Saturday, July 27, 2024

Weather Kharagpur Midnapore: পঞ্চমীর কলকাতায় বৃষ্টি শুরু, বৃষ্টি আসছে খড়গপুর মেদিনীপুরেও! দুই মেদিনীপুরের সাথে ভিজবে ঝাড়গ্রামও, সপ্তমীর মধ্যেই মন্ডপ দর্শন করে নিন

It started raining in Kolkata on Sunday, it would be raining in Kharagpur Midnapore too! Jhargram will also get wet with the two Midnapores. So visit the mandapa in Saptami. Because a few days ago, meteorologists had said that several districts of South Bengal were going to be flooded with heavy rains from the Maha Ashtami to Maha Dashami. They also said that there may be light rain in Chaturthi and Panchami. Meteorologists said the outgoing monsoon would affect the coastal areas of West Bengal. Because the monsoon has not yet moved from this area. Due to this effect of the farewell monsoon, light and moderate rains may occur in the Maha Shasti and Maha Saptami. That rain started on Sunday in Kolkata and its surrounding areas. There may be light to moderate scattered rains in two 24 Parganas, East and West Midnapore, Howrah, Hooghly and Nadia. On Sunday morning, meteorologists said that the sky will be cloudy in the districts of South Bengal throughout the day of Panchami. It will rain. Even strong winds with rain can blow in some areas. That rain may happen in Kharagpur, Medinipur, Jhargram. Depression is expected in the North Andaman Sea from Sunday. Due to this, the last three days of Durgapuja may rain in South Bengal. Meteorologists forecast light to moderate rains in Kolkata, two parganas, two Midnapore, Howrah and Hughli in the eighth, ninth and tenth. But due to the change in the situation and the amount of rain, it is better for those who want to go to the mandapa to see the pujo to choose the day of the sixty-seventh. Because the amount of rain in those two days is likely to be light.

- Advertisement -spot_imgspot_img

নিজস্ব সংবাদদাতা: আশঙ্কা ছিলই, আর সেই আশঙ্কা বাড়িয়ে দিল পঞ্চমীর কলকাতা এবং সংলগ্ন কিছু এলাকা। রবিবার, পঞ্চমীর সকাল কলকাতার সাথে ভিজল হাওড়া এবং দুই ২৪পরগনার বেশ কিছু এলাকা। আগামী ২৪ঘন্টায় এই বৃষ্টি আসতে চলেছে দুই মেদিনীপুরের কিছু অংশে। বৃষ্টি হতে পারে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামেও। গত ২দিন ধরেই খড়গপুর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় গরম সহ্যের সীমা ছড়িয়েছে। আশঙ্কার সেই মেঘেই যেন পুজোর আকাশ কালো করতে চলেছে খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামে। পুজো উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আরো খবর আপডেট মোবাইলে পেতে ক্লিক করুন এখানে

কয়েকদিন আগেই আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, মূলতঃ অষ্টমী থেকে দশমী ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। পাশাপাশি এও বলেছিলেন যে চতুর্থী ও পঞ্চমীতে হালকা পরিমানে বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিদদের বক্তব্য ছিল বিদায়ী বর্ষার প্রভাবেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হবে। কারন এই এলাকা থেকে বর্ষা এখনও সরে যায়নি। বিদায়ী বর্ষার এই প্রভাবে ষষ্টি ও সপ্তমীতেও হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার সকালে আবহাওয়াবিদরা জানিয়েছেন, পঞ্চমীর সারা দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে। এমনকি বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেই বৃষ্টিই যখন তখন হতে পারে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে।

এদিকে আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী অষ্টমী থেকে দশমী বৃষ্টির পূর্বাভাস যথারীতি বহাল রয়েছে। রবিবার থেকেই উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। তার জেরেই দুর্গাপুজোর শেষ তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। অষ্টমী, নবমী ও দশমীতে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছিলেন আবহবিদরা। কিন্তু পরিস্থিতির পরিবর্তনে বৃষ্টির পরিমান ফলে যাঁরা পুজো দেখতে মন্ডপে যেতে ইচ্ছুক তাঁদের জন্য ষষ্টি সপ্তমীর দিন বেছে নেওয়াই ভালো । কারন ওই দুদিন বৃষ্টির পরিমান কিছুটা হলেও হালকা থাকার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পর্যবেক্ষণ আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে। আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা  ও অন্ধ্র উপকূলের কাছে আসবে। এই ঘূর্ণাবর্তটি সক্রিয় করছে বিদায়ী মৌসুমী বায়ুকে। যে কারনে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে হালকা। ১২ তারিখ পর্যন্ত মোটামুটি এমনই চলবে। কখনও আকাশ পরিষ্কার থাকবে আবার কখনও মেঘলা।

এরপরই  নিম্নচাপের প্রভাব বাড়বে।  ১৩ তারিখ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় মাঝারী বৃষ্টি হবে। তারপর ১৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতায় ১২ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার ১৩ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।  এদিকে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। কলকাতার. তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বঙ্গোপসাগরের উপর দিয়ে জলীয় বাষ্পের প্রবেশের ফলে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে কলকাতায়। তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়ার্স ও রাতের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়ার্স থাকবে।

- Advertisement -
Latest news
Related news