Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Weather: ফের সক্রিয় ঘূর্ণাবর্তাসুর! পুজোর শুরু থেকেই বৃষ্টি, মহাঅষ্টমী থেকে ভাসবে খড়গপুর মেদিনীপুর, রেহাই নেই ঝাড়গ্রামেরও

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পুজোর সময় ফের সক্রিয় হয়ে উঠতে চলেছে ঘূর্ণাবর্তাসুর আর তার জেরেই টানা ৩দিন বাঙালির পুজোর আমেজ মাটি হতে চলেছে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে খড়গপুর, মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও। পুজোর মধ্যেই এই বৃষ্টির ভ্রুকুটি রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে সমগ্র দক্ষিণবঙ্গের পুজো প্রেমীদের। বৃহস্পতিবার হওয়া অফিসের সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে অষ্টমী থেকে দশমী, বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় উপকূলীয় অঞ্চলে। যার মধ্যে রয়েছে কলকাতাও। শুধু তাই নয় সাথে আরও বলা হয়েছে অষ্টমী, নবমী এবং দশমীতে বৃষ্টির পরিমান বাড়তে পারে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কয়েকদিন আগেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছিল যে অক্টোবর মাসেই অন্ততঃ ৩টি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গপোসাগরে। যদিও আবহাওয়াবিদরা তখনও নিশ্চিত করে জানাতে পারেননি যে পুজোর সময়েই বৃষ্টি হবে কিনা।বৃহস্পতিবার আশঙ্কা জাগিয়ে আবহাওয়াবিদরা জানিয়ে দিলেন পুজোর তিনদিন মাটি করতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে ৯ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সব জেলাতেই হবে বৃষ্টিপাত। তবে তা অপেক্ষাকৃত কম হবে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুজো শুরুর দিন থেকেই অল্পবিস্তর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। বলা হচ্ছে চতুর্থী থেকে সপ্তমী বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হবে। কিন্তু, অষ্টমী থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাত। কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং ২৪ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ পুজো জুড়েই কিন্তু চলবে বৃষ্টিপাত। যদিও
পুজোয় ভালো খবর উত্তরবঙ্গের জন্য। ওই সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের আকাশ। ৯ তারিখ থেকে ১৫ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন,’আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘুর্ণাবর্ত। এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাত হবে। প্রাক পুজোর সময়েও বৃষ্টিপাতের পুর্বাভাস রয়েছে।’ তাঁর কথায়, ‘হিমালয়ান বঙ্গের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত।’ যদিও ইতিমধ্যেই ধীরে ধীরে সরতে শুরু করেছে মৌসুমী বায়ু। গুজরাট এবং রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু করেছে। আগামী ১০ তারিখ নাগাদ উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, জানা গিয়েছে এমনটাই। এর প্রভাব পড়বে রাজ্যেও। উল্লেখ্য, নিম্নচাপের জেরে গত কয়েক সপ্তাহ ধরে টানা চলছে বৃষ্টিপাত। এবার পুজোতেও কার্যত ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, আলিপুরের পূর্বাভাস এমনটাই।

- Advertisement -
Latest news
Related news