Wednesday, May 15, 2024

Kharagpur Midnapore Weather: খড়গপু্র মেদিনীপুরে শীত ফিরবে তিনদিন পরে, ৪ দিনে তাপমাত্রা বাড়ল ৮ ডিগ্রী! বর্ষ বরণে হাড় কাঁপানো ঠান্ডা, বলছে আবহাওয়া দফতর

The winter that has disappeared since Christmas is nowhere to be seen.m On December 25th and 26th, the feeling of hot weather is felt in two cities of Kansai region. After a little effort, sweat appears on the body. Where one had to go shivering on Christmas day at the church fair of Sacred Heart or Nirmal Hriday Ashram, there are many people who are seen carrying on the vows in light warm clothes.According to the Meteorological Department of Vidyasagar University, the minimum temperature has risen by 8 degrees in the last 4 days. The minimum temperature was 10.93 degrees Celsius in Kharagpur Midnipur on December 24. On December 25, it rose to 13.51 degrees Celsius. Today Tuesday 27th December the lowest temperature of Kharagpur Medinipur is 18.43 degrees Celsius. According to meteorologists, Bengal has not seen such heat in December in the last 18 years! It is said that the minimum temperature will start decreasing from Thursday morning. By Friday Saturday, this temperature may drop to 15 degrees or below in Kharagpur Midnipur.Meteorologists predict that this spell of winter will last until Saturday, December 31, the last day of this year.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বড়দিন থেকে উধাও হয়ে যাওয়া শীতের আপাতত দেখা নেই। ২৫ এবং ২৬ ডিসেম্বর কাঁসাই পাড়ের দুই শহরে রীতিমত গরম কালের অনুভূতি। একটু পরিশ্রম হলেই বিন্দু বিন্দু ঘাম দেখা দিচ্ছে শরীরে। যেখানে বড়দিনের দিন কাঁপতে কাঁপতে যেতে হত সেক্রেড হার্ট কিংবা নির্মল হৃদয় আশ্রমের চার্চের মেলায় সেখানে অনেককেই দেখা গেছে হালকা গরম কাপড়েই দিব্যি চালিয়ে নিচ্ছেন।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে গত ৪ দিনে এক লাফে ৮ ডিগ্রী চড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। ২৪ ডিসেম্বর খড়গপু্র মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.93 ডিগ্রী সেলসিয়াস। ২৫ ডিসেম্বর যা একলাফে তা বেড়ে হয়েছে 13.51 ডিগ্রী সেলসিয়াস। আজ মঙ্গলবার ২৭শে ডিসেম্বর খড়গপু্র মেদিনীপুরের সর্ব নিম্ন তাপমাত্রা 18.43 ডিগ্রী সেলসিয়াস। যা দেখে আবহাওয়াবিদদের বক্তব্য ডিসেম্বরে এমন গরম গত ১৮ বছর দেখেনি বাংলা!

অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় গরম কালের মতই ২৫ ডিসেম্বর যা দেখাচ্ছে 31.56 ডিগ্রী! ২৬ ডিসেম্বর ছিল 30.22 ডিগ্রী সেলসিয়াস আর ২৭ শে ডিসেম্বর সেটা সামান্য নিচে নেমে 29 ডিগ্রী তে দাঁড়িয়েছে। সোমবার সন্ধ্যা থেকেই এলোমেলো বইছে দখিনা বাতাস। আবহাওয়া দফতর জানিয়েছে বিপ্রতীপ ঘূর্ণাবর্ত আর পশ্চিমা ঝঞ্ঝা গিলে ফেলেছে শীতের উত্তুরে হাওয়াকে, দক্ষিণবঙ্গ থেকে এক চুটকিতে শীত উধাও৷

শ্রীলঙ্কার খাড়িতে তৈরি হওয়া নিম্নচাপের উষ্ণ বাতাস ২৬ ডিসেম্বর থেকেই দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করছে৷ এমন কী বাংলাতে। তা য় এতটাই জোরালো যে আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী তামিলনাড়ুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ হালকা -মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কখনও কখনও ভারী বৃষ্টির দু একটি স্পেলও হতে পারে৷ এছাড়া অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল, পূর্ব অসম, অরুণাচলপ্রদেশ, এক দুটি জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷

তবে এই অবস্থা মাত্র কয়েক দিন থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। বলা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। শুক্র শনিবারের মধ্যে এই তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নিচে নেমে যেতে পারে খড়গপু্র মেদিনীপুরে। এবছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর শনিবার পর্যন্ত কার্যত শীতের এই স্পেল থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৪৮ ঘন্টায় থাকবে কুয়াশার দাপট। আগামিকাল সকালেও ঘন কুয়াশা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘন কুয়াশার দাপট এতটাই থাকবে যে ২০০ মিটার বা তার কম নেমে যেতে পারে দৃশ্যমানতা।

- Advertisement -
Latest news
Related news