Wednesday, June 19, 2024

মাত্র ৩ টাকা ৪০ পয়সার স্টকে বিনিয়োগ করলেই হয়ে যাবেন কোটিপতি! মাল্টিব্লগার স্টক বিনিয়োগের বিষয়ে জানুন

- Advertisement -spot_imgspot_img

মাল্টিব্লগার স্টক (Multibagger Stock) বিনিয়োগের বিষয়ে জানুন।মাল্টিব্লগার স্টক আপনার কষ্টের বিনিয়োগকে কোটিতে বদলে দিতে পারে ৷

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এটি শুধু ভবিষ্যতেই নয়, ইতিমধ্যেই বহুমানুষ এইভাবে নিজেদের বিনিয়োগ কোটিতে বদলে ফেলেছেন ৷ সম্প্রতি এটা হয়েছে Avanti Foods -র স্টকের ক্ষেত্রে এই স্টকে বিনিয়োগ করে ইনভেস্টররা কোটিপতি হয়ে গেছেন৷

অবন্তী ফুডস শেয়ারে যাঁরা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করে রেখেছেন তাদের জোরালো রিটার্ন দিচ্ছে৷ এই Multibagger stock এনএসই (NSE) তে২৬ অগাস্ট ২০১১ তে ৩.৪০ টাকা ছিল৷ আর একদশকে তা ১৬১ গুণ বেড়ে ৫৪৮ তে পৌঁছে গেছে৷

গত ব্যবসায়িক সত্রে Avanti Foods এ ৩.৫ শতাংশ পতন দেখা গেছে৷ গত ৫ টি ব্যবসায়িক সত্রে ৭ শতাংশ ভেঙেছে৷ গত এক মাসে এই শেয়ারের প্রফিট বুকিং দেখার মতো৷ গত ১ মাসে এই শেয়ারে ১১.৬১ শতাংশ পতন হয়েছে৷

এই শেয়ার ৩১ মার্চ ২০২১ ৪১৪.৪৫ টাকা ছিল ৷ বর্তমানে এই শেয়ারের দর ৩২ শতাংশ বেড়ে ৫৪৮ টাকার আশেপাশে পৌঁছে গেছে ৷ গত ৫ বছরে এই স্টক ২০৬ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে৷

গত ১০ বছরে এই পারফরম্যান্সে যদি নজর রাখা হয় তাহলে ১৬০০০ শতাংশ রিটার্ন দিয়েছে যা ৩.৪০ টাকা থেকে বেড়ে ৫৪৮ টাকা হয়েছে৷ Avanti Foods -স্টকের রিটার্নের ওপর যদি নজর দেওয়া হয় তাহলে নিজের এই আর্থিক বর্ষের মধ্যে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হত তাহলে তা ১ লক্ষ ৩২ হাজার হয়ে যেত ৷

এই একইভাবে এই স্টকে পাঁচ বছরের জন্য যদি ১ লক্ষ টাকা থাকত তাহলে তা ৩.০৬ লক্ষ টাকা হয়ে যেত ৷ যদি কেউ ১০ বছর ধরে এটা করত তাহলে ১ লক্ষ টাকা ১.৬১ কোটি টাকা হয়ে যেত৷

- Advertisement -
Latest news
Related news