্রী বিধায়কদের বিজেপি ছাড়ার কারন সেটাও হতে পারে।

২০২১ সাল থেকেই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল দলেরই একটি অংশকে যোগীর ‘ঔদ্ধত্য’কে কাঠগড়ায় তুলতে দেখা গিয়েছিল দলের অনেককে। তাঁদের মধ্যেই ছিলেন এই বিদ্রোহী নেতারা। এবার নির্বাচনের ঠিক আগেই দল ছাড়লেন তাঁরা। ফলে এই পথে আরও অনেকেই দল ছাড়তে পারেন বলে মনে করা হচ্ছে। আর যদি তা’হয় তবে এবার গোবলয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিজেপিকে।

- Advertisement -
Latest news
Related news