Saturday, May 18, 2024

Kharagpur Train: আগামী ২০ দিন খড়গপুর-আদ্রা শাখায় বাতিল একাধিক ! ২২ মে লোকাল ট্রেন ঢুকবেইনা খড়গপুরে, জেনে নিন কবে থাকছেনা কোন ট্রেন

The Kharagpur and Adra section are going to have some ups and downs in the return train journey for which there may be some difficulties in passenger service for at least the next 20 days on behalf of South Eastern Railway. On the other hand, no local train will enter Kharagpur on 22nd May for some development work of Kharagpur station. According to the Adra Division of Railways, South Eastern Railway is canceling multiple trains to modernize the signal system at Adra station. Due to this train movement in Kharagpur Adra branch may be temporarily disrupted.It is learned that no local train will enter on Sunday, May 22. On that day no local train from Medinipur will go to Howrah or no train from Howrah to Medinipur. Apart from Kharagpur, other stations on the Howrah-Kharagpur branch have local train services. Kharagpur local trains will come and go from Jakpur station. In that case one can catch the train from Jakpur if he wants. A tweet from the Kharagpur division of the railways said the list of canceled trains from Medinipur on May 22 has been released.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: ফের ট্রেন যাত্রায় কিছু ওলট-পালট হতে চলেছে খড়গপুর ও আদ্রা শাখায় যার জন্য আগামী অন্ততঃ ২০দিন যাত্রী পরিসেবায় কিছু অসুবিধা হতে পারে বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে। অন্যদিকে খড়গপুর স্টেশনের কিছু উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২২শে মে কোনও লোকাল ট্রেন ঢুকবেনা খড়গপুরে। রেলের আদ্রা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, আদ্রা স্টেশনে সিগন্যাল ব্যবস্থার আধুনিকীকরণের জন্য একাধিক ট্রেন বাতিল করছে দক্ষিণ-পূর্ব রেল। তার জেরে খড়গপুর আদ্রা শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হতে পারে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

১৩ সে থেকে ১ জুন পর্যন্ত বেশ কিছু মেল, এক্সপ্রেস, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যেমন শিরোমণি প্যাসেঞ্জার ট্রেনের বদলে সম্প্রতি চালু হওয়া হাওড়া-আদ্রা এক্সপ্রেস ২৩ মে থেকে ৯ দিন বাতিল হচ্ছে। আদ্রা-মেদিনীপুর মেমু লোকাল চলবে না ১৮ মে, ২১ মে, ২৪ থেকে ৩১ মে। খড়্গপুর আসানসোল ও খড়্গপুর-গোমো প্যাসেঞ্জার ২৭ থেকে ৩১ মে চলবে না এই শাখায়। শালিমার ভোজুডি আরণ্যক এক্সপ্রেস চলবে না এই মাসের ২১, ২৩, ২৬, ২৭, ২৮ ও ৩০ তারিখ। রূপসী বাংলা এক্সপ্রেস ২৬ থেকে ৩০ মে পর্যন্ত বাতিল হয়েছে। ২৭ মে থেকে পাঁচ দিন বাতিল হয়েছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস।

অন্যদিকে খড়গপুর স্টেশনেও কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের জন্য আগামী ২২মে, রবিবার কোনও লোকাল ট্রেন ঢুকছেনা বলে জানা গেছে। ওইদিন মেদিনীপুর থেকেও কোনও লোকাল ট্রেন হাওড়া যাবেনা বা হাওড়া থেকে কোনও ট্রেন মেদিনীপুর যাবেনা। খড়গপুর বাদ দিয়ে হাওড়া-খড়গপুর শাখার অন্যান্য স্টেশনগুলিতে অবশ্য লোকাল ট্রেন পরিষেবা থাকছে। খড়গপুর লোকাল ট্রেনগুলি জকপুর স্টেশন থেকে যাওয়া আসা করবে। সেক্ষেত্রে চাইলে কেউ জকপুর থেকে ট্রেন ধরতে পারেন। রেলের খড়গপুর ডিভিশনের ট্যুইট বার্তায় বলা হয়েছে মেদিনীপুর থেকে যাতায়াতকারি ২২শে মের বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা প্রকাশ করা হয়েছে।

সেই তালিকা প্রকাশ করা হল। ট্রেন সংক্রান্ত যাবতীয় বিষয় জানার জন্য নিজের স্টেশন সংলগ্ন অনুসন্ধান অফিসে যোগাযোগ করে নিতে পারেন। আগামী ২০দিন রেল সফরের খুঁটিনাটি আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করে নিন অথবা খবরের মধ্যে থাকা আমাদের Whatsapp লিঙ্ক ক্লিক করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যখন যেরকম আপডেট পাওয়া যাবে আমরা তা প্রকাশ করব।

দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা- 38807 Howrah – Midnapur, 38810 Midnapur – Howrah, 38809 Howrah – Midnapur, 38812 Midnapur – Howrah, 38811 Howrah – Midnapur, 38814 Midnapur -Howrah, 38825 Howrah – Midnapur, 38828 Midnapur Howrah, 38827 Howrah – Midnapur, 38830 Midnapur – Howrah, 38831 Howrah Midnapur, 38832 Midnapur – Kharagpur, 38832 Midnapur – Kharagpur, 38819 Howrah – Midnapur, 38822 Midnapur – Howrah, 38821 Howrah – Midnapur, 38824 Midnapur – Howrah, 38823 Howrah – Midnapur, 38826 Midnapur – Howrah, 38813 Howrah – Midnapur, 38816 Midnapur – Howrah, 38815 Howrah – Midnapur, 38818 Midnapur – Howrah, 38817 Howrah – Midnapur, 38820 Midnapur – Howrah, 38801 Howrah – Midnapur, 38802 Midnapur – Howrah, 38803 Howrah – Midnapur, 38806 Midnapur – Howrah, 38805 Howrah – Midnapur & 38808 Midnapur – Howrah EMU Local will remain cancelled on 22.05.2022

- Advertisement -
Latest news
Related news