জেলার খবর

IIT-Kharagpur: এবার বিএড-ও পড়াবে আইআইটি খড়গপুর! সঙ্গে বিএ, বিএসসি, বি.কম-ও

Published by
KGP Desk

নিজস্ব সংবাদদাতা: আর শুধু প্রযুক্তি বা কারিগরী বিদ্যা নয় এবার বিএড (Bachelor of Education)বা শিক্ষন প্রশিক্ষণ বিষয়ক ডিগ্রীও দেবে আইআইটি খড়গপুর (IIT-Kharagpur)। সম্প্রতি এনসিটিই (NCTE) একটি নির্দেশিকায় জানিয়েছে যে এবার থেকে ক্লাশ টুয়েলভ পাশ করার পর যারা বি.এ, বি.এস.সি বা বি.কম পড়তে চাইবেন তাঁরা একই সাথে তারই সঙ্গে বি.এড করতে পারেন। সেই ক্ষেত্রে এই কোর্সটি হবে চার বছরের। যাকে বলা হচ্ছে বিএ-বিএড, বিএসসি-বিএড কিংবা বিকম-বিএড। এই কোর্সের পোশাকি নাম ইন্ট্রিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম বা ITEP. সোমবার সংসদে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুবোধ সরকার জানিয়েছেন, এনসিটিসির পক্ষ থেকে এই চার বছরের কোর্স চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে বলা হয়েছে 2023-2024 শিক্ষাবর্ষ থেকেই এই কোর্স চালু করা হচ্ছে।

সরকার আরও বলেছেন, এনসিটিই-র পক্ষ থেকে এই কোর্সটি পড়ানোর জন্য রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র আহ্বান জানানো হয়। ২০২২ সালের পয়লা মে থেকে ৩১মে অবধি ওই আবেদন পত্র পাঠাতে বলা হয়েছিল। আইআইটি খড়গপুর ছাড়াও আইআইটি মাদ্রাজ, গুয়াহাটি এবং ভুবনেশ্বরের তরফে আবেদন করা হয়েছিল। এই চারটি আইআইটি-ই ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এই কোর্স চালু করার অনুমতি পেয়েছে। এই ইন্টিগ্রেটেড কোর্স চালু হওয়ার ফলে পড়ুয়াদের ১বছর সাশ্রয় হবে। কারন বিএ,বিএসসি বা বিকম পড়ার পর পড়ুয়াদের বিএড পড়তে গেলে অতিরিক্ত ২টি বছর সময় লাগে।

উল্লেখ্য ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির বাইরে গিয়ে আইআইটি খড়গপুর বিজনেস ম্যানেজমেন্ট, পেটেন্ট আইন বা মেডিক্যাল বিষয়ক কোর্স চালু করেছিল বেশ কিছুদিন আগেই। সম্প্রতি পন্ডিত অজয় চক্রবর্তীর নেতৃত্বে ভারতীয় মার্গ সঙ্গীত কোর্সও করা হচ্ছে। এরপর একেবারে বিএ বিএসসি বিকম ও সঙ্গে বিএড ডিগ্রী প্রদান আইআইটি খড়গপুরের মুকুটে একটি নতুন পালক যোগ করল। আইআইটি খড়গপুরের এক অধ্যাপক KGP-Bangla-কে জানিয়েছেন, ‘কেন্দ্রের নতুন শিক্ষানীতিতে চিরাচরিত প্রতিষ্ঠানগুলিকে পাঠের বৈচিত্র্য আনতে বলেছে। আমরা চেষ্টা করছি প্রথাগত পাঠের বাইরে গিয়ে সেই বৈচিত্র্য আনার জন্য।’

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

12 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

1 year ago