পশ্চিমবঙ্গ

Partha Chattopadhyay ED:পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত পিংলার ইন্টারন্যাশনাল স্কুলে ইডি! প্রিন্সিপাল সহ ৩ জনকে সাড়ে ৫ ঘন্টার জেরা

Published by
KGP Desk

শশাঙ্ক প্রধান: বুধবার হাইকোর্টে নিজের জামিন চেয়ে ব্যাপক কান্নাকাটি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদিও চিঁড়ে ভেজেনি তাতে। আদালত তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। আর ওই বুধবারই কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী প্রয়াতা বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত স্কুলে দ্বিতীয় বার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। জানা গেছে এদিন অন্তত: সাড়ে ৫ ঘন্টা জেরা করা হয়েছে ওই স্কুলের প্রিন্সপাল সহ পার্থের দুই আত্মীয়কে যাঁরা সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়ের জামাতার মামা ও মামীমা হন।

এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ পিংলার খিরিন্দা মৌজায় অবস্থিত বি সি এম ইন্টারন্যাশনাল মেমোরিয়াল স্কুলে এসে পৌঁছান কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিকরা। অগ্রিম জানানো থাকায় ওই স্কুলে পৌনে চারটা নাগাদ পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা কৃষ্ণ চন্দ্র অধিকারী ও তাঁর স্ত্রী রিনা অধিকারী। প্রায় একই সঙ্গে পৌঁছে যান স্কুলের প্রিন্সিপাল দেবযানী মিত্রও। তারপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। রাত প্রায় ৯ টা নাগাদ স্কুল প্রাঙ্গন ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় ইডির আধিকারিকদের। যদিও ঠিক কী নিয়ে এই জেরা সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি ইডির আধিকারিকরা। অন্যদিকে নীরবতা পালন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের ভাগ্নের মামা, মামীমা ও স্কুলের প্রিন্সিপাল। তবে সূত্র মারফত জানা গেছে স্কুলের জন্য এই জমি কেনা ও স্কুল নির্মাণকে ঘিরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য যে ১০০ কোটি টাকারও ব্যয় করেছেন বলে ইডি আধিকারিকদের প্রাথমিক অনুমান সেই টাকার উৎস খুঁজতেই ইডির আধিকারিকদের এই দ্বিতীয় অভিযান।

উল্লেখ্য পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখার্জীর ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকারও বেশি নগদ ও গহনা ইত্যাদি উদ্ধার হওয়া এবং ওই দুজনের গ্রেফতার হওয়ার পরই নজরে আসে পশ্চিম মেদিনীপুরের অজ পাড়াগাঁয়ে অবস্থিত বিদেশী মডেলের ধাঁচে গড়া পার্থ চট্টোপাধ্যায় স্ত্রী নামাঙ্কিত এই স্কুলের। প্রথম সেই খবর প্রকাশিত হয় আমাদের এই কেজিপি বাংলা নিউজ পোর্টালে। দুদিন পরেই জুলাই মাসে ইডির আধিকারিকরা হানা দেয় এখানে। জানা গেছে পার্থ চট্টোপাধ্যায় শিল্প মন্ত্রী থাকা কালীন শিল্প হওয়ার নাম করেই চাষীদের কাছ থেকে ওই জমি কেনা হয়। সেই লেনদেনে নগদ অর্থ ব্যবহার করা হয় বলেও দাবি উঠেছে। আর এই জমি লেন দেন সহ স্কুল নির্মাণের দেখভাল করেছেন কৃষ্ণ চন্দ্র অধিকারী। সেই স্কুলের জমি সংক্রান্ত বিষয় এবং স্কুলের মালিকানা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

11 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

12 months ago