Friday, May 17, 2024

কুম্ভ কথা ( পর্ব – ৮ )

- Advertisement -spot_imgspot_img

কুম্ভ কথা- ১৬



আখাড়া ভ্রমন চলছে । ধুনির আগুনে পা সেঁকে নিলে একটু আরাম লাগছে হাঁটতে। পরোটা সহ চা জুটল মানে জোটানো গেল বেলা চারটা নাগাদ।একটু শুয়ে পড়া ওখানেই। অনেকের ফোন এসেছিল।ধরতে পারিনি, উপায় ও ছিল না।তুফানের ফোন এই সময়।স্যার সকাল ৯ টায় বেরিয়েছি ,এই পৌঁছালাম স্টেশনে। ১৫ কিমি হেঁটে।ট্রেন লেট সাড়ে তিন ঘন্টা। সময় নিয়ে বেরোবেন। রাস্তা একটু হালকা।  সাড়ে পাঁচটা নাগাদ ফিরতি পথ ধরলাম।  আস্তানায় ঢুকেই দেখি জটলা।  একজনের স্বামী ,এবং ত্রিপুরার  এক বছর চল্লিশ নিখোঁজ। ঘন্টা খানেক পর স্বামী ফিরলেন। অনেক খোঁজখবরের পর জানা গেল ত্রিপুরা পুলিশ মারফৎ হাসপাতাল হয়ে স্টেশনে পৌঁছে যাবে। বাকী সঙ্গীরা ৭ টা তেই বেরোল হেঁটে স্টেশনের দিকে। সকাল সাড়ে নটায় ট্রেন। বহু ট্রেন বাতিল।বহু ট্রেন  বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে।স্টেশন , রাস্তা কোথাও জায়গা ফাঁকা নেই ।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কুম্ভ কথা- ১৭


আজ ঝিমোচ্ছে মেলা নগরী। গঙ্গা ও বইছে ক্লান্ত শরীরে। অনেক ধকলের পর একটু যেন পা ছড়িয়ে বসা। মাইকের চড়া সুর অনেকটাই কম। প্রবচন শুরু এখনো হয়নি প্রভাতী জাগরণ এর পর | তবু কুম্ভ পথ চলছে | যারা কাল ফিরতে পারেনি তারা , আমাদের মত হুজুগে আর প্রশাসন।
বসে যাওয়া রাস্তাগুলো ঠিক করা, টয়লেট পরিষ্কার, ব্লিচিং ছড়ানো, আখাড়া গুলি তে কাঠ-খড় পৌঁছে দিয়ে আসা, নদী পাড়ের শ’খানেক ট্রাক জামাকাপড়-চপ্পল-ভেজাখড় বইছে। জুনা আখড়ার নতুন দীক্ষিত রা পরস্পরের নির্লোম শরীর দেখে পরিহাসে লিপ্ত । ধুনি র আগুন স্তিমিত। ধোঁয়া ছড়াচ্ছে কলকে থেকে। সাধু আস্তানার পোষা গরু, ঘোড়া, কুকুর, ময়না, পায়রাগুলো কেমন চুপচাপ। পুলিস ও সেনার স্নিফার ডগ গুলি তাদের ডিউটিতে অটল। আকাশ থেকে পুষ্পবৃষ্টিতে খুশি সাধু সন্ত রাজনীতিক থেকে আম জনতা। এরই ফাঁকে তিন দিনের বাসী দাড়ি টুলে বসে কেটে নিচ্ছে পুলিস ভাই, মেলা থেকে টোপাকুল কিনে খাচ্ছে সিভিল পুলিসের সদস্যারা। স্কাউট দল বেঁধে আজ স্নানে। আলস্য জড়িয়ে আলস্য মাড়িয়ে প্রতিপদের সময় এগোচ্ছে ধীর লয়ে।\

