Tuesday, December 12, 2023

LPG: বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল সিলিন্ডার প্রতি ১০৫ টাকা! ৫ রাজ্যের নির্বাচনের পর বাড়বে হেঁশেলের গ্যাসও

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ সংকটের মধ্যেই বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ মার্চ থেকে সিলিন্ডার প্রতি দাম বেড়ে দাঁড়ালো ১০৫ টাকা। আশঙ্কা করা হচ্ছে চলতি পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পরই বাড়িতে ব্যবহারের জন্য রান্নার এলপিজি সিলিন্ডারের দামও বাড়বে। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এবং মুদ্রাস্ফীতির মধ্যে যা কি না বেশ খানিকটা অসুবিধায় ফেলবে সাধারণ মানুষকে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে এতখানি বাড়ায় বেশ ক্ষতির মুখেই হোটেল রেস্টুরেন্ট মালিকরা। ফলে বাড়তে চলেছে হোটেল-রেস্তোরাঁর খাবারের দামও। একই সঙ্গে প্রভাব পড়বে খাবারের হোম ডেলিভারি ইত্যাদির দামেও।

১ লা মার্চ থেকে দাম বাড়ার ফলে ১৯৮৭ টাকার পরিবর্তে ২০৯৫ টাকায় ১৯ কেজির এই সিলিন্ডার গুলি আজ থেকে কলকাতায় পাওয়া যাবে। দিল্লিতে পাওয়া যাবে ১৯০৭ টাকার বদলে ২০১২ টাকায়, মুম্বাইতে যেখানে এখন এই ১৮ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৫৭ টাকা আজ থেকে তা বেড়ে হবে ১৯৬৩ টাকা। গত বছর নভেম্বর ডিসেম্বর মাস নাগাদও বাড়ানো হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। অক্টোবর ২০২১ থেকে ১ ফেব্রুয়ারি ২০২২ এর মধ্যে এই সিলিন্ডার গুলির দাম বেড়েছে মোট ১৭০ টাকা। দিল্লিতে একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম যেখানে অক্টোবর মাসে ১৭৩৬ টাকা ছিল নভেম্বরে তা বেড়ে হয়ে দাঁড়িয়েছিল ২০০০ টাকা।

অন্য দিকে বাণিজ্যিক গ্যাসের এই দাম বাড়ার মধ্যেই আশঙ্কা করা হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ারও। কারন দেশ জুড়ে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সহ ৫ রাজ্যের নির্বাচন প্রক্রিয়া চলছে। আর রোজকার দাম বাড়ানোর প্রক্রিয়ায় পাছে দেশের শাসকদলের বিরুদ্ধে জনমত তৈরি হয় সেই কারণেই থমকে রয়েছে ডিজেল পেট্রোল ও রান্নার গ্যাসের দামও। খুব স্বাভাবিক ভাবেই নির্বাচন চুকলেই বাড়তে চলেছে রান্না গ্যাসের দামও। তার সাথে যদি এই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ প্রলম্বিত হয় তবে সেই দাম কোথায় গিয়ে দাঁড়ায় তাও দেখার।

- Advertisement -
Latest news
Related news