Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: শীতের রাস্তা কাটল নিম্নচাপ! ফের বৃষ্টির পূর্বাভাস খড়গপুর মেদিনীপুরে

When winter came, it stopped in the middle. Last Friday, winter had entered Bengal. I was feeling quite cold. Meteorologists had speculated that Kalipujo might feel better cold. But there were fears of western storms and depression. That fear came true. On Monday, the meteorological department issued a forecast of scattered rains in South Bengal for the next 48 to 72 hours. The temperature in Kharagpur Medinipur suddenly started rising from Sunday night. The minimum temperature in the two cities on Saturday was 19.65 degrees Celsius and on Sunday it rose by about 2 degrees to 21.08 degrees Celsius. On Monday, the minimum temperature rose another 1 degree to 22.01 degrees Celsius.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: শীত আসতে গিয়েও থমকে গেল মাঝপথে। গত শুক্রবারই শীত ঢুকে পড়েছিল বাংলায়। ঠাণ্ডাও অনুভূত হচ্ছিল বেশ। আবহাওয়াবিদদের অনুমান ছিল কালীপুজোর সময়ে ভালো ঠান্ডা অনুভূত হতে পারে। কিন্তু আশঙ্কা ছিল পশ্চিমী ঝঞ্জা আর নিম্নচাপের। সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। সোমবারই আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। রবিবার রাত থেকেই তাপমাত্রা হঠাৎই বাড়তে শুরু করে খড়গপুর মেদিনীপুরে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

শনিবার খড়গপুর মেদিনীপুর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.65 ডিগ্রি সেন্টিগ্রেড আর রবিবার সেটাই প্রায় ২ডিগ্রি বেড়ে হয়ে যায় 21.08 ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা আরও ১ডিগ্রি বেড়ে 22.01 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এদিকে আবহাওয়ার এই হটাৎ পরিবর্তনে বিভিন্ন শারীরিক উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে। সর্দি কাশি, জ্বরজ্বালা, হাত পায়ের পেশিতে টান ইত্যাদি লক্ষণ দেখা দিতে শুরু করেছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে বঙ্গোপসাগর থেকে আবহমণ্ডলের নিম্নস্তরে ফের জলীয় বাস্প ঢুকছে। যার জেরে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই মেঘে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আগামী দু’দিনের নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যার ফলে পূবালী হওয়া সক্রিয় হবে বঙ্গোপসাগরে। হাওয়া অফিস জানিয়েছে জলীয়বাষ্প ঢুকছে উপকূলের জেলাগুলি ছাড়াও কলকাতা হাওড়াতে। ফলে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিমী ঝঞ্জার প্রভাব থাকায় মেঘ বৃষ্টির প্রকোপ খড়গপুর, মেদিনীপুর এবং সংলগ্ন এলাকায় সামান্য বেশি প্রভাব পড়লেও খুব বড় আকারে দুর্যোগের সম্ভবনা নেই। অবশ্য পরিস্থিতির উন্নতি হলেই ফের শীত ফিরবে বলেই জানা যাচ্ছে। তেমন হলে কালীপূজার সময়েই ঠান্ডা অনুভব হতে পারে।

 

- Advertisement -
Latest news
Related news