Saturday, May 18, 2024

Kharagpur Train: খড়গপুরে ঢুকবেনা লোকাল, এক্সপ্রেস, বাতিল ২৪টি এক্সপ্রেস ট্রেন! বদলাচ্ছে সময়, জকপুর, হিজলী, কলাইকুন্ডাতেই থমকে যাবে কোন কোন ট্রেন

Kharagpur Division and South Eastern Railway are going to start some development work for further modernization of Kharagpur railway junction. As a result, several local and express trains are being canceled to reduce the pressure on the station for the next few days. Besides, some trains are going to stop before entering Kharagpur station. Earlier, we had informed that the Medinipur-Howrah local has been completely canceled on May 22. Later, the Railways informed that not only Medinipur-Howrah locals, but also may Kharagpur-Howrah locals may be canceled on the same day. On 22nd May some Kharagpur locals will run from Jakpur station. It has been decided to run some trains till Kalaikunda and some trains till Hijli. It has been reported that some trains will leave Howrah station earlier or later than scheduled.Take a look at those detailed schedules. The East Coast Rail alone has canceled 24 trains, including the Cormondal Express, the Jashwantpur Duronto Express, and the Falaknuma Express, several important trains bound for South India.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুর রেল জংশনকে আরও আধুনিকীকরনের জন্য বেশকিছু উন্নয়ন মূলক কাজ শুরু করতে চলেছে খড়গপুর ডিভিশন এবং দক্ষিণপূর্ব রেল। তার জেরে আগামী কয়েকদিনের জন্য স্টেশনের ওপর চাপ কমানোর লক্ষ্যে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। পাশাপাশি কিছু ট্রেন থমকে যেতে চলেছে খড়গপুর স্টেশনে ঢোকার আগেই। এর আগে আমরা জানিয়েছিলাম আগামী ২২শে মে মেদিনীপুর-হাওড়া লোকাল পুরোপুরি বাতিল করা হয়েছে। পরে রেল জানিয়েছে শুধু মেদিনীপুর-হাওড়া লোকালই নয়, ওই দিনই অর্থাৎ ২২শে মে কয়েকটি খড়গপুর লোকাল চালানো হবে জকপুর স্টেশন থেকে। কিছু ট্রেন কলাইকুন্ডা অবধি এবং কিছু ট্রেন হিজলী অবধি চালানোর সিদ্ধান্ত হয়েছে। কিছু ট্রেন আবার হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময়ের আগে কিংবা পরে ছাড়বে বলে জানানো হয়েছে। দেখে নিন সেইসব বিস্তারিত সময়সূচি।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

ইস্ট-কোস্ট রেল (পূর্ব-উপকূলীয় রেল) একাই ২৪টি ট্রেন বাতিল করেছে যার মধ্যে রয়েছে করমণ্ডল এক্সপ্রস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, ফলকনুমা এক্সপ্রেসের মতো দক্ষিণ ভারতগামী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। যেমন    ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ২৪ মে বাতিল থাকবে।
১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।

১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস: ২৩ মে বাতিল থাকবে।
১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।
১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস: ২১ এবং ২২ মে বাতিল থাকবে।
১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস: ২২ এবং ২৩ মে বাতিল থাকবে।
১৮৪০৯ শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
৮১৪১০ পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।

১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড মেমু: ২২ মে বাতিল থাকবে।
১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর মেমু: ২২ মে বাতিল থাকবে।
১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১৮০২২ খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস: ২২ মে বাতিল থাকবে।
১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস: ২১ মে বাতিল থাকবে।

22.05.2022 will remain cancelled
12883 Santragachi-Purulia Rupasi Bangla Express
12884 Purulia- Howrah Rupasi Bangla Express
12021 Howrah-Barbil Jan Shatabdi Express
12022 Barbil-Howrah Jan Shatabdi Express
12703 Howrah-Secunderabad Falaknuma
12821 Shalimar-Puri Dhauli Express
12245 Howrah – Yesvantpur Duronta Express
12822 Puri-Shalimar Dhauli Express
21.05.2022 will remain cancelled
12704 Secunderabad-Howrah Falaknuma Express
12864 Yesvantpur- Howrah Express leaving Yesvantpur

২২তারিখ 08064 Bhadrak – Kharagpur MEMU Passenger Special
08063 Kharagpur-Bhadrak MEMU Passenger Special হিজলী থেকে যাতায়াত করবে।
২২তারিখ 08056 Tatanagar-Kharagpur MEMU Special 08055 Kharagpur – Tatanagar MEMU Special কলাইকুন্ডা থেকে যাতায়াত করবে।
২২ তারিখ 12872 Kantabanji/Titlagarh Howrah Ispat – Express এবং 12871 Kharagpur -Titlagarh/Kantabanji Ispat Express রাউরকেল্লা অবধি যাতায়াত করবে।

২২ তারিখ 38706 Kharagpur – Howrah EMU
38708 Kharagpur – Howrah EMU Local
38714 Kharagpur – Howrah EMU Local
38716 Kharagpur – Howrah EMU Local
38720 Kharagpur – Howrah EMU Local
38722 Kharagpur – Howrah EMU Local
38728 Kharagpur – Howrah EMU Local
38730 Kharagpur-Howrah EMU Local
38705 Howrah-Kharagpur EMU Local
38707 Howrah – Kharagpur EMU Local
38711 Howrah – Kharagpur EMU Local
38713 Howrah – Kharagpur EMU Local
38719 Howrah – Kharagpur EMU Local
38721 Howrah – Kharagpur EMU Local
38725 Howrah – Kharagpur EMU Local
38727 Howrah-Kharagpur EMU Local
জকপুর থেকে যাতায়াত করবে। খড়গপুর স্টেশনে কোনও ট্রেন ঢুকবেনা।

দুটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ২২তারিখ
12810 Howrah -Mumbai CSMT Mail has been rescheduled to leave Howrah থেকে 19.50 বদলে ২ঘন্টা পিছিয়ে 21.50 সময়ে ছাড়বে। ওই দিন 12663 Howrah -Tiruchchirapalli Express Howrah 17.40 বদলে প্রায় ৪ঘন্টা পিছিয়ে 21.45 সময় ছাড়বে। আগামী কয়েকদিন ট্রেন যাত্রায় নানা রকম পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনের আপ-টু-ডেট খবর পেতে আমাদের ফেসবুক পেজ The Kharagpur Post কিংবা KGP বাংলা পেজ লাইক করে রাখুন অথবা খবরে দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি আমাদের Whatsapp গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আমরাই একমাত্র News Portal যারা প্রতিটি আপডেট প্রকাশ করি।

- Advertisement -
Latest news
Related news