রাশিফল

Horoscope: আজকের রাশিফল, ৩ নভেম্বর ২০২২ , দেখে নিন কেমন যাবে আপনার দিনটি

Published by
KGP Desk

আজ ৩ নভেম্বর ২০২২, বাংলায় ১৮ কার্ত্তিক ১৪২৯, বৃহস্পতিবার

মেষঃ আয় রোজগারে রহস্যময় অগ্রগতি। বকেয়া বিল টাকা আদায়ে সফল হবেন। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসায় বাধার জন্য মাথা গরম হতে পারে। শান্ত থাকার চেষ্টা করুন। চাকরিজীবীদের বেতন আদায়ের পাশাপাশি বাড়তি আয় রোজগারের সুযোগ আসবে। বন্ধুর সাহায্যে ঠিকাদারী কাজের নতুন কাজ পেতে পারেন। পারিবারিক জীবনে বড় ভাই বোনের সাথে বিরোধ দূর হতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। স্বামীর সঙ্গে মনমালিন্য দুর হবে।

বৃষঃ আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময়। ব্যবসায় ভাল কিছু আশা করতে পারেন। সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। পদস্ত কর্মকর্তার কাছ থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন। বেকারদের নতুন কর্ম লাভের চেষ্টা সফল হবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিন। সাংগঠনিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধির আশা। পিতার শারীরিক অবস্থার উন্নতি। প্রেমে নতুন মোড় ঘুরবে। গৃহিণীর সাথে সমস্যা হতে পারে।

মিথুনঃ সম্পত্তি কেনাবেচার শুভ সময়। ব্যবসা ভাল চললেও চিন্তা থাকবে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক চাপ থাকবে। রহস্যজনক কাজে সফল হতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক ক্ষেত্রে মানসিক প্রশান্তি লাভ। কোনো ধর্মীয় ব্যক্তির সাথে সাক্ষাতের সুযোগ আসবে। বিদেশে উচ্চ শিক্ষার চেষ্টায় সফল হতে পারবেন। জীবীকার জন্য দূরে কোথাও যাত্রা করার যোগ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।  যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন।

কর্কটঃ আজ পাওনাদারের সাথে চলমান বিরোধ দূর হয়ে যাবে। আইনগত কোনো জটিলতার পেছনে অর্থ ব্যয়। ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে অগ্রগতির আশা। আর্থিক টানাড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। সাংসারিক প্রয়োজনে ঋণ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা শেয়ার ব্যবসায় কাঙ্খীত সাফল্য পাবেন। কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে। বাইরের সম্পর্ক থেকে বাড়িতে বিবাদ বাধতে পারে।

সিংহঃ পরিশ্রমের ফল ভাল পাবেন। পিতার সম্পত্তি  লাভ হতে পারে। সাংসারিক জীবনে জীবন সাথীর রহস্যজনক আচরনের কারনে সন্ধেহ তীব্র হতে পারে। নতুন কর্মের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। দাম্পত্য টানাপোড়ন কমাতে চেষ্টা করুন। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার করতে পারবেন। নতুন অংশিদারী চুক্তি করার প্রয়োজন হবে। ঘরে-বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে।

কন্যাঃ বাড়তি ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিরোধ দেখা দেবে। সিজেনাল অসুখে ভোগান্তির আশঙ্কা প্রবল। অনৈতিক বা রহস্যজনক সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সতর্ক থাকতে হবে। সন্দেহের বশে কাউকে কোনো কথা বলাটা ঠিক নয়। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকুন। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা।  অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকার সম্ভবনা।

তুলাঃ বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সৃজনশীল পেশাজীবীদের আজ নতুন নতুন আয় রোজগারের আশা। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। মেধা দিয়েই ব্যবসায় সফল হতে পারবেন। আজ প্রেম ভালোবাসায় ঘটবে রহস্যজনক ঘটনা। হটাৎ করেই নতুন কোনো প্রেমের আহ্ববানে সাড়া দিতে পারেন। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চলমান দুঃশ্চিন্তা কমে যাবে। পথ চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না।

বৃশ্চিকঃ নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারবেন। যানবাহন বা জমি, কিছু কেনার আগে ভাবনাচিন্তার প্রয়োজন। পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে। স্থাবর সম্পত্তির বিষয়ে আত্মীয়র সাহায্য লাভের আশা। আজ গৃহস্থালী প্রয়োজনিয় দ্রব্যাদি ক্রয়ে অর্থ ব্যয়। বাড়িতে আত্মীয় স্বজনদের আগমন হতে পারে। কর্মক্ষেত্রে রহস্যজনক ভাবে কোনো প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে।

ধনুঃ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। ছোট ভাই বোনোর সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদের কাঙ্খীত আয় রোজগারের দিন। বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান করে আনন্দ পাবেন। বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। বৈদেশিক যোগাযোগ থেকে ভালো লাভ করতে পারবেন। প্রতিবেশির কোনো বিপদে তার পাশে দাড়াতে পারেন।

মকরঃ ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হবে। বৈদেশিক খাদ্য ও পোষাক ব্যবসায়ীদের রহস্যজনক জটিলতা মোকাবেলা করতে হতে পারে। বাড়িতে আত্মীয় কুটম্বদের আগমন হতে পারে। সঞ্চয়ে আজ সাফল্য লাভের দিন। পুরনো ঝামেলা মিটে যেতে পারে। বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি হতে পারে।  অপরের নামে সমালোচনা করতে যাবেন না, সমস্যা হতে পারে।পুরনো ঝামেলা মিটে যেতে পারে।

কুম্ভঃ ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ। আজ রহস্যজনক কোনো ঘটনা ঘটবে আপনার সাথে। দামি কিছু হারিয়ে যেতে পারে। সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার যোগ। অতি প্রাকৃতিক বিষয়ের প্রতি আস্থা না থাকলেও অলৌকিক ঘটনার সম্মূখীন হওয়াতে মনের কুসংস্কার কেটে যেতে পারে। পারিবারিক জীবনে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে চেষ্টা করুন। যা আপনি বিশ্বাস করুন তাকে আঁকড়ে রাখতে হবে।দাম্পত্যসুখ বজায় থাকবে।

মীনঃ নৌবাণিজ্যে আজ ভালো লাভের আশা। আমদানী রপ্তাণী কারকগন ভালো কোনো সংবাদ পেতে পারেন। পরিবহন ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে রহস্যজনক উন্নতির সম্ভাবনা। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। নিকট কোনও লোক শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।  দূরে বাসরত কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন।

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

11 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

12 months ago