Saturday, May 18, 2024

Prime Minister :১০০ কোটি ভ্যাকসিন, ‘উদ্বেগ থেকে আস্থা’, বললেন প্রধানমন্ত্রী! বার্তা আসন্ন উৎসবে সতর্ক থাকার

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ১০০কোটি ডোজ করোনা ভ্যাকসিনের বৃত্ত সম্পন্ন করেছে ভারত। ২০০কোটিরও বেশি ডোজ সম্পন্ন করা চীনের পরই ভারতের স্থান। আর সেই নিরীখে সর্বাধিক করোনা প্রতিষেধকের ডোজ দেওয়ার ক্ষেত্রে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। শুক্রবার সেই উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এই ১০০কোটি ডোজ সম্পন্ন হওয়ার ঘটনাকে ‘উদ্বেগ থেকে আস্থা’র যাত্রা (journey from “anxiety to assurance”) বলে বর্ননা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এই সাফল্যের জন্য তিনি বিজ্ঞান, বিজ্ঞানী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীর পাশাপাশি কৃতিত্ব প্রদান করেছেন দেশবাসীর প্রতি কারন তাঁর কথায়, ” করোনা টিকা নিয়ে বহুরকম উদ্যোগ নেওয়া হয়েছে অনাস্থা ও আতঙ্ক তৈরির চেষ্টা করার কিন্তু মানুষ আস্থা রেখেছেন। তাই এই সাফল্য সম্ভব হয়েছে।” প্রধানমন্ত্রীর কথায়, এই সাফল্য আরও একবার ভারতকে শক্তিশালী জাতি হিসেবে পরিগণিত করল। মাত্র ৯মাসে এই চূড়ান্ত মাইল ফলক ছুঁয়ে ফেলল ভারত।

গোটা সাফল্যকে বিজ্ঞানের দান বলে বর্ননা করে মোদি বলেছেন, ‘এটা গর্বের বিষয় যে ভারতীয় টিকা প্রদান কর্মসূচিটির জন্ম বিজ্ঞানে, ভিত্তি বিজ্ঞান এবং বিজ্ঞান বাহিত হয়েই এই সাফল্য এসেছে। এই প্রতিষেধকের নির্মাণ থেকে বন্টন সবটাই বিজ্ঞান নির্ভর হয়েছে বলেই এই মাইল ফলক অর্জন করা সম্ভব হয়েছে।

নরেন্দ্র মোদির কথায়, “ভারত ইতিহাস তৈরি করেছে. আমরা ভারতীয় বিজ্ঞান ও উদ্যোগ এবং ১৩০কোটি জনতার একাগ্র শক্তির মিলিত জয়ের স্বাক্ষী রইলাম।” সামনেই দীপাবলি উৎসবের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গত বছর দীপাবলি আমাদের দারুন আতঙ্কে কেটেছিল কিন্তু এবছর আমরা অনেকটাই আস্থা অর্জন করেছি যদিও কোনও ভাবেই কোভিড বিধি লঙ্ঘন করা যাবেনা বা করোনাকে হালকা করে দেখা যাবেনা বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি করোনার দুটি ডোজ সম্পন্ন হয়ে থাকলেও উৎসবে কোভিড বিধি মানা দরকার বলে প্রধানমন্ত্রী বলেন,, ” বর্ম যতই শক্তিশালী হোকনা কেন যতক্ষণ লড়াই চলছে ততক্ষণ অস্ত্র ফেলে দেওয়াটা ঠিক হবেনা।”

টিকা কর্মসূচিতে এই সাফল্যের পেছনে আরও একটি বিষয়কে উল্লেখ করে বলেছেন, টিকাকরনে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি বলেই সাফল্য এসেছে সার্বিকভাবে। এখানে সবাইকে লাইনে দাঁড়িয়ে টিকা নিতে হয়েছে। জাতি ধর্ম বর্ন গরিব বড়লোক সবাইকেই দাঁড়াতে হয়েছে একই লাইনে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ অতিমারীর শুরুতে বলা হয়েছিল, ভারতের পক্ষে এই লড়াই কঠিন হবে। বলা হয়েছিল, এত অনুশাসন এখানে কী করে পালিত হবে? সবাইকে নিয়ে নিখরচায় ভ্যাকসিনেশন কর্মসূচি চালু হয়েছিল।টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি।’

- Advertisement -
Latest news
Related news