Saturday, July 27, 2024

Kharagpur Midnapore Jharagram Weather: খড়গপুর মেদিনীপুরে আজ আরও বৃষ্টি! ১লা জানুয়ারিত বৃষ্টিতে ভিজবে পুরো পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম

There was more rain in Kharagpur Medinipur town than on Wednesday. It rained heavily in two cities on Wednesday morning but it rained profusely on Thursday. It rained after 5:30 am on Wednesday and continued till 7:30 am in two phases. Even though the sky was cloudy, there was no rain. But it started raining early on Thursday night. And the drizzle of rain was seen even after 9 o'clock in the morning. Those who have to go to work in the morning in a very normal way, or the market ghat is wet and slippery. In Kharagpur town, the streets of Inda and Kharida Bazar were muddy at seven in the morning. The condition of Nayabazar, Nimpura and Talbagicha or Prembazar is also the same. But the rain does not end here. According to the Alipore Meteorological Office, the Ganges will continue to rain in four districts of West Bengal. Light rain with thunderstorm is expected in Jhargram and West Midnapore by Saturday morning, January 1.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: বুধবারের চাইতেও বেশি বৃষ্টি হল খড়গপুর মেদিনীপুর শহরে। বুধবার সকালে দুই শহরে বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে কিন্তু বৃহস্পতিবার রীতিমত ঝমঝম করে বৃষ্টি হল। বুধবার বৃষ্টি হয়েছিল ভোর সাড়ে পাঁচটার পর এবং দু’দফায় চলেছিল সাড়ে সাতটা অবধি। আকাশ মেঘলা থাকলেও তারপর বৃষ্টি হয়নি আর। কিন্তু বৃহস্পতিবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এবং বৃষ্টির রেশ দেখা গিয়েছে সকাল ৯টা পেরিয়েও। খুব স্বাভাবিক ভাবেই সকাল সকাল যাঁদের কাজে বেরুতে হয়, কিংবা বাজার ঘাট ভিজে চপচপে হয়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

এদিন সকালে মেদিনীপুর শহরের রাজাবাজার, কলেজ সংলগ্ন বাজার, কোতোয়ালি বাজার, স্কুলবাজার, পাটনাবাজার, স্টেশন সংলগ্ন মাছ ও সবজি বাজারে বেরিয়ে নাস্তানাবুদ হতে দেখা গিয়েছে। অনেকেই অবশ্য ছাতা নিয়ে বেরিয়ে মাথা বাঁচিয়েছেন বাজার করতে এসে। খড়গপুর শহরে সাত সকালের ইন্দা ও খরিদা বাজারের রাস্তা কাদায় মাখামাখি হয়েছে। নয়াবাজার, নিমপুরা ও তালবাগিচা বা প্রেমবাজারের অবস্থাও তথৈবচ কৌশল্যা, গোলবাজারের কিছু অংশে সেড থাকায় মাথা বেঁচেছে ক্রেতা বিক্রেতা উভয়েরই।

তবে বৃষ্টির এখানেই শেষ নেই। বৃহস্পতিবার ফের কুয়াশায় ঢেকেছে শহর। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এদিন কুয়ার দাপট দেখা দিয়েছে। এদিকে কদিন ধরেই স্যাঁতস্যাঁতে ভাব চারিদিকে। বৃষ্টি থেকে এদিনও মুক্তি নেই। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৪ জেলায় বৃষ্টি চলবে।আগামী ২ দিন পর তাপমাত্রা কমলেও এখন জাঁকিয়ে শীত পরার কোনও সম্ভবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, এ বছরের শেষদিন আর সামনের বছরের প্রথমও দিনও বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা বিশেষ করে দক্ষিনবঙ্গের বেশ কয়েকটি জেলা। বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

অন্যদিকে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিনদিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বৃষ্টি থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝাকি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না তবে তার পরের তিনদিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

- Advertisement -
Latest news
Related news