লাইফস্টাইল

Horoscope: আজকের রাশিফল ৫ ই জানুয়ারি ২০২২, আজ ভুলেও করবেন না এই কাজগুলি

Published by
KGP Desk

আজ ৫ ই জানুয়ারি ২০২২, বাংলার ২১ পৌষ ১৪২৮, বুধবার

মেষঃ কেনা-বেচার জন্য দিনটি শুভ। তবে কোন খাতে বিনিয়োগের পূর্বে সঠিক বিভাগ নির্বাচন করুন। অফিস থেকে ফিরে পছন্দের কাজ করতে পারবেন। বেশি রাগ করলে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা হতে পারে। খারাপ মেজাজের কারণে ঝামেলায় পড়তে পারেন। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্যে বিবাদ।

বৃষভঃ আজ ব্যবসায় ফল ভাল-খারাপ মিশিয়ে থাকবে। হঠাৎ কিছু অর্থের আগমন হতে পারে।
সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। ফাঁকা সময়ে যোগ ব্যায়াম করতে পারেন। আপনার কঠোর পরিশ্রম সকলের চোখে পড়বে। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।

মিথুনঃ বাড়তি উপার্জন হতে পারে কিন্তু শৌখিনতার জন্য অর্থ খরচ হতে পারে। সকলের মধ্যে থাকার থেকে একা থাকতে বেশি পছন্দ করবেন। ছোট সফর আরামদায়ক হবে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য আজকের দিন শুভ। পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর দিন কাটাবেন। শরীরে অল্প বিস্তর আঘাত লাগতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

কর্কটঃ অনেক অর্থ থাকবে আপনার। আপনার মিষ্টি স্বভাব সকলকে ভালো রাখবে। খেলাধূলায় ব্যস্ত হয়ে পড়াশুনাকে অবহেলা করা ঠিক নয়। সুখ মানুষের মনের জিনিস। পার্টিতে বন্ধুদের জন্য অর্থ ব্যয় করেও, ব্যবসায় কোনও জট থাকলে তা আরও বাড়তে পারে। ক্রোধ সংযত করা অত্যন্ত প্রয়োজন।
চাকরিতে বদলির সম্ভাবনা আছে।

সিংহঃ আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন আজ।
বুদ্ধির বলে শত্রুর মোকাবিলা করতে সক্ষম হবেন। মদ্যপান থেকে দূরে থাকলে শরীর ভালো থাকবে। আজকের দিনে জমি সংক্রান্ত কাজে অনেক অর্থ ব্যয় হতে পারে। জীবনে চলতে থাকা অশান্তি মাঝে কিছুটা শান্তি পেতে পারেন। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে।

কন্যাঃ ব্যবসায় প্রচুর লাভের আশা রাখতে পারেন। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। কোন কাজে চট করে মন খারাপ করবেন না। কাজ ফেলে না রেখে, আজই শেষ করুন। সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়বে। আজ ব্যবসায় সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। বাসস্থান কেনা-বেচার পরিকল্পনা করতে পারেন।

তুলাঃ আজকের দিনে সবকিছু আপনার পক্ষে থাকবে। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। নিজের উজ্জ্বল দিকটি সকলের সামনে তুলে ধরুন। পরিবারের কেউ সময় কাটাতে চাইলেও, আপনি তা দিতে পারবেন না। প্রেমে নতুন কোনও যোগাযোগ হতে পারে।

বৃশ্চিকঃ ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। কোন প্রতিবেশির সঙ্গে ঝগড়া করে মেজাজ খারাপ হতে পারে। খাওয়ার সময় সাবধানে খাবেন। কর্মক্ষেত্রে সবকিছু আপনার পক্ষে থাকবে। বাচ্চাদের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনন্দ পাবেন। চাকরির স্থানে সুনাম বৃদ্ধি। ভাল যুক্তির জন্য তর্কে জয়লাভ। নিজের জন্য সম্পত্তি কেনার চেষ্টা।

ধনুঃ শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।
বন্ধুদের সঙ্গে বাইরে বেরোলে মন ভালো থাকবে। ব্যস্ততার মাঝে সময় বের করে, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। অফিসে কিছুটা ভালো সময় কাটবে। ভাই বোনদের সাহায্যে আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে।

মকরঃ আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ভাবে ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন আজকে। রাতের দিকে পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। আজকের দিনে ভাই বোনদের থেকে বিশেষ সুবিধা পেতে পারেন। সন্ধ্যের সময় বন্ধুদের সঙ্গে বেরোলে ভালো সময় কাটবে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন।

কুম্ভঃ কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারক শান্তি বজায় থাকবে। ঘুরতে যেতে পারেন আজ। বাচ্চাদের সঙ্গে সুন্দর সন্ধ্যে কাটবে। খাওয়ার সময় সাবধানে খাবেন। বিদেশে ব্যবসা থাকলে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। ব্যবসার জন্য কাছের কেউ সাহায্য করতে পারে। প্রেমের বিষয়ে কারওর কাছে অপমানিত হতে পারেন।

মীনঃ আজ ব্যবসায় বা কর্মে কোনও সমস্যা থাকবে না। কাজের থেকে কিছুটা ছুটি নিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। ধর্মীয় কাজের জন্য আজকের দিন শুভ। ফাঁকা সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা গল্প করতে পারেন। মানুষের থেকে প্রশংসা পাবেন আজকে। কোনও বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে।

Recent Posts

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৯ ।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশবিষ্ণু মন্দির, প্রজাবাড় (ময়না, পূর্ব মেদিনীপুর) যত দূর চোখ যায়, সবজি…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের  জার্ণাল- ২০৮ চিন্ময় দাশ শ্রীশ্রী দামোদরজীউ মন্দির, হাসিমপুর (কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর) মেদিনীপুর জেলার…

11 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৭।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শিব মন্দির, মিত্রসেনপুর (চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর)বহুকালের প্রাচীন নগরী চন্দ্রকোণা। ভানবংশ,…

11 months ago

Templ Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল- ২০৬।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল চিন্ময় দাশলক্ষ্মীজনার্দন মন্দির, শ্রীরামপুর (সবং, পশ্চিম মেদিনীপুর) জমিদারী গড়েছিলেন বটে, বৈষয়িক ছিলেন…

12 months ago

Temple Tell: জীর্ণমন্দিরের জার্ণাল- ২০৫।। চিন্ময় দাশ

জীর্ণমন্দিরের জার্ণাল চিন্ময় দাশ শ্রীশ্রী রসিকনাগর জীউ মন্দির, জয়ন্তীপুর (চন্দ্রকোণা শহর) মন্দির নগরী চন্দ্রকোণা। এর…

12 months ago

Temple Tell: জীর্ণ মন্দিরের জার্ণাল-২০৪।। চিন্ময় দাশ

জীর্ণ মন্দিরের জার্ণাল— ২০৪ চিন্ময় দাশবিষ্ণু মন্দির, মার্কণ্ডপুর (পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদ—মেদিনীপুর জেলার পূর্বাংশের…

12 months ago