Friday, May 17, 2024

Partha Chattopadhyay ED: আরও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হল পার্থ ও অর্পিতার বাড়ি! রাতেই গ্রেফতার হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃনমূল দায় নেবেনা বললেন কুনাল

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ১২ঘন্টা জিজ্ঞাসাবাদের পরও রেহাই নেই, রাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ই.ডির (Enforcement Directorate) আরেক আধিকারিক। সঙ্গে সঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনীর পুলিশ এনে ঘিরে ফেলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি। ওদিকে ফ্ল্যাটটি টালিগঞ্জ লাগোয়া হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনটিও ঘিরে ফেলেছে কেন্দ্রীয় পুলিশ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জীর এই বাড়ি থেকে মিলেছে অন্ততঃ ২০কোটি টাকা (20 Crore Rupees)। তবে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। নতুন করে টাকা গোনার আরও কিছু মেশিন এনে টাকা গোনার কাজ শুরু হয়েছে। সম্ভবনা দেখা দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারেরও।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শুধু টাকাই নয় মিলেছে ইডি সূত্রে খবর পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ এই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২০টি মোবাইল ফোন এবং সোনার গয়নাও।মিলেছে বিদেশি মুদ্রাও। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC scam) সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা। জানা গেছে ধারাবাহিক জেরার মুখেই অর্পিতা ভেঙে পড়ে জানিয়ে দিয়েছেন কোথায় কোথায় টাকা রাখা ছিল। বিছানার নীচে ডিভান, বিভিন্ন কাবার্ট, ফলস সিলিং থেকে ব্যাগ ব্যাগ ভর্তি টাকা রাখা ছিল বলেই জানা গিয়েছে।

এ একটি পোস্টারও খুঁজে পাওয়া গিয়েছে। যেখানে নাকতলা উদয়ন সংঘের মুখ হিসেবে এই অর্পিতার ছবি দেখা গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো। সেই পুজোরই ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে। বোঝাই যাচ্ছে পার্থর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই তাঁকে নাকতলা উদয়ন সঙ্ঘের মুখ করা হয়। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একাধিক ছবি মিলেছে অর্পিতার। দু’একটা সিনেমা আর সিরিয়াল করার পর ফ্লপ অর্পিতার বিলাসবহুল জীবন কী তবে পার্থের টাকায় চলত? তাও খোঁজ নিচ্ছেন ইডির আধিকারিকরা। জানা গেছে পার্থ কখন কখন ওই ফ্ল্যাটে আসতেন তাও অর্পিতা জানিয়েছেন ইডি আধিকারিককে।

অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের খবর পাওয়ার পরই ইডির এক শীর্ষ আধিকারিক পৌঁছে যান পার্থের বাড়িতে। ১২ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ওই আধিকারিক। সব মিলিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে এখন প্রায় ৮ জন ইডি আধিকারিক রয়েছেন। মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে নাকতলার বাড়ি থেকে নিয়ে গিয়ে
ডায়মন্ড সিটি সাউথের অর্পিতার ফ্ল্যাটে নিয়ে গিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জানতে চাওয়া হতে পারে টাকার উৎস। ওদিকে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে যাবতীয় দায় ঝেড়ে ফেলে দিয়ে তৃনমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিয়েছেন, টাকা যাঁদের কাছে পাওয়া গেছে তাঁরাই জবাব দেবেন ওই টাকা কোথা থেকে এল। দল এ নিয়ে কিছু বলবেনা।

- Advertisement -
Latest news
Related news