Monday, May 20, 2024

MP-HS Exam: অফলাইনেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! কমানো হল সিলেবাস, দেখে নিন দুই পরীক্ষার রুটিন

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: অন্য কোনও পদ্ধতি বা অনলাইন নয়। চিরাচরিত প্রথা মেনেই নির্দিষ্ট দিনে কোভিড বিধি বজায় রেখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই হবে। মঙ্গলবার মুখ্যসচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের ভার্চুয়াল বৈঠকে এমনই সিদ্ধান্ত হল। নিজেদের স্কুল অর্থাৎ হোম সেন্টারেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা ৭ মার্চ শুরু হয়ে শেষ হবে ১৬ মার্চ । অন্যদিকে উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল এবং শেষ হবে ২০ এপ্রিল।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

মাধ্যমিক হবে সকাল ১১.৪৫ থেকে বিকেল তিনটে পর্যন্ত। উচ্চমাধ্যমিক চলবে সকাল দশটা থেকে ১.১৫ পর্যন্ত। একইদিনে স্কুলে হবে একাদশ শ্রেণির পরীক্ষাও। পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য যেমন ব্যাপক পুলিশি বন্দোবস্ত রাখার জন্য পর্ষদ এবং সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তেমনই পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা নিরাপদে এসে পৌঁছাতে পারে তার জন্য পর্যাপ্ত গন পরিবহন ব্যবস্থা বজায় রাখা, ট্রাফিক সচল রাখা এবং পড়ুয়াদের সাহায্য করতে পুলিশ সচেষ্ট থাকবে।করোনা পরিস্থিতিতে পঠনপাঠনের যথেষ্ট অসুবিধা হয়েছে তাই দু’টি পরীক্ষাতেই এবার সিলেবাসের ভার কমিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে।

এবার প্রশ্ন ফাঁস এড়াতে এবং টুকলি এড়াতে বিশেষ সতর্ক হচ্ছে প্রশাসন। জানা গিয়েছে, সম্ভব হলে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বসানো হবে। প্রতিবারের মতো এবারও পরীক্ষাকেন্দ্র চত্বরে ১৪৪ ধারা জারি থাকবে। সতর্ক থাকবে পুলিশও। পরীক্ষা হবে কোভিডবিধি মেনে। পরীক্ষার আগে স্কুলগুলি স্যানিটাইজ করা হবে। এক বেঞ্চে একের বেশি পরীক্ষার্থীকে বসতে দেওয়া হবে না। মাধ্যমিকের জন্য রুটিন হয়েছে এইরকম: ৭ মার্চ – প্রথম ভাষা, ৮ মার্চ – দ্বিতীয় ভাষা, ৯ মার্চ -ভূগোল, ১১ মার্চ – ইতিহাস, ১২ মার্চ – জীবন বিজ্ঞান, ১৪ মার্চ – অঙ্ক, ১৫ মার্চ – ভৌত বিজ্ঞান, ১৬ মার্চ – ঐচ্ছিক বিষয়।

অন্যদিকে উচ্চমাধ্যমিকের রুটিন অনুযায়ী, ২ এপ্রিল – প্রথম ভাষা, ৪ এপ্রিল – দ্বিতীয় ভাষা, ৫ এপ্রিল – হেলফ কেয়ার, অটোমোবাইল, অরগানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এবং আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকসন – ভোকেশনাল বিষয়। ৬ এপ্রিল – বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান। ৮ এপ্রিল – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস। ৯ এপ্রিল – কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন. সংগীত, ভিসুয়াল আর্টস। ১১ এপ্রিল – পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউনটেন্সি ১৩ এপ্রিল – কমার্সিয়াল ল’ এন্ড প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শন, সোসিওলজি। ১৬ এপ্রিল – রসায়ন, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পারসিয়ান, আরবি, ফ্রেঞ্চ। ১৮ এপ্রিল – রাশিবিজ্ঞান, ভূগোল, কস্টিং ও ট্যাক্সেসান, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। ২০ এপ্রিল – অর্থনীতি বা ইকোনোমিকস পরীক্ষা হবে।

- Advertisement -
Latest news
Related news