মেদিনীপুর

Midnapore: পশ্চিম মেদিনীপুরের পিংলায় ছাত্রীকে ধর্ষন! গ্রেফতার যুবক

Published by
KGP Desk

শশাঙ্ক প্রধান: ১৮ বছরের এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার হলেন যুবক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার ক্ষীরাই  গ্রাম পঞ্চায়েতের অধীন একটি গ্রামে। ধৃত ওই যুবকের নাম আহম্মদুল্লা খান ওরফে মুস্তাক। অভিযুক্ত যুবক গ্রামকমিটির ডাকুয়া হিসাবে পরিচিত অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান, সভা, সমিতির জন্য বাড়ি বাড়ি গিয়ে ডাক দিয়ার কাজ করে। পুলিশ সূত্রে জানা গেছে গ্রামেরই একটি পরিবারের সামাজিক অনুষ্ঠানের ডাক দেওয়ার জন্য মুস্তাক বাড়ি বাড়ি ঘুরছিল। ওই ছাত্রীর বাড়িতেও যায়। বাড়িতে তখন ছাত্রীটি একাই ছিল সেই সুযোগে তাকে ধর্ষন করে বলে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্যরা হাটে গিয়েছিল। সন্ধ্যা সাতটার নাগাদ হাট থেকে বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারে নির্যাতিতা ওই ছাত্রীর মা। রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে মেজেতে অচৈতন্য অবস্থায় দেহ দেখতে পান তার মা। সেই অবস্থায় উদ্ধার করে পিংলা গ্রামীন হাসপাতালে নিয়ে আসার পর তাকে মেদিনীপুর মেডিক্যালে রাতেই স্থানান্তরিত করা হয়। শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিল ওই কিশোরী। প্রতিবেশীরা জানিয়েছেন, মঙ্গলবার নির্যাতিতার মা বিকেল তিনটার দিকে ব্যাঙ্কে যান। বাবা পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন। ঘরে একাই ছিলেন প্রতিবন্ধী ছাত্রীটি । ব্যাংক থেকে তাঁর মা হাটে গিয়ে ছিলেন ঘরের বাজার করতে। ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ঘরে এসে দেখেন মেয়ে অর্ধ অচৈতন্য ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরালে কান্নায় ভেঙে পড়ে নির্যাতিতা যুবতী। সমস্ত ঘটনা মা কে বলে। গ্রামেরই যুবক আহম্মদুল্লা খান (মুস্তাফা) সন্ধ্যার মুখে তাদের বাড়ীতে একটা খাতায় সই করাতে এসেছিলো। মেয়েটি বাড়ীতে মা নেই বলে যুবকটিকে পরে আসতে বলে।

কিন্তু যুবকটি বাড়িতে জোর পূর্বক ঘরে ঢুকে এবং বলে যে বুধবার সভা হবে তাই আজই সই করতে হবে। মেয়েটি যেন সই করে দেয়। এরপরই ওই ছাত্রীর মুখে ওড়না বেঁধে তাঁকে ধর্ষন করা হয় বলে মেয়েটি তার মাকে বলে। মেয়েটি অচেতন হয়ে পড়ে। ঘটনা জানাজানি পর গ্রামবাসীরা ওই যুবকের ঘর ঘেরাও করে তাকে বাড়ি থেকে বের করে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।বুধবার মেদিনীপুর আদালতে অভিযুক্ত যুবকে তোলা হয়, তার তিন দিনের পুলিশি হেপাজত হয়েছে বলে জানা যায়।

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

12 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

1 year ago