-বাবা, তুমি আজকে যাবে, আমি তোমার সাথে যাব।
– সেকি, কাল রাত্রেই আপনার ছেলে বৌমা বিয়াই বিয়ানরা গাড়ী করে গেল, আপনি ওদের সাথে গেলেই তো পারতেন!
– না, মানে গাড়ীতে জায়গা হত কিনা, আর আমাকে তো বলেনি, তোমার তো কনফার্ম টিকিট….আমি একটা ওয়েটিং কেটে নেব….আমাকে একটু বসতে দেবে।
বিপত্নিক সুচাকুরে বিশ্বরূপ বাবু আজ ঠিক করে উঠতে পারেন না ফিরে গিয়ে উঠবেন কোথায় …নিজের বাড়ী..দেশের বাড়ী…নাকি বৌমার বাড়ী।
শ্বশুর মশাই মেয়ে জামাই শালিকা, কে অক্ষয়বট ,হনুমান মন্দির ,কাশী বিশ্বনাথ দর্শন করিয়ে নিয়ে যাচ্ছেন | বিশ্বরূপ বাবু ফোন করছেন, তোমরা ভালভাবে যাচ্ছ তো মা।
তাঁবুর সবাই মুখ চাওয়া চাওয়ি করি। সাহা বাবু জিজ্ঞেস করেন , দাদা চাকরি পাবার পর বাড়ীর সাথে যোগাযোগ ছিল? দুর্গাপুর-পানাগড় খুব বেশি দূরত্ব তো নয়! তাঁবু হঠাৎ স্তব্ধ হয়।
চুপ চাপ রীতেশ দাস মুখ খোলেন, মু হিসাবঅ করি দেখিলে, যদি প্রতি ক্যাম্পরঅ একঅবার করি যাউ, তেবে বি মাসঅ লাগি যিব। তেবে বেশি বি লাগি পারে। কি কউছন মুখার্জী দা ?
মুখর হয় কুম্ভ।
https://1.bp.blogspot.com/-H57I-f06rWY/XUqB5dYS30I/AAAAAAAAJBM/JCQQ92ATibAbbCBQhhADo78r6ZevR5pugCLcBGAs/s400/IMG-20190807-WA0033.jpg
শ্রীবাস্তব ফোন করে। দাদা, ছটার পরে অটো বন্ধ করে দিতে পারে॥ নিকালনা হ্যায় তো চার বাজে তক নিকাল না জরুরী।
আসতে বলি ওকে। বিশ্বরূপ বাবু গোছাতে শুরু করেন।
আস্তানার কার্যালয়ে এক মুরুব্বীর স্ত্রী অন্য মহিলার রুচি অরুচি নির্নয়ে মত্ত। টেবিলের ওপারে বসে কর্মী সেবকরা হুঁ, ও তাই, আচ্ছা ,বলে এড়ানোর চেষ্টা করছেন। এর কারণ অতি সামান্য। মহিলাটির পতিদেবের প্রতি অপাঙ্গে তাকানো। এরই মধ্যে গৃহী তান্ত্রিক জ্যোতিষ বাবাজীর আদর্শ স্ত্রী রক্তা ম্বরে লিপস্টিক কাজলে মুড়ে হাজির। দাদা, মোবাইল টা একটু চার্জে দেব। তান্ত্রিক দাদা, পঞ্চ রত্নের একরত্ন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে নাসার চাকরিতে চার রত্ন কে ঢুকিয়ে দিয়ে নিজে বগলা দেবীর সাধক হয়ে অমূল্য রতন প্রত্যাশী। E=mc2 র সাথে শক্তি রূপেন সংস্হিতা , শ্রী যন্ত্রের সাথে Theory of Every thing,সূর্যসিদ্ধান্ত, বৈমানিক শাস্ত্রম, ইথার, ফ্রেনোলজি ….আরে আধ্ম্যাতিক জগতে আছি বলে ম্যাথ ফিজিক্স জানব না বা বিজ্ঞান পাঠক বলে দর্শন জানব না, এ হয় নাকি !!

( অন্যবারের মতই কুম্ভ নানা রূপে হাজির | লৌকিক -অলৌকিক, বিশ্বাস- অবিশ্বাস ,অনুভব -অনুভূতি, তথ্য-যুক্তি-বিজ্ঞান-দর্শন সব কিছু ছাপিয়ে এখানে টেনে আনে এক ব্যাখ্যাহীন আবেগ,কোটি কোটি মানুষকে । তাই হয়ত বাবা কুম্ভে আসতে বলে ছিলেন , হয়ত এই আবেগ টাকে ছুঁতেই । আর আমার এই আবেগের সঙ্গী এবং সাহায্য কারী আমার সন্তান, পরিবার পরিজন ও সহকর্মী দের জানাই ভলোবাসা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। – লেখক )

- Advertisement -
Latest news
Related news