Saturday, July 27, 2024

Kharagpur Fatal, Killed Borther & Sister: খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনায় ভাই বোন সহ ৩ নাবালকের মৃত্যু! খেলতে থাকা শিশুদের পিষে দিল পিকআপ ভ্যান, আশঙ্কায় আরও ১

Three minors, including two children of the same family, died in a tragic accident in Kharagpur town of West Midnapore. Among the dead are 2 girls and 1 boy. Another 1 boy is in critical condition and 2 minors are undergoing treatment at Medinipur Hospital. The incident took place on Tuesday morning at Peelkhana Shantinagar Colony (word no 22)near Janata Market near Golbazar in Kharagpur town. Two siblings named Sek Nazrul (10) and Sania Khatun (13) died on the spot. Another 9-year-old boy named Sek Salmon died on the way to the hospital.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ২ শিশু সহ ৩ নাবালকের। মৃতদের মধ্যে ২ বালিকা এবং ১ বালক রয়েছে। গুরুতর আরও ১বালক মেদিনীপুর হাসপাতালে ২ নাবালক চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খড়গপুর শহরের গোলবাজার লাগোয়া জনতা মার্কেট সংলগ্ন চিলখানা শান্তিনগর কলোনীতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেক নজরুল (১০) ও সানিয়া খাতুন (১৩) নামের দুই ভাইবোনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সেক সলমন নামে ৯ বছরের আরও এক বালকের।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে খড়গপুর শহরে। শীতের সকালে খড়গপুর পৌরসভার ২২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার বস্তি লাগোয়া মাঠে রোদ পোহাচ্ছিল কয়েকটি শিশু। কয়েকটি নাবালক আনমনে খেলছিল। ওই মাঠেই পার্ক করা থাকে কয়েকটি পিক-আপ ভ্যান। গোলবাজার ছাড়াও অন্যান্য এলাকায় মালপত্র বহন করার কাজে ব্যবহার করা হয় ভ্যানগুলি। একটি ভ্যানে ছাগল বোঝাই করা হয়েছিল অন্যত্র নিয়ে যাওয়ার জন্য।

হঠাৎই ওই পিকআপ ভ্যানটি এক ব্যক্তি চালু করে এবং সেটি পেছন দিকে গড়িয়ে চলে আসে। পেছনেই নিবিষ্ট মনে খেলতে থাকা নাবালকদের ওপর দিয়েই চলে যায় ছাগল বোঝাই করা ভারী ভ্যানটি। কিছু বোঝার আগেই ৪ নাবালকের ওপর দিয়ে সেটি সরাসরি গড়িয়ে যায়। পাশে খেলতে থাকা ২শিশুর গায়েও ধাক্কা লাগায় ছিটকে পড়ে তারাও। ২ নাবালককে কার্যত চাকার তলায় রেখেই আটকে যায় পিকআপ ভ্যানটি।

মা! শুধুই হাহাকার সম্বল

ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ভাইবোনের। অন্য ২জন গুরুতর আহত হওয়ায় তাঁদের নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে রওনা হয় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। অন্য শিশুটির অবস্থাও গুরুতর সে মেদিনীপুর মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন বলে জানা গেছে।

দুই সন্তানকে হারিয়ে নিথর, মূক! দুই সন্তানের জননী

স্থানীয় সূত্রে আরও জানা গেছে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটি আদতে নির্দিষ্ট চালকের বদলে অন্য একজন চালানোর চেষ্টা করে যার কিনা ওই গাড়ি চালানোর অভিজ্ঞতাই নেই। গাড়ি চালু করেই পেছনের গিয়ার দেওয়ার সাথে সাথেই সেটি তীব্র গতিতে পেছন দিকে পিছিয়ে এসে ওই শিশুদের ওপর চেপে বসে। দুর্ঘটনার পরই পালিয়ে যায় ওই ব্যক্তি। একই পরিবারের ২টি শিশুকে হারিয়ে হাহাকারে ভেঙে পড়েছে ওই পরিবারটি। ওই দম্পত্তির ৩ সন্তানের মধ্যে ২জনই শেষ হয়ে যায় প্রায় চোখের সামনে। পরিবারে আরেকটি কন্যা সন্তান রয়েছে। এদিকে তিন তিনটি শিশুকে হারিয়ে শোকস্তব্ধ পুরো এলাকা। ব্যাপক উত্তেজনাও রয়েছে। ক্ষুব্ধ জনতা ভাঙচুর করে পিকআপ ভ্যানটি।

- Advertisement -
Latest news
Related news