Friday, May 17, 2024

কুম্ভ কথা ( পর্ব – ৬ )

- Advertisement -spot_imgspot_img

কুম্ভ কথা- ১২


আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

তন কি ভুখ তনিক হ্যায়, এক পাও কি সের, মন কি ভুখ অনেক হ্যায়, নিগলত মেরু সুমের….
কবীর পন্থী সাধু র কাছে নিবেদন করা গেল। কবীর
মশাই এর ই কথা।
কথাটা লুফে নিলেন উনি |
বাঃ , বাঃ, কেয়া বাতায়া হ্যায় মাস্টার জী….
মন কি দিশা কিসকো মালুম …. ইস প্রাণ কো জীবিত রাখ্খো….
শোচনা মন….জি ভর কে মন চাহে কাম করতে রহো পর মন মানি না করিও….

এক বাত ধিয়ান সে মন মে লে লো…শুওর  য্যায়সা মনুষ্য সে মু মত লাগানা….গন্দকী কি সওদাগর গন্দগী ফেয়লায়গি…. যিতনা ভি নাহা দো কচরা মে হি রহেগা….পাশ নেহি আনে দেনা…. গলে লাগানা মত…..আপনি গন্দগী সে আপ কো ভি ময়ল কর দেগা…..
মন কি অনুসরণ করো….দিল কি মানো….
ক্যায়া হ্যায় ইস জীবন মে, হর দিন লড়তে ঝগড়তে হো….সমঝা করো এক দুসরে কো…. ওহ্ শুওর
কি বাতে মন মে রাখ কর দুসরো কি মদদ্  করো ….সমঝানে কি কোশিশ মে লগে রহো….


ইস্ মহান ক্ষেত্র মে অনাদি কাল সে আজ তক্ দেব দেবীয়া , সিদ্ধ মহাত্মা কা আগমন জারি হ্যায়। কিস রূপ মে ও ম্যায় আপ লোগোঁ কো বাতা নহি পাউঙ্গা। মেরা ভি খোঁজ অবতক জারী হ্যায়…..নেহি মিলে তো কোই হর্জ নহি। ও লোক এহি ক্ষেত্র মে মনুষ্য রূপ মে হি বিরাজ করতে হ্যায়…শ্বাস লেতে হ্যায় ইসি বায়ু মন্ডল সে…আস্নান করতে হ্যায়….উনকি বিভূতি তে পূণ্য পবিত্র হো যাতে হ্যায় এ সারি প্রয়াগ রাজ….আপ ভি ওহি বাতাবরণ মে রহ রহে হো…. শ্বাসেঁ লে রহে হো…. কুছ তো অলগ অনুভুতি হোগা …. আবশ্যক নেহি হ্যায় কি আপ ত্রিবেণী মে নাহাও …. এক নাগাড়ে বলে থামলেন উনি। তারপর পাশের দিকে তাকিয়ে বললেন…..পুরা আস্তিক, পুরা নাস্তিক …কোই দিক্কত নহি | লেকিন মন দুবিধা মে হো তো কুছ মিলনেবালা নহি | জরুরতেঁ পুরি হোগী হোতে রহেগী অউর লোগোঁ কি তরহ।
কথা শুনতে ভালো লাগছিল। নীলুদের ফিরতে হবে। আমাকেও হাঁটতে হবে চার কিমি মতো। সাড়ে বারোটাতেও সজাগ মেলাক্ষেত্র। লোকের স্রোত তুলসি মার্গ, শংকরাচার্য মার্গ, হর্ষবর্ধন মার্গ, আপার সঙ্গম, লোয়ার সঙ্গম মার্গ দিয়ে। আলোর খেলা। নাম গান। ধীরে ধীরে বন্ধ হচ্ছে মাইক। সোমনাথ দা তখনো শুতে যায় নি | শুভ এলি? কাল আর কোথাও বেরোস নে বাবা। বিশ্রাম নে।

কুম্ভ কথা- ১৩



বিত্ত এষণা, স্ত্রী এষণা, পুত্র এষণা সব সমস্যার মূল কারণ। শুধু জলে ডুবলেই আর নিরামিষ খেলেই যদি পূণ্য হয় স্বর্গ লাভ ঘটে, তবে তো পুণ্যবান পানকৌড়ী আর ছাগলে তো স্বর্গপুরী ভর্তি হয়ে যেত। সমঝনা ইতনা আসান নেহি।  সনাতন ধর্ম কো সমঝনে কে লিয়ে বেদোঁ কা দার্শনিক, প্রায়োগিক, আচরণিক তিনোঁ স্তর কো বিশেষ রূপ সে সমঝনা জরুরী হ্যায়। আপনে তো স্বামীজী কো জরুর  অধ্যয়ন কিয়া হোগা। কেবলমাত্র কানেফুঁ দীক্ষা তে মোক্ষ লাভ সম্ভব নয়। ফির ভি আপলোগ মানতে নেহি হো। এক সুস্হ  রচনাত্মক বাতাবরণ  মে রহ কর নিয়মিত রূপ সে অধ্যয়ন, মনন, সাধনসে হি কুছ জ্ঞান হাসিল কর সকতে হো। স্নান,দান, ধ্যান, ইয়ে সব আচরণিক  হ্যায়। বছর ষাঠ সত্তরের তামিল শরীর  বিবেকানন্দ অনুরাগী। ছটি ভাষা জানেন। উদ্ধৃতির পর উদ্ধৃতি। পদার্থ বিদ্যায় ডক্টরেট , সন্ন্যাস নিয়েছেন বছর দশেক। খুঁজে চলেছেন জীবনের অর্থ।
স্ত্রী, ছেলে, বৌমা সকলেই অান্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দিকপাল । সুসংহত পারিবারিক জীবন। কিন্তু নিজেকে, সেই একমেবাদ্বিতীয়ম কে, সৃষ্টি কে জানার আগ্রহে  তিনি  আজ এখানে।
না, নিজেকে গুরু বলে দাবী করেন না। বাবলু বাবুর সৌজন্যে আলাপ হলো এই মানুষটির সাথে। প্রচার বিমুখ মানুষটির পরিচয় প্রকাশে রাজী হলেন না কেউই।
সাধু বলব এনাকে নাকি শুদ্ধাত্মা   !


বিকেল চারটে তে বেরিয়েছি । এখন ই রাস্তায় চলতে গিয়ে পায়ে পা লেগে যাচ্ছে। তাই এদিক ওদিক ঠেকে যেতে হচ্ছে আমাদের। আপাতত চা এর দোকানে। মাথার উপর অনবরত চক্কর দিচ্ছে হেলিকপ্টার। নজর রাখছে। চরম ব্যস্ততা শিবিরে শিবিরে। চরম ব্যস্ত প্রশাসনের। চরম প্রস্তুতি শাহী স্নানের । চরম পুলক ভন্ড বাবাজী মাতাজী দের। যে যার মতো প্রণামী সংগ্রহে ব্যস্ত। আও বেটা ইধর আও। প্রাজ্ঞ জনেরা ব্যস্ত তাঁর ইষ্টের সাধনায়। কাল শিষ্য মন্ডলীর সাথে সাথে জগৎকল্যাণের জন্য স্নান সারতে হবে মাহেন্দ্রক্ষণে। ইষ্ট কে সাথে নিয়ে। প্রাকৃত অর্বাচীন দের সাথে আলাপে এখন মন নেই তাঁদের । অন্যরা সামলাচ্ছে সে সব।

- Advertisement -
Latest news
Related news