Monday, May 20, 2024

Indian Army & Ayurveda:

This is the first time the army has opened the door for Ayurveda doctors and pharmacists. A notification has been issued recently for the recruitment of 150 Ayurveda doctors and 150 pharmacists in different army hospitals of the country. Besides, a total of 10 Panchakarma therapists including 5 men and women will be taken. In all, 310 posts have been created in the field of Ayurveda. Applications are accepted from 10 am on 26th April and will continue till 6 pm on 5th May. Candidates will be able to collect the admit card from 5 pm on May 8. Exam day has been fixed on 15th from 10 am to 12 noon. Tests will be conducted in Delhi, Mumbai, Chennai, Kolkata and Guwahati.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আয়ুর্বেদ চিকিৎসক ও ফার্মাসিস্টদের জন্য এই প্রথমবার দরজা খুলে দিল সেনাবাহিনী। দেশের বিভিন্ন সেনা হাসপাতালে ১৫০ জন আয়ুর্বেদ চিকিৎসক ও ১৫০ জন ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। পাশাপাশি ৫ জন করে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ১০জন করে পঞ্চকর্মা থেরাপিস্ট নেওয়া হবে। সব মিলিয়ে ৩১০ টি পদ তৈরি করা হয়েছে আয়ুর্বেদ ক্ষেত্রে। ২৬শে এপ্রিল সকাল ১০টা থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করা হয়েছে যা চলবে ৫ই মে সন্ধ্যা ৬টা অবধি। ৮ই মে বিকাল ৫টার পর থেকে পরীক্ষার্থীরা আ্যডমিট কার্ড সংগ্ৰহ করতে পারবেন। পরীক্ষার দিন ধার্য করা হয়েছে ১৫ই বেলা ১০টা থেকে দুপুর ১২টা অবধি। পরীক্ষা হবে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও গুয়াহাটিতে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

যে ১৫০জন চিকিৎসক নেওয়া হবে তারমধ্যে ৪০টি পদ বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকদের জন্য। মোট ৪টি বিভাগে ১০ জন করে বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়া হবে। এই চারটি বিভাগ হল পঞ্চকমা (Panchkamma), শল্য (Shalya), কায়া চিকিৎসা (Kaya Chiktsya) এবং প্রসূতি তন্ত্র (Prasuti Tantra). এঁরা মাসিক ৭৫হাজার টাকা বেতনে নিযুক্ত হবেন। NCISM 2020 আইনে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হওয়ার পাশাপাশি কোনও রাজ্য/ কেন্দ্রে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অনুযায়ী নথিভুক্ত হতে হবে। সঙ্গে ৩বছরের অভিজ্ঞতা আবশ্যক। বয়স হতে হবে নূন্যতম ৫০ বছর।

এছাড়াও ১১০ জন আয়ুর্বেদ মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। এঁদের NCISM 2020 আইনে অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাড়ে ৫ বছরের আয়ুর্বেদ পাঠ নিয়ে ডিগ্রি অর্জনের পাশাপাশি কোনও রাজ্য/ কেন্দ্রে ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অনুযায়ী নথিভুক্ত হতে হবে। সঙ্গে ৫বছরের অভিজ্ঞতা আবশ্যক। সঙ্গে ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।বয়স হতে হবে নূন্যতম ৪৫ বছর। এঁদের মাসিক বেতন ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

১৫০টি ফার্মাসিস্ট পদের জন্য আবেদন কারীর বয়সও নূন্যতম ৪৫ হওয়া দরকার। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ফার্মা আয়ুর্বেদ অথবা DAN & P পাশ করা প্রয়োজন। সঙ্গে ৩বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন পাবেন মাসিক ৩০ হাজার টাকা। পঞ্চকর্মা থেরাপিস্ট পদে যে পুরুষ কিংবা মহিলারা আবেদন করবেন তাঁদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১বছরের পঞ্চকর্মা টেকনিশিয়ান কোর্স করা দরকার। থাকতে হবে সংশ্লিষ্ট পদে ৩বছরের কাজের অভিজ্ঞতা। বেতন ধার্য হয়েছে মাসিক ১৮ হাজার টাকা। নিয়োগ হবে পুরোপুরি চুক্তি ভিত্তিক যা আপাততঃ কার্যকর থাকবে মার্চ ২০২৩ অবধি। পরে মেয়াদ বাড়তেও কেন্দ্রের আয়ুশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক সফল প্রার্থীদের ভারতের যে কোনো জায়গায় নিযুক্ত করতে পারেন। ইচ্ছুক প্রার্থীরা https://psurectt.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে ও আবেদনের ফরমেট ডাউনলোড করে নিতে পারেন। তফসিলি জাতি, উপজাতি, ওবিসি, আর্থিকভাবে দুর্বল শ্রেণী ও প্রতিবন্ধী জনিত বয়সের ও সংরক্ষনজনিত নিয়মের সুবিধা পাবেন।

- Advertisement -
Latest news
Related news