Wednesday, May 8, 2024

Delhi Tragic Fire: দিল্লিতে ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত অন্ততঃ ২৭, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

At least 27 people have been killed in a devastating fire in Delhi. Police and firefighters said the death toll could rise further. The incident took place on a multi-storey building near Mundka metro station in West Delhi. It is learned that the multi-storey building near the metro station in West Delhi is a commercial building. There are several offices there. The first fire broke out on the ground floor of the building.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে এক ভয়াবহ অগ্নিকান্ডে অন্ততঃ ২৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছেই একটি বহুতলে। জানা গেছে পশ্চিম দিল্লির মেট্রো স্টেশনের কাছের ওই বহুতলটি আদতে একটি বাণিজ্যিক ভবন। বেশ কিছু অফিস রয়েছে সেখানে। ওই ভবনের একতলায় প্রথমে আগুনলাগার ঘটনা ঘটে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে এই ঘটনায় ১২ জন গুরুতর আহত হয়েছেন তাদের সকলকে স্থানীয় সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে আবাসনের দুটি তলায় আগুন ছড়িয়ে পড়ায় ওপরের তলায় থাকা মানুষজন আটকে পড়েছিলেন। শেষ পাওয়া খবর পাওয়া অবধি উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই বহুতলের মালিককে আটক করেছে পুলিশ।

এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অফিসের তরফ থেকে টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করা হয়েছে। মৃতদের প্রতি সমবেদনাও জানানো হয়েছে ওই টুইটে। টুইট করে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফ থেকে। আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে। পৃথকভাবে তদন্ত করছে দমকলও।

- Advertisement -
Latest news
Related news