রাশিফল

Horoscope: আজকের রাশিফল, ১ নভেম্বর ২০২২ , দেখে নিন কেমন যাবে আপনার দিনটি

Published by
KGP Desk

আজ ১ নভেম্বর ২০২২, বাংলায় ১৬ কার্ত্তিক ১৪২৯, মঙ্গলবার

মেষঃ দিনটি মোটের ওপর ভালো। সন্তানের দিক থেকে কোনও সুখবর পাবেন। যা শুনে আপনার চিত্ত ভরে উঠবে। যদি স্বাস্থ্যের দিক থেকে বহু দিন ধরে সমস্যা চলে থাকে, তাহলে তাতে উন্নতির আশা জাগবে। আগে কোনও সময় বিনিয়োগ করে থাকলে তার সুফল আজ পাবেন। টাকার কিছু অংশ এফডি করতে চাইলে আজই করুন। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের সময় আসন্ন। কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। প্রভাবশালী ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়। চাকরি প্রার্থীদের মনের বাসনা পূরণ হতে চলেছে।

বৃষঃ আজকের দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষার্থে কিছু বাধা আসলেও কোনো শিক্ষকের সহায়তায় সফল হতে পারবেন। বিদেশ যাত্রার চেষ্টা বহু কষ্টে সফল হবে। বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে আজকে। কাজে নিঃসংকোচে এগিয়ে চলুন। আত্মবিশ্বাসে থাকবেন ভরপুর। কাজে কোনও গণ্ডগোলের জন্য অফিসে ধমক খেতে হতে পারে উর্ধতনের থেকে। টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে মা বাবার সঙ্গে আলোচনা অবশ্যই করুন। কোনও ভুল জায়গায় ধন সম্পত্তির বিনিয়োগ করবেন না।

মিথুনঃ ঝুঁকিপূর্ণ খেলায় সতর্ক থাকবেন। কারো সাথে কোনো প্রকার জটিলতায় না জড়ানোই ভালো। পাওনাদারের সাথে সু সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন। কোনো অবস্থাতেই বিরোধে জড়াবেন না। সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে আজ সমস্ত কাজ আপনারা করতে পারবেন। কোনও নতুন পদ আজ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। বাবা মায়ের সঙ্গে গাড়ি বাড়ি কেনার কোনও ইচ্ছা থাকলে পূরণ হবে। লড়াই ঝগড়া থেকে দূরে থাকুন। ভালোভাবে কথা বলুন। কোনও দায়িত্বের বোঝা আসতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে। ইএমই পরিশোধের চাপ বাড়বে।

কর্কটঃ আর্থিক সঙ্কটের প্রভাব যেনো আপনার সাংসারিক জীবনে না পরে। অংশিদারী কাজে সফল হওয়ার দিন। ব্যবসায়ীক কাজে জটিলতা এড়িয়ে চলতে হবে। আর্থিক দৃষ্টিকোণ থেকে আজকের দিন শুভ। কোনও সরকারি কাজের থেকে পেতে পারেন ভালো লাভ। যাঁরা ব্যবসায়ী তাঁরা চোখ বুঝে কারোর ওপর ভরসা করবেন না। আজ দাম্পত্য বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনও লেনদেন করলে তা সাবধান হয়ে করা উচিত। শিল্প কলকারখানার মালিকরা নানা রকম যান্ত্রিক জটিলতায় ভুগবেন।

সিংহঃ আর্থিক বিষয়ে কাজের লোকের উপর বেশি নির্ভর করাটা ঠিক হবে না। কর্মক্ষেত্রে দেখা দেবে জটিলতা। সহকর্মীদের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ঘরে শান্তি বিরাজ করবে। আপনার কোনও প্রতিভা সকলকে মুগ্ধ করবে। বাড়িতে কোনও সংস্কার করবেন এমনটা যদি ভেবে থাকেন, তাহলে তা বাতিল করুন। কোনও কৌশলগত চেষ্টা করে থাকলে তা সফল হবে। গাড়ি সংক্রান্ত কিছু জিনিস প্রাপ্ত হবে। পরিবারের কেউ আপনার নামে কাউকে লাগানি ভাঙানি করতে পারেন। কাজ কর্মে আপনাকে আরো বেশি ধৈর্য্য ধরতে হবে।

