Saturday, July 27, 2024

Corona Vaccination: ফোনে ব্যস্ত নার্স একই ব্যক্তিকে দিলেন করোনা টিকার তিনটি ডোজ! হতেই পারেনা বললেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

Not one and a half, he was given three doses of corona vaccine, a man was admitted to the hospital after making such a complaint. The nurse was so busy talking on the phone that she did not notice that she was vaccinating the same person one after another. When it is noticed that 3 doses have gone into the body of the person. Allegations of gross negligence in corona vaccination arose in Jalpaiguri. The incident took place on Thursday at the vaccination camp at Dhuppara Health Center in Nagarakata block. Paritosh Roy, a mason by profession, continues to feel obsessed with three vaccines in a row. He has been admitted to Mal Super Specialty Hospital. However, he is now safe.

- Advertisement -spot_imgspot_img

নিউজ ডেস্ক: এক আধটা নয়, করোনা টিকার তিন তিনটে ডোজ দেওয়া হয়েছে তাঁকে, এমনই অভিযোগ তুলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক ব্যক্তি। অভিযোগ ফোনে কথা বলতে এতটাই ব্যস্ত ছিলেন ওই নার্স যে তিনি খেয়ালই করেননি যে তিনি একই ব্যক্তিকে টিকা দিয়ে যাচ্ছেন পরপর। খেয়াল যখন হল তখন ৩টি ডোজ চলে গেছে ব্যক্তির শরীরে। করোনা টিকাকরণে চরম গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে নাগরাকাটা ব্লকের ধূপপাড়া স্বাস্থ্যকেন্দ্রের টিকাকরণ শিবিরে। পর পর তিনটি টিকা নিয়ে আচ্ছন্ন বোধ করতে থাকেন পেশায় রাজমিস্ত্রি পরিতোষ রায়। তাঁকে মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি এখন বিপন্মুক্ত।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রে টিকার প্রথম ডোজ নিতে গিয়েছিলেন বছর চব্বিশের পরিতোষবাবু। টিকাকরণ কেন্দ্রের ভিতরে ঢুকে তিনি দেখেন ফোনে গল্প করতে মশগুল নার্স। ইশারায় তাঁকে নির্দিষ্ট জায়গায় বসতে বলেন তিনি। এর পর ফোনে কথা বলতে বলতেই পর পর ৩ বার তাঁকে ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ।

গাফিলতি বুঝতে পেরে এর পর ওই নার্স বিষয়টি কাউকে না জানাতে অনুরোধ করেন। সেই অনুরোধে কাউকে কিছু না জানিয়েই বাড়ি ফেরেন পরিতোষ। বাড়ি ফিরে জ্বর ও গায়ে ব্যাথা শুরু হয় তাঁর। এর পর গোটা বিষয়টি পরিবারের সদস্যদের খুলে বলেন তিনি।

অসুস্থ পরিতোষকে এর পর মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন পরিজনরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যুবকের অবস্থা স্থিতিশীল। সামান্য জ্বর ও টিকার অন্যান্য উপসর্গ রয়েছে তাঁর। ঘটনার কথা অস্বীকার করেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক। তাঁর দাবি, এরকম কিছু হতেই পারে না।

- Advertisement -
Latest news
Related news