কন্যাঃ আর্থিক অবস্থা ভালো মন্দ মিশিয়ে। বড় বিনিয়োগ না করলেই ভালো। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে কিছু দুঃশ্চিন্তা দেখা দেবে। পরীক্ষার্থীদের পড়াশোনায় মনযোগি হতে হবে। পরিবারে শান্তি বজায় থাকবে। কোনও পুরানো বন্ধুর সাথে দেখা করবেন, যা আপনার জন্য উপকারী হবে। ভাইবোনরা আপনার থেকে কোনও উপকার পাবেন। সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনার স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে। প্রেম ভালোবাসায় কোনো অবস্থাতেই বেশি ব্যস্ত হওয়া যাবে না। প্রেমিক প্রেমিকাদের দেখা সাক্ষাতে সতর্ক হতে হবে।

তুলাঃ পারিবারিক প্রত্যাশা পূরণে আসবে বাধা। আত্মীয়দের সাথে কোনো সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। কোনও কাজে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে হবে না। বিভিন্ন দিক থেকে আয়ের সূত্র পেয়ে যাবেন। লেনদেনের কোনও মামলা আপনার ভাই বোনের উপস্থিতিতেই সমাধান হবে। সাংসারিক বিষয় নিয়ে মায়ের সাথে মতানৈক্য এড়িয়ে চলতে হবে। আজ গৃহস্থ কোনো যন্ত্রপাতির যন্ত্রনায় অর্থ ব্যয় হতে পারে।

বৃশ্চিকঃ গণমাধ্যমে কাজের সুযোগ পেতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে ই-কমার্স ব্যবসায়ীরা কিছু বাধা বিপত্তির সম্মূখীণ হতে পারেন। বিভিন্ন ঝঞ্ঝাট বিবাদ লেগে থাকতে পারে সংসারে। আজ আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন। দিনটি আপনার জন্য ভাল হতে চলেছে এবং কিছু লোকের সমর্থনের কারণে আপনি সম্পত্তি সম্পর্কিত যে কোনও বিবাদ সহজেই সমাধান করতে সক্ষম হবেন। ছোট ভাই বোনের অভাব অনটনের পেছনে অর্থ ব্যয় হবে। প্রতিবেশীর সাথে জটিলতা দেখা দিতে পারে।

ধনুঃ আজ বকেয়া টাকা আদায়ে দেখা দেবে বাধা। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে আশানুরুপ নাও হতে পারে। শ্যালক শ্যালিকা বা দেবর ননদের আচরনে কষ্ট পাওয়ার আশঙ্কা। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো হতে চলেছে, কারণ তাদের পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কোর্সে আগ্রহী হতে পারে। রাজনীতিতে কর্মরত ব্যক্তিদের তাদের সহকর্মীদের রাজনীতির অংশ হওয়া এড়াতে হবে, অন্যথায় কেউ আপনাকে কোনও কাজে জড়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে পারে। আজ কথা দিয়ে কথা রাখা হবে কঠিন।

মকরঃ আজ শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। ঠান্ডাজনিত রোগে ভোগান্তির আশঙ্কা প্রবল। মানসিক ভাবে কিছুটা চাপে থাকতে পারেন। চাকরিজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কোনো জটিলতা ভোগাতে পারে। পারিবারিক সমস্যা নিয়ে চিন্তিত হবেন, যা আপনার জন্য মাথাব্যথা হয়ে উঠবে এবং আপনি একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করবেন, তবে আপনাকে এতে প্রয়োজনীয় নথিপত্রের দিকে মনোযোগ দিতে হবে, অন্যথায় একটি ভুল হতে পারে।

কুম্ভঃ আজ ব্যয় বৃদ্ধি পাবে। সুখ সুবিধায় আসবে আরও বৃদ্ধি। ঘরে কোনও নতুন বস্তু কিনে আনতে পারেন। আজ কোনো ব্যক্তির সঙ্গে ভুল কথা বলা এড়িয়ে চলতে হবে। আজ আপনি আপনার বিষয়ে হস্তক্ষেপ করতে মোটেও পছন্দ করবেন না।ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। আইনগত জটিলতা থেকে সতর্ক থাকতে হবে। প্রবাসীদের কর্মক্ষেত্রে ও আর্থিক ক্ষেত্রে বাধা আসতে পারে। পুলিশী গ্রেফতার এড়িয়ে চলতে হবে।

মীনঃ চাকরিজীবীদের বকেয়া বেতন আদায়ে বাধা আসতে পারে। ভাই বোনের সাথে সাংসারিক বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। বন্ধুর সাথে চলমান বিরোধ কমিয়ে আনতে হবে। ঠিকাদারী কাজে কিছু বাধা আসবে। বকেয়া বিল আদায়ে বাধা। আজকের দিনটি স্বাভাবিক হতে চলেছে। আজ আপনার যেকোনও কাজ শেষ করতে হবে।  কাজের দিকে ফোকাস বাড়াতে হবে চাকরিরতদের। সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য আপনি পরবর্তীকালে পুরস্কার পাবেন।

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

11 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

12 months ago